Mahi's World

Mahi's World To Earn, you must first Learn. Learn how to remove the ‘L’.

ভালোবাসাও এক ধরনের রিজিক!যার কাছ থেকে যতোটুকু তোমার রিজিকে থাকবে, তুমি ততোটুকুই পাবা।❤️ End of the day everything is abo...
30/07/2025

ভালোবাসাও এক ধরনের রিজিক!
যার কাছ থেকে যতোটুকু তোমার রিজিকে থাকবে, তুমি ততোটুকুই পাবা।❤️ End of the day everything is about "Rizik"

আপনার রিজিক হতে পারে দেরিতে বিয়ে হওয়া— যাতে আপনি বাবা মায়ের দেখভালে আরও বেশি সময় দিতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে সন্তান হওয়া— যাতে আপনি আপনার পার্টনারে সাথে সম্পর্কটাকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারেন, বোঝাপড়াটা মজবুত করতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে পাওয়া— যাতে আপনি ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ শিখতে পারেন।

আপনার রিজিক হতে পারে একাকীত্ব — যেন আপনি অন্যদের থেকে দূরে থেকে আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ হতে পারেন।

সবসময় পাওয়ার মধ্যে নয় বরং অনেক ক্ষেত্রে না পাওয়াটাই হলো রিজিক। একটা বিষয় মাথায় রাখলে সবকিছু মেনে নেওয়া সহজ হবে, আপনার জীবনে যা আছে আর যা নেই সবই আল্লাহ খুব নিখুঁতভাবে বেছে দিয়েছেন।

যে দিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ!!!

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দি ভাবিনা, কারও ভালো দেখে আমি আফসোস করি না। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন। আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা, এই অধিকার আল্লাহ তায়ালা কাউকে দেননি।
"রিজিকের ফা'য়'সালা আ'স'মানে হয়, জ'মিনে না"
তাই সব সময় সবকিছুর জন্যই বলুন আলহামদুলিল্লাহ।

কোথায় যেন একটা লেখা পড়েছিলাম,লেখাটা ছিল এমন-“তোমাকে একজন পেয়েছে মানে,আরেকজন কি বিভৎষ ভাবেই না-তোমাকে হারিয়েছে”লেখাটা...
29/07/2025

কোথায় যেন একটা লেখা পড়েছিলাম,লেখাটা ছিল এমন-
“তোমাকে একজন পেয়েছে মানে,
আরেকজন কি বিভৎষ ভাবেই না-তোমাকে হারিয়েছে”
লেখাটা খুব ছোট তবে কথার গভীরতা পৃথিবীর সমান বিশাল ..

13/07/2025

ছেড়ে দেবো বলেও, আমরা অনেক কিছু ছাড়তে পারি না। তার ভিতর অন্যতম হলো কিছু মানুষের প্রতি মায়া।

13/07/2025

আপনি জানতেও পারেননি, আল্লাহ কতবার আপনাকে অদৃশ্য বিপদ থেকে নিরাপদে রেখেছেন।
— আলহামদুলিল্লাহ!
❤️🌸❤️

আমি কখনো ভাবিনি আপনি আমাকে ছেড়ে যাবেন, কারোন এতো মায়া দেখাইয়া একটা মানুষ কি বেইমানি করতে পারে বলেন.!😔💔
10/07/2025

আমি কখনো ভাবিনি আপনি আমাকে ছেড়ে যাবেন, কারোন এতো মায়া দেখাইয়া একটা মানুষ কি বেইমানি করতে পারে বলেন.!😔💔

চিন্তা করেছেন কি...? স্বাভাবিকভাবে মানুষের শরীরে যে পরিমাণ রক্তনালী রয়েছে তা দিয়ে প্রায় পুরো পৃথিবীকে তিনবার পেঁচানো ...
07/07/2025

চিন্তা করেছেন কি...? স্বাভাবিকভাবে মানুষের শরীরে যে পরিমাণ রক্তনালী রয়েছে তা দিয়ে প্রায় পুরো পৃথিবীকে তিনবার পেঁচানো সম্ভব,

আর এই জটিল রক্তনালীর জাল মাত্র এক দেড় দুই মিটারের মধ্যেই সীমাবদ্ধ- অথচ কখনো এর জন্য কোন সমস্যায় পড়তে হয় না....

যদি এটি কোন রশি বা জালের সঙ্গে তুলনা করেন তাহলে হয়তো কয়েক হাজার মানুষের পুরো জীবনটাই শেষ হয়ে যাবে সেই রশি বা জালের পেঁচগোজ বা গিট খুলতে-যেখানে একটি সাধারণ এয়ারফোন পর্যন্ত অস্বাভাবিকভাবে গিট লেগে যায় -

চিন্তাশীল মস্তিষ্কের ব্যক্তিরা এতটুকুতেই কি চিন্তা করে না..? যে জটিল, কঠিন, অস্বাভাবিক শৃঙ্খলা আচার্যজনকভাবে কিভাবে এমনি এমনি হতে পারে....?

আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন,  মন বড় করতে শিখাবেন, অভাবের মাঝে তাকে আটকে রাখব...
05/07/2025

আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন, মন বড় করতে শিখাবেন, অভাবের মাঝে তাকে আটকে রাখবেন না। তাকে মন ও মানসিকতা বড়ো হতে শেখান। তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,দামী জিনিসপত্র কিনে দেন। এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন।

তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন। 'মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়', এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন।

তাকে বলেন, যেকোন কাজ সন্মানের। শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয়। চিন্তার মুক্তি না হলে, পিএইচডি করেও কোন ফায়দা নেই। নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন।

তাকে বলেন, এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না। পৃথিবীতে আরো অনেক বড়ো বড়ো দেশ, জাতি, মানুষ, সভ্যতা আছে। প্রচুর ভ্রমণকাহিনী পড়তে দেন। দশ, বারো বছর বয়স হলেই যেন তার ভিতর সুইজারল্যান্ডের ইন্টারলেকেন কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয়।

বাচ্চাদের অভাব শিখাবেন না। অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না। এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে। খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না। টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না। অপরাধ হলো, নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা।

যারা আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে, তারা হতাশাগ্রস্ত লোক। এদের কাছ থেকে ৫০০ হাত দূরে থাকুন।

-

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত ,শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা ...
05/07/2025

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত ,শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা হওয়ার কথা ছিল রাত ৯টায়।

কিন্তু ভদ্রলোক চাচ্ছিলেন না অন্ধকার রাতে বিদায় দিতে। কারো কাছে স্পষ্ট করে বলতেও পারছিলেন না, “ওকে আর একটু থাকতে দাও… সামনে থাকুক, আমি দেখছি!”

তাঁর ছোট ছেলে বুঝে নিয়েছিল বাবার মন। শেষ পর্যন্ত জানাজা হয় সকালে। কিন্তু রাতের পুরোটা সময়, যখন চারপাশের সবাই চলে গেছে, ভদ্রলোক ছিলেন গাড়ির সামনে একা বসে। স্ত্রীর পাশে, নিঃশব্দ প্রহর গুণে। যেন বলছিলেন, “তুমি একা না, আমি আছি। এখনো আছি।”

এ এক নিঃশব্দ ভালোবাসা, যার সাক্ষী হয়ে রইলো রাত, নীরবতা আর সেই একফালি আলো। মৃ'ত্যু সবকিছুর শেষ নয়, যদি ভালোবাসা এমন হয়।

বড়ই ভাগ্যবতী ছিলেন সেই স্ত্রী, যিনি এমন একজন জীবনসঙ্গী পেয়েছিলেন, যিনি তাঁকে মৃ'ত্যুর পরেও একা ফেলে যাননি।

আমরা সবাই চাই, এমন একজনকে, যিনি শুধু জীবনে নয়, মৃ'ত্যুর পরেও আমাদের ভালোবাসায় আগলে রাখবে।

সারা জীবনের সুখ দুঃখের সঙ্গী কে বিদায় দেয়া কি এতো সহজ? না সহজ নাহ ।
বৃদ্ধ ও পারেন নি।

05/07/2025

চাইলে কি আর তারে আগলে রাখা যায়...???
যদি কেউ থাকতে না চায়...!!!

মা আম কাটছিলেন। দুই বছরের বাচ্চা ছিল বেঞ্চে৷ বটি ও বেঞ্চে বাচ্চাকে রেখে ঘরে গেছেন মা। বেঞ্চ থেকে বাচ্চা নামতে গিয়ে বটিতে...
04/07/2025

মা আম কাটছিলেন। দুই বছরের বাচ্চা ছিল বেঞ্চে৷ বটি ও বেঞ্চে বাচ্চাকে রেখে ঘরে গেছেন মা। বেঞ্চ থেকে বাচ্চা নামতে গিয়ে বটিতে বুক গেঁথে গেছে। মা এসে দেখেন, বাচ্চা বেঁচে নেই। ঘটনা রাজশাহীর তানোরে।

এই যে দুই বছরের এই বাচ্চাকে বেঞ্চে বসিয়ে বটি রেখে মা গেলেন ঘরে, এসে যে দুর্ঘটনা দেখলেন, এটা ক্ষুদ্র এমন সচেতনতার অভাব, যার জন্য মাকে দায়ী করা যায় না। কিন্তু একটা কথা থেকে যায়, বাচ্চা বুঝদার না হওয়া পর্যন্ত তার থেকে এক সেকেন্ড আড়াল হওয়া অনুচিত।

বাচ্চাকে নিয়ে রাস্তা পারাপার, রিকশা বা গাড়িতে থাকলে এদিকে সেদিকে খেয়াল রাখা, শপিংয়ে গেলে বা বেড়াতে গিয়ে হাতের মুঠোয় শক্ত করে রাখা, বাসায় বাচ্চার নাগালে থাকা ফোন বা কিছু চার্জ দেয়ার জন্য প্লাগ সরিয়ে রাখা, রান্নাঘরে গ্যাসের চুলার কাছাকাছি না নিয়ে যাওয়া, এরকম অসংখ্য সচেতনতা শতভাগ থাকা বাচ্চার বাবা মায়ের জন্য বাধ্যতামূলক।

সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।প্যাশেন্ট এর প্রিভিয়াস ২ টো কন্যাসন্তানই সিজারিয়ান।আগে একাধিক এবোরশন করেছেন।মেনস্...
26/06/2025

সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।

প্যাশেন্ট এর প্রিভিয়াস ২ টো কন্যাসন্তানই সিজারিয়ান।আগে একাধিক এবোরশন করেছেন।মেনস্ট্রুয়েশন বন্ধ প্রায় ১২ সপ্তাহ ধরে।এইবারো নষ্ট করবেন সেই ইচ্ছেই ছিল।বিশেষজ্ঞ ফার্মেসিওয়ালার পরামর্শ মোতাবেক উনি এমএম কিট(গর্ভনিরোধক) খান।হয়ত বুঝতে পেরেছিলেন বাচ্চা নষ্ট হয় নি;তাই কাঠি দিয়ে এবোরশন করানোর ট্রাই করেন।(ম্যাম অপারেশন করার সময় জরায়ুর এর অবস্থা দেখে বুঝতে পেরেছিলেন)।ব্লিডিং হচ্ছে দেখে প্যাশেন্ট হাসপাতালে এডমিট হন।
কিন্তু তিনি আন্দাজ ই করতে পারেন নি,সৃষ্টিকর্তা তার জন্য অন্য কিছু প্ল্যান করে রেখেছিলেন।নরমালি জরায়ুর মধ্যেই প্রেগন্যান্সি হয়।কিন্তু তার প্রেগন্যান্সি হল ফেলোফিয়ান টিউব এ।আল্ট্রা তে দেখা গেল ফিটাস এর এখনো হার্ট বিট আছে।অতিরিক্ত ব্লিডিং এবং অন্যান্য লক্ষণ দেখে বুঝা গেল Ruptured ectopic pregnancy!ইমিডিয়েট ওটি করা হল।ল্যাপারোটোমি করার সাথে সাথে ক্লটেড ব্লাড এবং বেরিয়ে এল হাত,পা,হার্ট গঠন হয়ে যাওয়া ফিটাস।
মা কে দেখানো হল।চোখ এর পানি গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছিল।তিনি একটা পুত্রসন্তান ই চাচ্ছিলেন।সৃষ্টিকর্তা দিলেন পুত্রসন্তান কিন্তু পূর্ববর্তী পাপের ফলস্বরূপ কেড়ে নিলেন।
মা চিৎকার করে কাদছিলেন আর বলছিলেন "আমার কি হবে এখন;এ পাপের ফল সারাজীবন বইতে হবে"
উনার কথা শুনে কবিগুরুর দুটো লাইন মনে পরে গেল।

"পথ ভাবে আমি দেব' রথ ভাবে আমি
মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তৰ্যামী।"

২৩.০৬.২০২৫
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে।

ভারতের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী, ব্যবসায়ী সঞ্জয় কাপুর (বয়স ৫৩), সম্প্রতি এক মর্মান্তিক দুর্...
18/06/2025

ভারতের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী, ব্যবসায়ী সঞ্জয় কাপুর (বয়স ৫৩), সম্প্রতি এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তাঁর ও কারিশমার দুটি সন্তান রয়েছে।

সঞ্জয় কাপুর পলো খেলার সময় হঠাৎ একটি মৌমাছি গলায় ঢুকে পড়ে। তিনি সঙ্গে সঙ্গে বলেছিলেন, “আমার গলায় কিছু একটা আটকে গেছে।” এরপরই শুরু হয় শ্বাসকষ্ট, দ্রুত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

১৪ হাজার কোটি টাকার মালিক ছিলেন তিনি। তাঁর হাতের নাগালেই ছিল দেশের সেরা হাসপাতাল, দক্ষ চিকিৎসক ও নার্সদের দল। কিন্তু জীবনের সেই শেষ মুহূর্তে এই বিশাল সম্পদও তাঁকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেনি।

একটি ক্ষুদ্র মৌমাছি—এটাই ছিল মৃত্যুর কারণ। আল্লাহর ইচ্ছায় এই সামান্য কারণেই থেমে গেল একটি প্রাণ। সত্যিই, জীবন অত্যন্ত অনিশ্চিত ও ক্ষণিকের। মৃত্যু হলো এক নির্মম ও অবধারিত বাস্তবতা, যার হাত থেকে কেউ রেহাই পায় না।

এই ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয়—জীবনের আসল মূল্য অর্থে নয়, বরং প্রতিটি মুহূর্তে মানুষের মনুষ্যত্ব, বিশ্বাস ও প্রস্তুতির মাঝে নিহিত।

Address

Khulna

Telephone

+8801515661909

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahi's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahi's World:

Share