14/06/2025
বয়স আশির ঘরে, তবু হাতে হাত ধরে হাঁটে।
পার্কের বেঞ্চে বসে গল্প করে, সেই ছেলেবেলার।
তাদের প্রেমে নেই মোবাইল, নেই চ্যাট,
আছে চোখে চোখ রাখা আর এক কাপ চা ভাগ করা।
ভালোবাসা মানেই তাদের কাছে স্থিরতা।
সেই প্রথম চিঠি, সেই প্রথম স্পর্শ এখনও মনে আছে।
তাদের জীবন ছিল লড়াইয়ে ভরা, তবু ভালোবাসা অটুট।
আজও প্রতিদিন ফুল নিয়ে হাজির হয় স্বামী।
স্ত্রী হেসে বলে, "আবার প্রেমিক সাজছো?"
ভালোবাসা তো এমনই—সময় হার মানে!