20/11/2025
এবারের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে USA Canada এবং Mexico । অর্থাৎ আমেরিকা মহাদেশে আয়োজিত হবে এই বিশ্বকাপ। এবং আপনারা জানলে অবাক হবেন যে আমেরিকা মহাদেশে ( দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকা) এই পর্যন্ত ৮ বার বিশ্বকাপ আয়োজিত হয়েছে যার মধ্যে একবার মাত্র কোনো Non - American দল হিসেবে বিশ্বকাপ জিতেছে জার্মানি (২০১৪ ব্রাজিল) আর্জেন্টিনা কে হারিয়ে। বাকি ৭ বার আমেরিকায় অনুষ্ঠিত সকল বিশ্বকাপ জিতেছে আমেরিকান দল বা বলা যায় সাউথ আমেরিকান দল , মানে আমেরিকান মহাদেশে দক্ষিণ আমেরিকার দেশগুলো ভালো খেলে। ২০২৬ বিশ্বকাপেও দক্ষিণ আমেরিকার দলগুলোর আধিপত্য দেখা যেতে পারে।
বছর আয়োজক দেশ বিজয়ী
1930 উরুগুয়ে উরুগুয়ে
1950 ব্রাজিল উরুগুয়ে
1962 চিলি ব্রাজিল
1970 মেক্সিকো ব্রাজিল
1978 আর্জেন্টিনা আর্জেন্টিনা
1986 মেক্সিকো আর্জেন্টিনা
1994 যুক্তরাষ্ট্র ব্রাজিল
2014 ব্রাজিল জার্মানি