Faysal Ahmad Creations

Faysal Ahmad Creations আসসালামুআলাইকুম,আমি মোঃ ফয়সাল আহমাদ।

এমন বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার
26/07/2025

এমন বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার

02/07/2025

জীবনে মিথ্যার দ্বারা যা কিছুই অর্জন করেন না কেনো,সব হবে আপনার ধ্বংসের কারণ।

আসসালামু আলাইকুম, শুভ সকাল, আজকের দিনটি হোক সবার জন্য কল্যাণময়। রাস্তার পাশে পড়ে থাকা, অযত্নে, অবহেলায় বেড়ে ওঠা গাছটি ও ...
28/06/2025

আসসালামু আলাইকুম, শুভ সকাল, আজকের দিনটি হোক সবার জন্য কল্যাণময়।

রাস্তার পাশে পড়ে থাকা, অযত্নে, অবহেলায় বেড়ে ওঠা গাছটি ও যদি সৌন্দর্য বিলাতে পারে,তবে তুমি ও পারবে
#শুভসকাল

20/06/2025

ইরান থেকে ছোড়া প্রতিটি তোহফা,হিজraইল দের জন্য যমদূত, আর প্রতিটি মুসলিম রাষ্ট্র প্রধানদের জন্য 👟বাড়ি

প্রতি বছর কুরবানী এলেই কবরস্থানে আমার জীবনে ঘটে যাওয়া আশ্চর্য অস্বাভাবিক এক ঘটনার কথা মনে পড়ে।২০১৬ সালের কথা।কুরবানির ১/...
12/06/2025

প্রতি বছর কুরবানী এলেই কবরস্থানে আমার জীবনে ঘটে যাওয়া আশ্চর্য অস্বাভাবিক এক ঘটনার কথা মনে পড়ে।

২০১৬ সালের কথা।
কুরবানির ১/২ দিন আগের রাত
এশার নামাজের পরে এলাকার এক অপরিচিত লোকের জানাযা হলো। আমার আবার জানাযার পরে দাফন করার পর্যন্ত উপস্থিত থাকার জযবাটা(আগ্রহ) খুব বেশি।

লাশ ট্রাকে নিয়ে শাহজাহানপুর কবরস্থানে গেলাম, কবর খোড়া হচ্ছে। লাশের খাটিয়ার সামনে দাঁড়িয়ে কিছু ঈমানি কথাবার্তা বলছি (যেহেতু তাবলীগের সাথিরা সর্বত্রই দাওয়াতের ফিকির নিয়ে থাকে।)

আমার ঠিক বরাবর কবরস্থানের গেট। লোকেরা আমার দিকে মুখ করে কথা শুনছে। হঠাৎ দেখলাম একটা গরু গেটের ভেতরে ঢুকে পড়েছে এবং আস্তে আস্তে আমাদের দিকে আসছে। আমি সেদিকে না তাকিয়ে কথা বলে যাচ্ছি, নয়তো লোকদের মনোযোগ ছুটে যাবে।

আচমকা গরুটি আমাদের দিকে ফুটবলের কিক মারার মতো দিল দৌড়। পেছন থেকে একজন চিৎকার করল।
গরু আইলো!!
সবাই যে যেদিকে পারল, গরুর গুঁতা থেকে বাঁচতে দৌড় দিল।

আমি খুব শক্ত করে লাশের খাটিয়ার আরেক পাশ ধরে রইলাম। কারণ, দৌড় দিলে খুব বেশি সুবিধা হবে না। গরুটি প্রবল শক্তি দিয়ে লাশের খাটিয়া গুঁতো দিল এবং ক্রমাগত দিয়েই গেল যেন সব আক্রোশ আর রাগ তার এই খাটিয়ার উপরেই।

আমি ধাক্কা খেয়ে খাটিয়ার একপাশে বসে পড়েছি আর দেখছি গরুর তীব্র আক্রমণ। আর কোন কিছুর দিকে গরুর মনযোগ নেই, তার সব জিদ রাগ এই খাটিয়ার লাশের উপর, চেস্টা করছে খাটিয়া গুতো দিয়ে ফেলে দেয়ার জন্য।
সবাই লাঠি দিয়ে পিটিয়েও সরাতে পারলো না গরুটাকে। পরে অনেক কষ্টে সাহসী কয়েকজন ধরে গরুকে অন্য দিকে সরিয়ে দিল।

আমি জলদি সবাইকে বললাম দোয়া-দুরুদ পড়তে,
কয়েকজন লাঠি হাতে পাহারায় দাঁড়িয়ে গেল আমরা ব্যস্ত হয়ে পড়লাম লাশকে তাড়াতাড়ি দাফন করার জন্য।
এদিকে গরু কবরস্থানের ভেতরে ঢুকে লাফালাফি করছিল আর বার বার লাশের দিকে আসার চেস্টা করছিল।
পরে শক্ত দড়ি দিয়ে গরুকে সবাই খাম্বার সাথে বেধে ফেলল। পরে ২ জন রাখাল কে পাওয়া গেল তারা বলল, গরু স্বাভাবিক ছিল। কিন্ত কবরস্থানের সামনে আসতেই পাগলামি শুরু করে দিল আর কবরস্থানের দিকে ছুট দিল। এবং পরে যা হবার তাই হলো।

খাটিয়া খালি নেয়ার সময় খেয়াল করলাম,
খাটিয়ার যে দিকে আঘাত করেছে তার একটা শিক ভাংগা
আপনারাই বুঝে নিন কতটা প্রচন্ড রাগে গরুটি আঘাত করেছে যে শিক ভেংগে গেছে

দাফন এর পরে দোয়া শেষ করে সবাই হাফ ছেড়ে বাচলাম আর গরুটাও শান্ত হয়ে দাঁড়িয়ে রইলো। গেট থেকে বের হলে এক ভাই গেট থেকে বের হলে এক ভাই তার বাইকে আমাকে উঠতে ইশারা দিয়ে বলল, ‘আমি ওর (মুর্দার) ফুফাতো ভাই। চলেন আপনারে দিয়ে আসি আমিও এলাকায় যাচ্ছি।’

বাইকে আমি উনাকে বললাম এতক্ষন যা হলো আমি জীবনেও তা দেখিনি। এমন কিছু শুনিওনি। সেই ভাই উত্তরে বললেন,
'ভাই যা অইসে ঠিক ই অইসে
ওর লগে তো ওমনই হইবো
হালায় তো ঈদের নামাজটাও পড়তো না (ফরজ নামাজের প্রশ্ন ই আসে না) , হারাদিন জুয়া খেলতো, জেদাজেদি করতো (রাগারাগি), মদ গিলতো, আর গুমাইতো (ঘুমাইতো)।

আমি আফসোস নিয়ে ভাবছিলাম যে আল্লাহ আজ দাফনের উসিলায় কত বড় সবক দিলেন। যে গুনাহ এবং লানতের কাজ করে তাদেরকে পশুপাখিও ঘৃনা করে।
আর নেককার বান্দাদের পশুপাখিরাও ভালোবাসে, অনুগত হয়।
হাদিসে, সাহাবী এবং বুজুর্গদের জীবনে এমন অসংখ্য ঘটনা আছে যে পশুপাখি তাদের ভালোবেসেছে।

আল্লাহ এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তাওফিক দান করুন। এ ঘটনা কখনোই আমার ভুলবার নয়।
ভাইয়েরা আল্লাহ কে ভয় করি, তউবা করি, মউতের পর আমাদের কারো সাথে এমন কিছু না হোক।
— Rashidul Hasan

07/06/2025

ঈদ মোবারক
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
ঈদের দিনে সবার কাছে অনুরোধ, ফি/লি/স্তি*ন সহ বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া ও সাধ্যমতো সহযোগিতা পাঠানোর চেষ্টা করুন।

06/06/2025
- The most luckiest man.💗ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ (একটি সত‍্য ঘটনা)একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব য...
29/05/2025

- The most luckiest man.💗
ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ (একটি সত‍্য ঘটনা)

একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য। যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল।

নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল:
“একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে।”

এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল।

কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়… কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হল না। প্লেন চলতে শুরু করল এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল!

অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল:
“মন খারাপ কোরো না, হয়তো এটা তোমার কপালে ছিল না।”
কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
হঠাৎ… খবর এলো, প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে!

প্লেন ফিরে এলো, মেরামত করা হলো… কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না।
অফিসার আবার বলল:

“হয়তো তোমার ভাগ্যে নেই।”
কিন্তু আমের ছিল দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা। সে বলল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
প্লেন আবার উড়ে গেল… কিছুক্ষণ পর আরেকটি খবর এলো:
প্লেনে আবারও সমস্যা হয়েছে!

এবার নিজেই পাইলট বললেন:
“আমি আর উড়ব না, যতক্ষণ না আমের প্লেনে ওঠে।”
শেষ পর্যন্ত… আমের প্লেনে উঠল, সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল —
তার আনন্দ ছিল বর্ণনার বাইরে!

“আল-কাহّহার” — এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি।
এর অর্থ:
তিনি কারণগুলোকেও পরাস্ত করেন।
আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন, কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য।

তাই “কীভাবে”, “কখন” — এসব নিয়ে বেশি চিন্তা কোরো না…
যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান,
বিশ্বাস করো…
তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন,
এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন।
শর্ত একটাই:
নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল।
Collected

আসসালামু আলাইকুম, আজকের দিনটা হোক, সকলের জন্য কল্যাণময়।
27/05/2025

আসসালামু আলাইকুম, আজকের দিনটা হোক, সকলের জন্য কল্যাণময়।

বোন তোমার আর কবে হুশ ফিরবে??
20/05/2025

বোন তোমার আর কবে হুশ ফিরবে??

ভালো থাকুক পৃথিবীর সকল মা - বাবা #মা  #মায়েরভালবাসা
11/05/2025

ভালো থাকুক পৃথিবীর সকল মা - বাবা
#মা
#মায়েরভালবাসা

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Faysal Ahmad Creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faysal Ahmad Creations:

Share

Category