Jahid arman 2.0

Jahid arman 2.0 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jahid arman 2.0, Digital creator, Mongla.
(2)

কাঁক হচ্ছে এমন এক পাখি যে কিনা ঈগলের মাথায় ঠোকর দেয়। ঈগল কে সব সময় বিরক্ত করে।

ঈগল কিন্তু বোকার মতো দাঁড়িয়ে কাঁকের সাথে লড়াই করে না।
ঈগল বুদ্ধি খাটিয়ে উপরের দিকে উঠতে থাকে।যার ফলে কাঁক পিছু নিতে গেলে কিছুটা উপরে উঠে মাথা খেঁচিয়ে পড়ে যায়।

22/07/2025

বাচ্চাগুলোর জন্য অন্তত ১বার 'লা ইলাহা ইল্লা আংতা, সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বালিমিন ' পাঠ করুন 💔ফি আমানিল্লাহ 🤲

22/07/2025

জনপ্রিয় শিক্ষক হ‌ওয়ার কিছু টিপস্........
পড়ুন ভালো লাগবে, আশাকরি জ্ঞান বাড়বে......!

১/প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আলাদাভাবে চেনার চেষ্টা করুন৷ নাম ধরে ডাকুন। এতে আন্তরিকতা বাড়ে। তবে বিকৃত নামে ডাকবেন না, বা বুলিং করবেন না। 'এই কাইল্যা, এদিকে আয়', এরকম বলা যাবে না৷

২/ পাঠ্য বিষয়ের স্পষ্ট ও বোধগম্য ব্যাখ্যা দিন৷ কঠিন বিষয়গুলো সহজ উদাহরণ ও গল্প দিয়ে বোঝান। চার্ট, চিত্র, অ্যানিমেশন, বাস্তব জিনিস ব্যবহার করুন।

৩/ প্রশ্নোত্তরের পরিবেশ তৈরি করুন৷ শিক্ষার্থী প্রশ্ন করলে রাগ করবেন না, বা ধমক দিয়ে বসিয়ে দেবেন না৷ প্রশ্ন করার সুযোগ দিতে হবে৷ শিক্ষার্থী যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দেয়, তবে তাকে অপমান করবেন না। সংশোধনের মাধ্যমে উৎসাহ দিন।
“ভুল করা শেখার অংশ” এই মনোভাব ছড়িয়ে দিন।

৪/ ইতিবাচক ও হাসিখুশি পরিবেশ বজায় রাখুন৷ হালকা রসিকতা ও হাস্যরস থাকলে ক্লাস প্রাণবন্ত হয়। চাপমুক্ত ও বন্ধুসুলভ পরিবেশ শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

৫/ প্রযুক্তির সৃজনশীল ব্যবহার করুন৷ প্রেজেন্টেশন, ভিডিও, কুইজের মাধ্যমে শেখান। অনলাইন রিসোর্স শেয়ার করুন যেন শিক্ষার্থীরা অতিরিক্ত পড়তে পারে।

৬/ মূল্যায়ন ও ফিডব্যাকের গুরুত্ব দিন৷ ছোট ছোট অ্যাসাইনমেন্ট বা কুইজের মাধ্যমে নিয়মিত মূল্যায়ন করুন। শিক্ষার্থীদের কাজের উপর গঠনমূলক ফিডব্যাক দিন।

৭/ নৈতিকতা ও আদর্শের প্রতিফলন ঘটান৷ সময়ানুবর্তিতা, সততা, সহনশীলতা নিজে পালন করুন এবং শিক্ষার্থীদের শেখান।
শ্রদ্ধাশীল আচরণ করুন যাতে শিক্ষার্থীরাও তা শিখে।

৮/ বিষয়বস্তুর সাথে বাস্তব জীবনের মিল দেখান। "এই জিনিসটা জীবনে কোথায় কাজে লাগবে?" এই প্রশ্নের উত্তর দিন।

৯/ নিয়মিত উপদেশ ও মোটিভেশন দিন৷ শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিন, আত্মবিশ্বাস তৈরি করুন। ব্যর্থতা থেকে শেখার উপদেশ দিন।

১০/ নতুন নতুন টিচিং মেথড শিখুন। শিক্ষার্থীদের ফিডব্যাক থেকে নিজেকে উন্নত করুন।

১১/ শিক্ষার্থীকে কখনো বলবেন না- চা নিয়ে আয়, বা মার্কার-ডাস্টার নিয়ে আয়৷ নিজের প্রয়োজনীয় উপকরণ নিজে বহন করুন।

১২/ কন্ঠস্বর এক্সপ্রেশন অনুযায়ী ওঠানামা করুন। একই স্কেলে কথা বলবেন না৷ বাক্যের ধরণ অনুযায়ী স্বর বাড়াতে কমাতে হবে৷

১৩/ আই কন্টাক্ট করুন৷ অর্থাৎ শিক্ষার্থীর চোখে চোখ রেখে কথা বলুন৷ ক্লাসে মোটামুটি সবার সাথে আই কন্টাক্ট করা জরুরি।

১৪/ পিছিয়ে পড়া শিক্ষার্থীর খোঁজ খবর নিন৷ তার সমস্যার বিষয়ে জেনে নিজে উদ্যোগী হয়ে সমাধানের চেষ্টা করুন৷

এই বিষয়গুলো প্রয়োগ করতে পারলে শিক্ষক শুধু জনপ্রিয় হবেন না, বরং শিক্ষার্থীদের জীবনে একজন গাইড বা রোল মডেল হয়ে উঠবেন। (সংগ্ৰহকৃত)।

22/07/2025

ইয়া জালজালালি ওয়াল ইকরাম।
৭ বার পড়ে আমিন

22/07/2025

আমার শখের বলতে তুমিই ছিলে, এখন তুমিও নাই, শখও নাই! নিয়তির নির্মমতার কাছে হেরে গিয়েছি আমি! 😢

বাবা হারা সন্তানই বুঝে, পৃথিবীটা কতভয়া'ন'কপৃথিবীটা দেখতে যতটা সুন্দর, বাস্তবে কিন্তু ঠিক ততটাইকঠিন। এই কঠিন পৃথিবীতে টি...
22/07/2025

বাবা হারা সন্তানই বুঝে, পৃথিবীটা কত
ভয়া'ন'ক
পৃথিবীটা দেখতে যতটা সুন্দর, বাস্তবে কিন্তু ঠিক ততটাই
কঠিন। এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে একজন
সন্তানের সবচেয়ে বড় ভরসা হলো তার "বাবা"। বাবা যেন
সন্তানের জীবনের প্রথম পাহাড়—যে পাহাড় ভেঙে জীবন
এগিয়ে যায়, আশ্রয় খুঁজে পায়। কিন্তু যখন কোনো সন্তান
তার বাবাকে হারায়, তখন সে হঠাৎ করেই পৃথিবীর নিষ্ঠুরতা
টের পায়। তখন বুঝে যায়—এই পৃথিবীটা আসলে কত
ভয়া'ন'ক, কতটা নির্দয়।
একজন বাবা শুধু একজন অভিভাবক নয়, তিনি হচ্ছেন
একটা নিরাপত্তার দেয়াল।
ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত প্রতিটা পদক্ষেপে বাবা
থাকেন একজন অদৃশ্য অভিভাবকের মতো।
যখন সন্তান হাঁটতে শেখে, প্রথম হাতটা বাবারই তো থাকে।
যখন স্কুলে ভর্তি হয়, পাশে থেকে সাহস দেন বাবা।
যখন জীবনের প্রথম ব্যর্থতায় বুক ফেটে কাঁদে, তখন কাঁধে
হাত রেখে বলেন— “ভ'য় নেই বাবা, আমি আছি।”
কিন্তু যেদিন সেই বাবা আর থাকেন না, সেদিন থেকেই শুরু হয় সন্তানের জীবনের এক নতুন অধ্যায়
অন্ধকার, কঠিন আর নীরবতার অধ্যায়।
কোনো ভরসা থাকে না, কেউ জিজ্ঞেস করে না, "কেমন
আছো?"
রাতের অন্ধকারে বুক চেপে কান্না আসে, কিন্তু সান্ত্বনা
দেওয়ার কেউ নেই।

বন্ধুরা যখন বাবাকে নিয়ে গল্প করে, কেউ বলে “আমার
বাবা নতুন মোবাইল কিনে দিয়েছে", কেউ বলে “আমার
বাবা কলেজে ভর্তি করিয়েছে”–তখন বাবা-হারা সন্তান চুপ
করে থাকে। মুখে হাসি রাখলেও ভিতরে এক টুকরো করে
ভেঙে পড়ে।
বাবা না থাকলে অনেক দরজা বন্ধ হয়ে যায়। স্কুলের
বেতন, সংসারের খরচ, ছোট ভাইবোনের দায়িত্ব—সবকিছু
নিজের ঘাড়ে এসে পড়ে। অথচ সেই সন্তানের বয়স তখনো
খুব
বেশি নয়, হয়তো এখনো সে নিজের জন্যও ঠিকঠাক
ভাবতে শেখেনি। কিন্তু বাস্তবতা কোনো সুযোগ দেয় না,
তাকে বড় হতে বাধ্য করে।
বাবা হারানোর পর বুঝি, জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ শুরু
হয় ঘরের ভেতর থেকে।
মায়ের চোখের অশ্রু দেখে মুখ ফিরিয়ে কান্না চেপে রাখতে
হয়।
নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে
হয়।
কেউ বুঝতে চায় না তার ভেতরের যুদ্ধ, কেউ জানতে চায়
না তার রাতের ঘুম কেমন কেটে যায়।
তবুও সে থামে না ।
কারণ সে জানে, এখন সে একা নয়, একা হয়ে গেছে।
একা পথ চলতে হয়, একা সিদ্ধান্ত নিতে হয়।
একা ভুল করতে হয়, আবার একাই তার মাশুল দিতে হয়।
শেষ কথা:
বাবা হারা সন্তানদের চোখে পৃথিবীটা আর রঙিন থাকে না।
সেখানে সবই ধূসর, শূন্য আর ভয়ের।
তারা জানে, এই পৃথিবী কাউকে দয়া করে কিছু দেয় না—
সব অর্জন করতে হয় নিজের রক্ত-ঘামে।
আর সে কারণেই আমরা বলি,
“বাবা হারা সন্তানই সবচেয়ে ভালো বুঝে, পৃথিবীটা আসলে কত ভ'য়া'নক!

 #ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️🤲🕋🕋দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্...
22/07/2025

#ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️🤲🕋🕋
দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজেকশন, দ্বিতীয়টি হল আবিষ্কার যে কিছু পদার্থ আলোর এক্সপোজার দ্বারা দৃশ্যমানভাবে পরিবর্তিত হয়[২]। 18 তম শতাব্দীর আগে হালকা সংবেদনশীল উপকরণ দিয়ে ছবি তোলার কোন প্রচেষ্টা নির্দেশ করে এমন কোন শিল্পকর্ম বা বর্ণনা নেই।
লে গ্রাস ১৮২৬ বা ১৮২৭ এ জানালা থেকে দেখা দৃশ্য, মনে করা হয় যে এটি সবচেয়ে আগে বেঁচে থাকা ক্যামেরার ছবি। [১] আসল (বামে) এবং রঙিন পুনর্নবীকরণ (ডান)।
১৭১৭ সালের দিকে, জোহান হেইনরিচ শুলজ একটি বোতলের উপর কাটা-আউট অক্ষরগুলির ছবি তুলতে হালকা সংবেদনশীল স্লারি ব্যবহার করেছিলেন। তবে এই ফলাফলগুলো স্থায়ী করার চেষ্টা করেননি তিনি। 1800 এর কাছাকাছি, থমাস ওয়েডগউড প্রথম নির্ভরযোগ্যভাবে নথিভুক্ত করেছেন, যদিও স্থায়ী রূপে ক্যামেরার ছবি তোলার ব্যর্থ প্রচেষ্টা ছিল। তার পরীক্ষা-নিরীক্ষা বিস্তারিত আলোকচিত্র তৈরি করেছিল, কিন্তু ওয়েডগউড এবং তার সহযোগী হামফ্রি ডেভি এই ছবিগুলিকে ঠিক করার কোন উপায় খুঁজে পাননি।
1826 সালে, Nicephore Niépce প্রথম একটি ছবি ঠিক করতে সক্ষম হয়েছিল যা একটি ক্যামেরা দিয়ে ধরা হয়েছিল, কিন্তু কমপক্ষে আট ঘন্টা বা এমনকি কয়েক দিন ক্যামেরার এক্সপোজার প্রয়োজন ছিল এবং প্রাথমিক ফলাফলগুলি খুব অপরিশোধিত ছিল। নিপেসের সহযোগী লুই ড্যাগেরেরে ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া বিকশিত করতে শুরু করেছেন, প্রথম প্রকাশ্যে ঘোষিত এবং বাণিজ্যিকভাবে কার্যকর ফটোগ্রাফিক প্রক্রিয়া। ড্যাগেররিওটাইপের ক্যামেরায় শুধুমাত্র কয়েক মিনিট এক্সপোজার প্রয়োজন, এবং পরিষ্কার, সূক্ষ্মভাবে বিস্তারিত ফলাফল তৈরি। ২ আগস্ট, ১৮৩৯ তারিখে ড্যাগেরে প্যারিসে চেম্বার অফ পিয়ারস-এ প্রক্রিয়াটির বিবরণ প্রদর্শন করেন। ১৯ আগস্ট ইনস্টিটিউট প্যালেস এ অ্যাকাডেমি অফ সায়েন্স এবং অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর একটি সভায় কারিগরি বিবরণ প্রকাশ করা হয়। (জনসাধারণকে আবিষ্কারের অধিকার প্রদানের জন্য, ড্যাগেররে এবং নিপেসেকে জীবনের জন্য উদার বার্ষিকী প্রদান করা হয়। )[3][4][5] যখন মেটাল ভিত্তিক ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া জনসাধারণের কাছে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়েছিল, তখন কাগজ-ভিত্তিক ক্যালোটাইপ নেতিবাচক এবং লবণ প্রাই এর প্রতিযোগী পদ্ধতি
আলহ #ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️🤲🕋🕋
দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কার

কি সুন্দর সাজানো সংসার, মুহুর্তেই ত"ছনছ! দুইটা সন্তান। মেয়েটা বড়, বয়স ছয় আর ছোট ছেলেটার বয়স মাত্র দুই বছর  সন্তানদের ভবি...
22/07/2025

কি সুন্দর সাজানো সংসার, মুহুর্তেই ত"ছনছ!

দুইটা সন্তান। মেয়েটা বড়, বয়স ছয় আর ছোট ছেলেটার বয়স মাত্র দুই বছর সন্তানদের ভবিষ্যতের চিন্তা করে সেই নেত্রকোনার কেন্দুয়ার প্রত্যন্ত গ্রাম থেকে স্ত্রী সন্তানদের নিয়ে ভালুকা চলে আসেন রফিকুল ভাই

একটি স্পিনিং মিলে শুরু করেন কাজ। নিয়েছেন দুই রুমের ছোট্ট একটা বাসা৷ ভালোই যাচ্ছিলো দিন। কিন্তু ছোট ভাইটার জন্য মন কাঁদে রফিকুলের। ছোট ভাই নজরুল দুই বছরের বেশি সময় ধরে জেল খাটছে জয়দেবপুর থানার একটি হ*ত্যা মামলায়

। বড় ভাই রফিকুল ৪০ হাজার টাকা ঋণ করে ছোটভাইয়ের জামিনের ব্যবস্থা করেন। নিজের ভাড়া বাসায় একটি কক্ষ ছেড়ে দিয়ে থাকতে দেন ছোট ভাইটাকে। রিকশা চালাচ্ছিলো সে। কদিন ধরে বলছিলো একটু বেশি করে কামাই করতে, সংসার যে চলে না তাই...

রোববার রাতে নাইট ডিউটিতে চলে যায় রফিকুল। রাত ১০ টার দিকে নজরুলের মোবাইলে কল দিয়ে স্ত্রীর সঙ্গে কথাও বলেছিলেন তিনি।
সকাল ৯ টা। কারখানা থেকে বাসায় ফেরেন রফিকুল। এ কি বাসা কেন তালাবদ্ধ। সবাই কোথায়। ডাকাডাকি করছে রফিকুল। কারো কোনো সাড়াশব্দ নেই। তালা ভেঙে ঢুকেন ভেতরে।

তিনজন বিছানায় শুয়ে আছে। কম্বল দিয়ে পুরো শরীর ঢাকা। একটা অংশ তুলতেন মেয়ের গ-লাকা-টা লা*শ। স্তব্ধ হয়ে যান রফিকুল। এ দৃশ্য দেখেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশেপাশের লোকজন ছুটে এসে দেখেন মা-ছেলে-মেয়ে তিনজনকেই গ*লা কেটে হ*ত্যা করা হয়েছে। এদিকে পালিয়েছে সেই ছোটভাই নজরুল। যাকে আগলে রাখতে চেয়েছিলেন রফিকুল। সে-ই সব তছনছ করে পালিয়ে গেছে।

রফিকুল কাঁদছে, চোখের পানি শুকিয়ে গেছে। তবুও তার বুকফাটা কান্না থামছে না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে।
এক রাতের মধ্যেই ঝড়ে উঠে গেছে তারসব স্বপ্ন।
যাদের জন্য জীবনটা ছিলো, তারা এখন আর নেই.......

দুই সন্তান হারিয়ে বা না খুঁজে পেয়ে – এক অসহায় বাবা আজ দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে।এখন তাঁর আর কিছুই করার নেই… শুধু কান্ন...
22/07/2025

দুই সন্তান হারিয়ে বা না খুঁজে পেয়ে – এক অসহায় বাবা আজ দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে।
এখন তাঁর আর কিছুই করার নেই… শুধু কান্নাভেজা চোখে প্রভুর দিকে তাকিয়ে থাকা ছাড়া।
হে আল্লাহ, তুমি ফিরে দাও তাঁর সান্ত্বনা, তুমি জানো সবকিছু.!'😅

 #ফটোগ্রাফি এর ইতিহাস 🤲🕋🕋দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজেক...
22/07/2025

#ফটোগ্রাফি এর ইতিহাস

🤲🕋🕋

দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজেকশন, দ্বিতীয়টি হল আবিষ্কার যে কিছু পদার্থ আলোর এক্সপোজার দ্বারা দৃশ্যমানভাবে পরিবর্তিত হয়[২]। 18 তম শতাব্দীর আগে হালকা সংবেদনশীল উপকরণ দিয়ে ছবি তোলার কোন প্রচেষ্টা নির্দেশ করে এমন কোন শিল্পকর্ম বা বর্ণনা নেই।
লে গ্রাস ১৮২৬ বা ১৮২৭ এ জানালা থেকে দেখা দৃশ্য, মনে করা হয় যে এটি সবচেয়ে আগে বেঁচে থাকা ক্যামেরার ছবি। [১] আসল (বামে) এবং রঙিন পুনর্নবীকরণ (ডান)।
১৭১৭ সালের দিকে, জোহান হেইনরিচ শুলজ একটি বোতলের উপর কাটা-আউট অক্ষরগুলির ছবি তুলতে হালকা সংবেদনশীল স্লারি ব্যবহার করেছিলেন। তবে এই ফলাফলগুলো স্থায়ী করার চেষ্টা করেননি তিনি। 1800 এর কাছাকাছি, থমাস ওয়েডগউড প্রথম নির্ভরযোগ্যভাবে নথিভুক্ত করেছেন, যদিও স্থায়ী রূপে ক্যামেরার ছবি তোলার ব্যর্থ প্রচেষ্টা ছিল। তার পরীক্ষা-নিরীক্ষা বিস্তারিত আলোকচিত্র তৈরি করেছিল, কিন্তু ওয়েডগউড এবং তার সহযোগী হামফ্রি ডেভি এই ছবিগুলিকে ঠিক করার কোন উপায় খুঁজে পাননি।
1826 সালে, Nicephore Niépce প্রথম একটি ছবি ঠিক করতে সক্ষম হয়েছিল যা একটি ক্যামেরা দিয়ে ধরা হয়েছিল, কিন্তু কমপক্ষে আট ঘন্টা বা এমনকি কয়েক দিন ক্যামেরার এক্সপোজার প্রয়োজন ছিল এবং প্রাথমিক ফলাফলগুলি খুব অপরিশোধিত ছিল। নিপেসের সহযোগী লুই ড্যাগেরেরে ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া বিকশিত করতে শুরু করেছেন, প্রথম প্রকাশ্যে ঘোষিত এবং বাণিজ্যিকভাবে কার্যকর ফটোগ্রাফিক প্রক্রিয়া। ড্যাগেররিওটাইপের ক্যামেরায় শুধুমাত্র কয়েক মিনিট এক্সপোজার প্রয়োজন, এবং পরিষ্কার, সূক্ষ্মভাবে বিস্তারিত ফলাফল তৈরি। ২ আগস্ট, ১৮৩৯ তারিখে ড্যাগেরে প্যারিসে চেম্বার অফ পিয়ারস-এ প্রক্রিয়াটির বিবরণ প্রদর্শন করেন। ১৯ আগস্ট ইনস্টিটিউট প্যালেস এ অ্যাকাডেমি অফ সায়েন্স এবং অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর একটি সভায় কারিগরি বিবরণ প্রকাশ করা হয়। (জনসাধারণকে আবিষ্কারের অধিকার প্রদানের জন্য, ড্যাগেররে এবং নিপেসেকে জীবনের জন্য উদার বার্ষিকী প্রদান করা হয়। )[3][4][5] যখন মেটাল ভিত্তিক ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া জনসাধারণের কাছে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়েছিল, তখন কাগজ-ভিত্তিক ক্যালোটাইপ নেতিবাচক এবং লবণ প্রাই এর প্রতিযোগী পদ্ধতি
আলহ #ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️🤲🕋🕋
দুটি গুরুত্বপূর্ণ

22/07/2025

এক নিমিষেই কত নিষ্পাপ প্রান ঝরে গেল😭 কত মায়ের বুক খালি হয়ে গেল😭 কে দিবে সান্তনা, কিভাবে দিবে সান্তনা😭 হায় আল্লাহ তুমি ধৈর্য্য ধরার তৌফিক দাও🤲

22/07/2025

হে দয়াময় বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা দান করুন আর নিহতদের জান্নাতবাসী করুন
🤲আমিন🤲

22/07/2025

হে আল্লাহ, কালকে যারা ২ লিটার পানি ৬০০ টাকায় বিক্রি করছে, তারা যেন এই পানির অভাবেই ম'রে! আমিন

Address

Mongla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahid arman 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share