Tales of Muna

Tales of Muna � Myself, Sadia Sultana Muna. I'm a mother of two kids.

This is my personal blog here I will show you the real struggle with my babies wich I have to face daily in my regular life.

So basically! This is the most favourite tws which is gifted by my boss ! 🎁 So I haven’t seen this type of earbuds befor...
11/08/2025

So basically! This is the most favourite tws which is gifted by my boss ! 🎁 So I haven’t seen this type of earbuds before because it has two pair in one 🥹 And i am a huge tech lover 🥲so i always love these types of gifts also earbuds is kind of my things , I remembered last time I gifted someone who’s close to my heart and it was also a earbuds😛

So lets come to the main point, Id lost my 1 earbud few days ago , I was so sad , I searched everywhere but couldnt find it 🥹🥲😣
Then I prayed 😖, I asked to Allah , please give me this one, as it was imported 🇨🇳✈️

as i lost one of them, and couldnt find it , I feel bad when I see only the 3 earbuds 😕🙁
But Today I fount this Puttu🤩🤩 sttuck between my bed and the mattress!😒

So its very natural,I thanked Allah 🤲because I had almost lost hope, but even when I forgot, Allah remembered me! Subhan Allah

And when you truly realize that Allah listens to everything whatever the matter is big or small and answers them, that’s when you really understand how it feels.🕊️


Late night thoughts
Sadia Sultana Muna

01/07/2025

রিজিকের সংকট জীবনের এক চরম বাস্তবতা। অনেকে চেষ্টা করেন, পরিশ্রম করেন, কিন্তু তবুও বরকত আসে না। এই সময়ে হতাশ না হয়ে, আল্লাহর কাছে সাহায্য চাওয়া — একজন মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। রাসূলুল্লাহ ﷺ আমাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন, যা রুজির সংকটে বিশেষভাবে কার্যকর।

সেরা ৩টি প্রমাণিত দোয়া (রাসূল ﷺ এর শেখানো)

🟩 ১. رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
উচ্চারণ: রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির
অর্থ: হে আমার রব! আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী।
📖 সূরা কাসাস: আয়াত ২৪

🔹 এই দোয়াটি নবী মূসা আলাইহিস সালাম বলেছেন যখন তিনি ছিলেন নিঃস্ব, একাকী ও আশ্রয়হীন। দোয়ার পরপরই আল্লাহ তাকে আশ্রয়, সম্মান ও রিজিক দান করেন।

🟩 ২. اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
উচ্চারণ: আল্লাহুম্মাকফিনী বিহালালিকা ‘ান হারামিকা, ওয়া আঘনিনী বিফাদলিকা ‘আম্মান সিওয়াক
অর্থ: হে আল্লাহ! আপনার হালাল রিজিকে আমাকে যথেষ্ট করুন, যাতে আমি হারামে না যাই; এবং আপনার অনুগ্রহে আমাকে এতটা স্বয়ংসম্পূর্ণ করুন, যাতে অন্য কারও মুখাপেক্ষী না হই।

📚 (তিরমিজি: হাদিস 3563)

🔹 এই দোয়া মানুষকে হালাল পথে রিজিক কামনায় স্থিরতা ও বরকতের আশা জাগায়।

🟩 ৩. اللَّهُمَّ ارْزُقْنِي رِزْقًا حَلَالًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ
উচ্চারণ: আল্লাহুম্মার্জুকনি রিজকান হালালান তইয়্যিবান মুবারাকান ফিহি
অর্থ: হে আল্লাহ! আমাকে এমন হালাল, পবিত্র ও বরকতময় রিজিক দান করুন, যাতে আপনার সন্তুষ্টি থাকে।

🔹 যারা চাকরি বা ব্যবসায় ক্ষতিগ্রস্ত, তারা প্রতিদিন এই দোয়া পড়লে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন।

🕰️ দোয়া ও আমল করার নিয়ম:
প্রতিটি দোয়া দিনে ৭ বার করে পড়া উত্তম।
পড়ার সময় অন্তর থেকে চাওয়া এবং হালাল রিজিকের নিয়ত করা জরুরি।
দোয়ার পর নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা ও পরিশ্রম চালিয়ে যান — আল্লাহ তাতে বরকত দেবেন



30/06/2025

Delete, unfollow, unfriend, block, erase, and disconnect from anyone and anything that robs you of your peace, love, and happiness. Not just on social media, but in real life too. You don't need to be around people who don't see and appreciate your value.♥️

মানুষের মৃত্যু হয় কিন্তু স্মৃতির মৃত্যু হয় না।তা ফিরে আসে বারেবার ;মনকে নাড়া দিয়ে যায়।
29/06/2025

মানুষের মৃত্যু হয় কিন্তু স্মৃতির মৃত্যু হয় না।
তা ফিরে আসে বারেবার ;মনকে নাড়া দিয়ে যায়।

Address

Mohammadpur
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tales of Muna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share