01/07/2025
রিজিকের সংকট জীবনের এক চরম বাস্তবতা। অনেকে চেষ্টা করেন, পরিশ্রম করেন, কিন্তু তবুও বরকত আসে না। এই সময়ে হতাশ না হয়ে, আল্লাহর কাছে সাহায্য চাওয়া — একজন মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। রাসূলুল্লাহ ﷺ আমাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন, যা রুজির সংকটে বিশেষভাবে কার্যকর।
সেরা ৩টি প্রমাণিত দোয়া (রাসূল ﷺ এর শেখানো)
🟩 ১. رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
উচ্চারণ: রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির
অর্থ: হে আমার রব! আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী।
📖 সূরা কাসাস: আয়াত ২৪
🔹 এই দোয়াটি নবী মূসা আলাইহিস সালাম বলেছেন যখন তিনি ছিলেন নিঃস্ব, একাকী ও আশ্রয়হীন। দোয়ার পরপরই আল্লাহ তাকে আশ্রয়, সম্মান ও রিজিক দান করেন।
🟩 ২. اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
উচ্চারণ: আল্লাহুম্মাকফিনী বিহালালিকা ‘ান হারামিকা, ওয়া আঘনিনী বিফাদলিকা ‘আম্মান সিওয়াক
অর্থ: হে আল্লাহ! আপনার হালাল রিজিকে আমাকে যথেষ্ট করুন, যাতে আমি হারামে না যাই; এবং আপনার অনুগ্রহে আমাকে এতটা স্বয়ংসম্পূর্ণ করুন, যাতে অন্য কারও মুখাপেক্ষী না হই।
📚 (তিরমিজি: হাদিস 3563)
🔹 এই দোয়া মানুষকে হালাল পথে রিজিক কামনায় স্থিরতা ও বরকতের আশা জাগায়।
🟩 ৩. اللَّهُمَّ ارْزُقْنِي رِزْقًا حَلَالًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ
উচ্চারণ: আল্লাহুম্মার্জুকনি রিজকান হালালান তইয়্যিবান মুবারাকান ফিহি
অর্থ: হে আল্লাহ! আমাকে এমন হালাল, পবিত্র ও বরকতময় রিজিক দান করুন, যাতে আপনার সন্তুষ্টি থাকে।
🔹 যারা চাকরি বা ব্যবসায় ক্ষতিগ্রস্ত, তারা প্রতিদিন এই দোয়া পড়লে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন।
🕰️ দোয়া ও আমল করার নিয়ম:
প্রতিটি দোয়া দিনে ৭ বার করে পড়া উত্তম।
পড়ার সময় অন্তর থেকে চাওয়া এবং হালাল রিজিকের নিয়ত করা জরুরি।
দোয়ার পর নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা ও পরিশ্রম চালিয়ে যান — আল্লাহ তাতে বরকত দেবেন