Anisa_Akther

Anisa_Akther Freelancer
Digital Marketer

20/03/2023

ইংরেজিতে দক্ষ না 😔
ইংরেজিতে কথা বলতে না পারার কারণে চাকরিটা হলো না 😔
মোটামুটি ইংরেজি পাড়ি 😊 কিন্তু এই পারা দিয়ে ভালো কিছুর মুখ দেখা সম্ভব না 😔
কি করবো এখন!এত পড়াশোনা করেও শেষ পর্যন্ত এই এক ইংরেজিতে দক্ষ না হওয়ার জন্য এত হয়রানি হতে হচ্ছে 😓
ভালোই ইংরেজি বলতে পারি বুঝতে পারি কিন্তু এখন একটা চাকরি খুব দরকার 🙂
এই কথাগুলো শত শত বেকার যুবকের চাকরি না পাওয়ার হতাশার চাপা কান্নার নিরব ভাষা।
বাংলাদেশের প্রায় ৬০% শিক্ষার্থীর ইংরেজি নিয়ে এই বিশেষ সমস্যা গুলো আছেই।।
এই সমস্যাগুলো সমাধানে লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
আজকে বিকাল ৪.০০ টায় লিজেন্ড কমিউনিটির পক্ষ থেকে আমরা সবাই থাকছি ইংরেজি ভাষা নিয়ে বিভিন্ন সমস্যা সমাধানে।। আপনি থাকবেন তো ইংরেজিতে দক্ষ না হওয়ার কারণে নিজেকে প্রতিটা মুহূর্তে অপমানিত বোধ করা থেকে দূরে থাকতে।
আজকের ক্লাসটি যে যে বিষয়গুলো থাকছে

১.ইংরেজী ভাষা ব্যবহার করে কিভাবে ঘরে বসেই আয় রোজগার করা যায়।
২.ইংরেজীতে দক্ষ হয়ে ওঠার বিভিন্ন কৌশল।
৩.ইংরেজীতে খুব সহজে এবং সুন্দর প্রেজেন্টেশন করার বিভিন্ন কৌশল।

আরো অনেক অনেক বিষয় নিয়ে আজকে অসাধারণ একটি ক্লাসের আয়োজন করা হয়েছে।
ভালো কিছুর সুযোগ আসলে সেটা গ্রহণ করা উচিত এবং সময় মতো তার সঠিক প্রতিদান দেয়া উচিত।মনে রাখবেন সুযোগ বারবার আসে না।
ক্লাসটি অংশগ্রহণ করার জন্য দ্রুত যোগাযোগ করুন।

19/02/2023

আমরা ফোনের মাধ্যমে Stylish font ব্যবহার করতে পারি দেখুন এইভাবে👇👇

আমাদের দেশে ফ্রিল্যান্সিং পেশা হিসেবে বহুদিন ধরেই বেশ প্রচলিত। তবে সঠিক জানাশোনার অভাবে অনেকেই ফ্রিল্যান্সিংকে সাধারণ পে...
08/02/2023

আমাদের দেশে ফ্রিল্যান্সিং পেশা হিসেবে বহুদিন ধরেই বেশ প্রচলিত। তবে সঠিক জানাশোনার অভাবে অনেকেই ফ্রিল্যান্সিংকে সাধারণ পেশা হিসেবে সনাক্ত করতে অপারগ হন। এর অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটি কারণ ছিল স্থানীয় প্রাতিষ্ঠানিকভাবে ফ্রিল্যান্সারদের আলাদা কোনো স্বীকৃতি না থাকা। তবে এই চিত্র ধীরে ধীরে অনেকটাই পরিবর্তন হতে শুরু করেছে। দেশে ফ্রিল্যান্সারের সংখ্যা দিন দিন বাড়ার সঙ্গে সঙ্গে সরকারিভাবেও বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ছে।

সরকারিভাবে ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দিতেই ২০২০ সালে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত আইসিটি ডিভিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইডিয়া প্রজেক্ট এবং বাংলাদেশ ফ্রিল্যান্সারস ডেভলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) একসঙ্গে মিলে চালু করে ফ্রিল্যান্সার আইডি কার্ড সেবা। এর মাধ্যমে ফ্রিল্যান্সারদের সরকার থেকেই একটি ভার্চুয়াল আইডি কার্ড পাবার সুবিধা চালু হয়।

ফ্রিল্যান্সার আইডি কার্ড কী?
এটা একটা ভার্চুয়াল কার্ড যা আপনার ফ্রিল্যান্সিং পেশার প্রমাণ হিসেবে কাজ করে। এটা এক ধরনের সামাজিক স্বীকৃতিও দেয়। ফ্রিল্যান্সিং নিয়ে যথেষ্ট ধারণা না থাকায় অনেকেই এই ব্যাপারটি খুব ভালো বুঝতে পারেন না। তাই দেশের সরকার অনুমোদিত একটি পরিচয়পত্র আপনাকে আপনার পেশা ও উপার্জনের প্রামাণ দিতে সহায়তা করতে পারে।

বিভিন্ন কাজেই আপনার পেশার প্রমাণ দরকার হতে পারে। ফ্রিল্যান্সাররা এই ক্ষেত্রেও সমস্যায় পড়ে যান। বাংলাদেশের সরকারি ফ্রিল্যান্সার কার্ড এই সমস্ত সমস্যার সমাধান হিসেবে কাজ করবে। কোনো ব্যক্তির ফ্রিল্যান্সিং পেশার পরিচয় ও আরও বেশ কিছু ব্যাপারে নিশ্চিত হবার পরেই শুধু এই কার্ড দেয়া হয়। তাই চাইলেই যে কেউ এই কার্ড তৈরি করে নিতে পারবেন না। এটা শুধুমাত্র সরকারি কর্তৃপক্ষের নিকট আবেদন করেই পাওয়া যেতে পারে।

03/02/2023

আপনি যদি শুধু Facebook Ads Campaign এক্সপার্ট হন তাহলে আপনি বাংলাদেশ থেকেই দিন প্রতি কমপক্ষে হলেও ইন শা আল্লাহ্ ৫২৯.২ টাকা উপার্জন করতে পারবেন।
ফাইবার কিংবা আপওয়ার্কে এর চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে। এক একজন‌ সেলার তার কাজের মূল্যটা একেক রকম ভাবে ঠিক করে এখানে আপনি নিজেই আপনার কাজের মূল্যটা ঠিক করবেন যে আপনি একজন বায়ারের কাজটা কত টাকায় করে দেবেন।
১ডলার = বর্তমানে বাংলাদেশি টাকায় প্রায় ১০৫.৮৪ টাকা। একটা Facebook Ads Campaign এর সর্বনিন্ম রেট হলো ৫ ডলার এখন হিসাব করুন তো আপনি প্রতিদিন যদি কমপক্ষে পাঁচটা Facebook Ads Campaign এর কাজ করেন,,, তাহলে আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করবেন?প্রতি দিন কম করে হলেও ২,৬৪৬.২৫ টাকা উপার্জন করতে পারবেন। Facebook Ads Campaign এর কাজ করতে সময় লাগবে মাত্র ৫ থেকে ১০ মিনিট। ৫ থেকে ১০ মিনিটের একটা কাজ করে যদি আপনি ঘরে বসে দিনেই হাজার হাজার টাকা উপার্জন করতে পারেন,,, তাহলে ফ্রিল্যান্সিং করলে ক্ষতি কথায়?

02/02/2023

Inshaa Allah....Amio 1din bolbo ai vabe...kono 1 jaigai❣

Made by me..... Alhamdulillah 🤲🥀 onk kichu shiktechi
02/02/2023

Made by me..... Alhamdulillah 🤲🥀 onk kichu shiktechi

Try to make something 🥰🥰
20/01/2023

Try to make something 🥰🥰

18/01/2023

I will be a successful digital marketer one day inshaa Allah 🥀🥀

Address

Mongla

Telephone

+8801645707534

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anisa_Akther posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share