24/01/2024
“প্রেম কথন ডট কম ”
||লেখক :রাজা |
সারাদিনের ক্লান্তির শেষে সুর্য পশ্চিমপাটে হেলেছে সাথে গোধূলির লালিমা চারপাশে, পাখীরা বাসায় ফিরতে ব্যাস্ত। পার্কে বয়স্ক মানুষের আড্ডার পাশাপাশি বাচ্চাদের কলকাকলি…
“এক্সমিউজ মি…”
“আপনি কাকে চাইছেন?”
“হারামি প্রশু, আমার ফেভারিট ক্যারামেল কেক তুই ওই নেড়ি কুত্তাকে দিয়ে দিয়েছিস?”
“একমিনিট, মিঃ সমর, বিবেকানন্দ বলেছেন…”
“বিকেকানন্দ কি বলেছেন জেনে আমার কি লাভ… আমার কেক… আমি আজ তোকে খুন করব।”
“উলটা চোর কোতোয়াল কো ডাটে, বাহ কি দিনকাল পড়েছে। দুই ঘণ্টা দেরী করে এসে কি এক্সপেক্ট করিস সমু?”
“আরে বাবা একটু পার্লারে গিয়েছিলাম তাই… কেমন লাগছে?”
“আধুনিক মামদো ভূত। ইসসসস, হাতে কিসব আলকাতরা মেখেছিস?”
“জাস্ট শাট আপ প্রশু, আমি ট্যাটু করেছি, এটা আধুনিকতা, আর তুই মান্ধাতা আমলের পাবলিক। এবার চল আমাকে ক্যারামেল কিনে দিবি।”
—------------------------------------------------------------------------------------
সকালবেলা চড়া মিউজিকে ঘুম ভেঙে যায় প্রশান্তের।
পরেরদিন সকালে ড্রইং রুমে মিউজিকের আওয়াজে সুজয়ের ঘুম ভেঙে যায়।
“এই সমু, ওইরকম হাত-পা ছুঁড়ে লাফালাফি করিস না, হাড়গোড় খুলে আসবে।”
“ওয়াট!!!”
“বলছি, সকালসকাল পাগলের মিউজিক চালিয়ে ঘরের মধ্যে লাফাচ্ছিস কেন?”
“জাস্ট নেওয়া যায় না তোকে। প্রশু, এটাকে জুম্বা ওয়ার্কআউট বলা হয়। সব স্বাস্থ্য সচেতন মানুষ এটা করে।”
“মিঃ সমর, সেইসব স্বাস্থ্য সচেতন মানুষ সারা সপ্তাহ ডায়েট মেনে চলে। রাস্তার খাবার, ফুচকা কিংবা অসময়ে খাবার ইত্যাদি… কোন হেলথ বিশেষজ্ঞ বলে?”
“ফুচকা এবং শিঙারা ছাড়া বাঙালি অচল আর কাজের চাপে একটু সময়ের এদিকদিক মাইন্ড করলে চলে না বাছা।”
“আবার নিজের বয়ফ্রেন্ডকে বাবা-বাছা বলে ডাকা?”
“আয় আমার সাথে জুম্বা করবি।”
“আমাকে কি পাগল কুত্তায় কামড়েছে?”
—---------------------------------------------------------------------------------------------
দুইদিন বাদে
“আমি অফিস বেরলাম…”
“সেতো রোজ অফিস যাস, আজ নতুন কি…”
“ওকে বাই…”
“তুই কি কিছু ভুলছিস না প্রশু…”
“নাহ সব নিয়েছি, বাই নাহলে দেরী হয়ে যাবে মিটিং আছে…”
প্রশান্ত বেড়িয়ে যাবার পরে কেমন একটা মনখারাপ আঁকড়ে ধরে সমরকে, কিছুই যেন করতে ইচ্ছে করছে না, কিছুতেই মন বসছে না… অফিসে একটা বাহানা দেখিয়ে ছুটি করে ঘর অন্ধকার করে শুয়ে পড়ল সমর…
“এই সমু সারাদিন না খেয়ে ঘর অন্