
30/11/2024
বাক্য সরল! প্রেক্ষাপট জটিল। সাপের লেজ এদেশে মাথা দিল্লিতে! আমরা শান্তিকামী, সবর করেছি। করেই যাচ্ছি। করেই যাচ্ছি। তবে সাপের মাথায় রাখা উচিৎ যে মাক্কি সবর বদরের প্রেক্ষাপট তৈরি করে তবেই ক্ষান্ত হয়! তখন না থাকে লেজ আর না থাকে মাথা!
অবিলম্বে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করতে হবে। এদেশের মাটিতে তাদের নিষিদ্ধ ঘোষণা করে শহীদ সাইফুল ভাইয়ের হত্যার উপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে হবে।
অপেক্ষা আমরাও করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বরিব! ওয়া বাশশিরিল মু'মিনিন।