Worthy Of Life

Worthy Of Life Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Worthy Of Life, Digital creator, Mongla.

02/04/2025

আপনাকে ভালোবাসার মতো দুঃসাহস দেখিয়েছি
এই টুকু শাস্তি তো আমার প্রাপ্য ছিল। 💔💔

01/04/2025
30/03/2025

"জীবনের নাট্যমঞ্চে ভীষণভাবে ঠকে গিয়েছিলাম একদিন। যাকে চোখ বুজে বিশ্বাস করা যায়, সেই মানুষটাই শীতল চোখে তাকিয়ে দেখছিলো তারই দেওয়া কষ্টে কেমন ছ'টফ'ট করছি আমি।

তীব্র কষ্ট হলে মানুষ হয় ম' রে যায়, কিংবা সয়ে যায়। আমি কোনোটাই পারি নি। প্রকৃতির প্রতিশোধের রূপকথার গল্প আমার বিশ্বাস হতো না কখনো। তাই সমস্ত দেনাপাওনা মিটিয়ে দেওয়ার দায়িত্ব নিজ হাতেই তুলে নিয়েছিলাম।

ঠিক যেমন করে অবহেলায় ছুঁড়ে ফেলা কাচের প্লেটের মতো টু'ক'রো টু'ক'রো হয়ে গিয়েছিলো আমার ভেতরটা...

ঠিক যেমন করে গলার ভেতর দলা পাকানো কান্নারা ভীড় জমিয়েছিলো আমার অন্ধ বিশ্বাসের শেষকৃত্যে...

ঠিক যেমন করে কার্নিশে মুখ থুবড়ে পড়ে থাকা কাকের মতো আমার ভেতরটা ম' রে গিয়েছিলো সবার চোখের সামনে কিন্তু সবার অলক্ষ্যে...

অমন করে, ঠিক অমন করে তারে কষ্টগুলো ফিরিয়ে দিয়েছিলাম একদিন। দিনশেষে পথের ভিখারি যতটা যত্ন নিয়ে খুচরো পয়সা গুনে, অতটা যত্ন নিয়ে গুনে গুনে ফেরত দিয়েছিলাম সমস্ত কষ্ট।

অথচ অবাক বিস্ময়ে আমি দেখলাম, আমার ফিরিয়ে দেওয়া কষ্টে মানুষটার এক ফোঁটাও যন্ত্রণা হয় নি। কারণ এই পৃথিবীতে আমরা তার কাছ থেকেই কষ্ট পাই, যাকে আমরা ভালোবাসি।

এক জীবনে আমি দু'বার খু' ন হয়ে গেলাম। প্রথমবার তাকে ভালোবেসে, আর দ্বিতীয়বার এই সত্য জেনে যে সে আমায় কখনো ভালোবাসে নি।"

29/03/2025

অবশেষে সবকিছুরই সমাপ্তি ঘটবে-
দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মন খারাপি
হতাশা, দীর্ঘশ্বাস, বিষন্নতার
সাথে আমারও!

পৃথিবীতে সব শোকের মাঝে আমার কাছে বড়ো শোক, “ তুমি পাশে নেই! ”এইসব দুঃখের দিনে আমার যে একা হয়ে যাওয়ার ভয়! সময় খারাপ এলেই য...
28/03/2025

পৃথিবীতে সব শোকের মাঝে আমার কাছে বড়ো শোক, “ তুমি পাশে নেই! ”
এইসব দুঃখের দিনে আমার যে একা হয়ে যাওয়ার ভয়! সময় খারাপ এলেই যে মানুষ একা হয়ে যায়! এতশত দুঃখ, শোক নিয়ে আমি যে ভালো নেই!

তোমায় ছাড়া কোনোকিছুই ভালো লাগে না!
তুমি পাশে না থাকলে এই জরাজীর্ণ মন আর শরীর সামলাতে পারি না। শরীর খারাপ হয়, মন ভীষণ খারাপ থাকে! রোজ রাতেই জ্বর আসে, প্রেম আর আদরের তৃষ্ণায় গলা শুকিয়ে যায়!

তুমি পাশে থাকলে পৃথিবীর যাবতীয় শোক আমার কাছে ধন্না দিতে পারে না। এভাবে একটু একটু করে আমি গভীর হতে থাকি, অথচ তুমি আলতো করে সরে যাও... সরে যেতে যেতে চোখের আড়ালে থাকো।

আমি বোঝাতে পারি না, কেমন লাগে আমার। কত অসহায় লাগে নিজেকে। তুমি দিব্যি আছো, তবুও হৃদয় জুড়ে হাহাকার! তুমি ভালোবাসো, তবুও ভালোবাসা পাওয়ার জন্য হৃদয় কেমন টাটায়। পৃথিবীতে সব শোকের মাঝে আমার কাছে বড়ো শোক তুমি কাছে নেই! তোমার এই না থাকা সময়টুকুই আমাকে সবচেয়ে বেশি অসহায় করে তোলে! পৃথিবীতে মনে হয়, আমার কেউ নেই!

28/03/2025

"কথার আঘাত রুহ অব্দি কেঁপে ওঠে" — এই কথাটি আজকের সময়ে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আজকাল মানুষের কথায় কষ্ট দেওয়াকে অনেকেই তেমন গুরুত্ব দেয় না। হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব, বা দ্রুত জীবনের চাপে আমরা ভুলে যাই যে, কথারও ওজন আছে, কথারও শক্তি আছে। কিন্তু সত্যি বলতে, কথার আঘাত শারীরিক আঘাতের চেয়েও গভীর ক্ষত তৈরি করতে পারে, যা সময়ের সাথে শুকায় না, বরং আরও গভীর হয়।

আজকের সমাজে অনেকেই মনে করেন, "কথায় কষ্ট কী? সেটা তো শারীরিক নয়!" কিন্তু আসলে কথার আঘাত রুহ অব্দি পৌঁছায়। একটি কঠিন কথা কেউ শুনলে তার মন ভেঙে যায়, আত্মবিশ্বাস নষ্ট হয়, বিশ্বাসে ফাটল ধরে। আমরা হয়তো ভুলে যাই, কিন্তু সেই আঘাত অন্যের মনে দাগ রেখে যায়।

তবুও, এই সময়ে আমরা যদি একটু সচেতন হই, যদি কথা বলার আগে একটু ভাবি, তাহলে অনেক কিছু বদলে যেতে পারে। কথার মাধ্যমে আমরা শুধু কষ্টই দিতে পারি না, বরং আশা, ভালোবাসা এবং উৎসাহও দিতে পারি। আপনার একটি ভালো কথা কারো দিন বদলে দিতে পারে, কারো হৃদয়ে আলো জ্বালিয়ে দিতে পারে।

তাই, আসুন আমরা কথা বলার আগে একটু থামি, একটু ভাবি। আপনার কথায় যেন কেউ কেঁপে না ওঠে, বরং আপনার কথায় যেন ভালোবাসার ছোঁয়া লাগে। কারণ, কথার শক্তি অসীম — এটি দিয়ে আমরা হয়তো কারো জীবন বদলে দিতে পারি।

যা হবে মেনে নিতে হবে,এটাই জীবন। সবকিছু নিজের মতোই চলে,আমাদের ইচ্ছার বাইরে। স্বপ্ন ভেঙে যাবে,ইচ্ছেগুলো আর কখনো পূরর্ণ হয়ন...
28/03/2025

যা হবে মেনে নিতে হবে,এটাই জীবন। সবকিছু নিজের মতোই চলে,আমাদের ইচ্ছার বাইরে। স্বপ্ন ভেঙে যাবে,
ইচ্ছেগুলো আর কখনো পূরর্ণ হয়না, অপূর্ণ থেকে যায়।
আমরা যতোই পরিকল্পনা করি, ব্যস্তবতা তাতে বদলায় না। কষ্ট, বাধা, আর হতাশা - সবই জীবনের অংশ। যা হয়, তা হয় কারণ সেটাই নিয়তি,সেটাই নিয়ম। শেষ পর্যন্ত, মেলে নেওয়ার মধ্যেই শান্তি খুঁজতে হয়। যা কিছু হারিয়ে যায়, তা ফিরে আসে না আগে মতো। তবুও
দাঁড়িয়ে থাকতে হয়, কারণ এটাই তো জীবন..!!🙂🥀

28/03/2025

এবার ঘুরে দাঁড়াও। অনিয়ম করে ভাঙো হাতের শক্ত শেকল। সবার মনের মত হওয়ার চেষ্টায় বন্ধ করো। অন্যদের কথা চিন্তায় করেতে করতে নিজেকে ভালোবাসতে ভুলে যেও না আর। কেউ খারাপ বললে তাকে বার বার বুঝানোর দরকার নাই তুমি ভালো। যাস্ট পাত্তা দিবো না টাইপের মানসিকতা তৈরী করো নিজের মাঝে। নিজেকে বুঝাও একটু। তুমি শস্তা নও, তুমি ফেলনা নও, তুমি ফুল। ফুলেদের কদর সবাই করতে পারে না।

যে ভালোবাসায় ভালো থাকা নেই সে ভালোবাসা থেকে সরে এসো। প্রতিবার দোষ না করেও ক্ষমা চাওয়া বন্ধ করো। ভাঙাচুরা সম্পর্কগুলোকে বার বার বেহায়ার মত জোড়াতালি দিয়ে ঠিক করে নেয়ার চেষ্টা করা ছেড়ে দাও। আঘাতে আঘাতে জর্জরিত করার পর সামান্য ভালোবাসলে ছুঁটে যেতে নেই, ভুলে যেতে নেই সব অপমান। বলতে নেই মনের জমানো কথা, হুট করে দেখাতে নেই বুকের গোপন ব্যাথা। এত সহজে বিশ্বাস করতে নেই কাউকে।

মনকে শক্ত করো। ভুলে যাও কিছু অতীত। মুছে ফেলো কিছু রঙীন স্মৃতি। জমিয়ে রাখা মেসেজ, ছবি। যেখানে গুরুত্ব নেই, মূল্য নেই, সম্মান নেই, সেখান থেকে উঠে এসো। একটু মেনে নাও সব। একটু মানিয়ে নেওয়ার অভ্যাস করো। তোমাকে পারতেই হবে, তুমি পারবে। একটু নিজের দিকে তাকাও। সময় খুব দ্রুত ফুরাচ্ছে। এবার নিজেই নিজের চোখের মুছো, এবার অন্তত নিজেকে ছ'টাক ভালোবাসো।

28/03/2025

এ-পৃথিবীতে মানুষ দো'ষ করে যত না শা'স্তি পেয়েছে, তার থেকে অনেক বেশি শা'স্তি পেয়েছে ভালোবেসে।

আর বেশিরভাগ মানুষ তার'ই প্রেমে পড়ে যায় যে তার সাধ্যের বাহিরে,

যেমন ধরো হাতে এখন টাকা নেই কিন্তু তুমি একটা দামি স্মার্টফোনের প্রেমে পড়ে গেলে, হাতে এখন টাকা নেই একটা দামি গাড়ির প্রেমে পড়ে গেলে।

তুমি জানো যে, মানুষটার সাথে তাল মিলিয়ে আমি চলতে পারব না, অথচ তুমি তার'ই প্রেমে পড়ে গেলে!💔

এক সমুদ্র ভালোবাসার পরেও মিথ্যা ভালোবাসা পাওয়া মানুষটি জানেভালোবাসা শব্দটা কতটা অ'ভি'শ'প্ত।কাউকে নিজের থেকেও বেশি বিশ্বা...
30/09/2024

এক সমুদ্র ভালোবাসার পরেও মিথ্যা
ভালোবাসা পাওয়া মানুষটি জানে
ভালোবাসা শব্দটা কতটা অ'ভি'শ'প্ত।

কাউকে নিজের থেকেও বেশি বিশ্বাস করার পরেও
প্র'তা'রি'ত হওয়া মানুষটি জানে
বিশ্বাস শব্দটা কতটা কতটা অ'বিশ্বস্ত।

বার বার ক্ষমা করে দেওয়ার পরেও
আ'ঘা'ত পাওয়া মানুষটি জানে
ক্ষমা শব্দটা কতটা দু'র্বলতা, কোন মহত্ব নয়।

একজনে আ'সক্ত হওয়ার পরেও
চ'রিত্রহী'ন জীবনসঙ্গী পাওয়া মানুষটি জানে
সংসার শব্দটা কতটা বি'ষা'ক্ত।

"জীবনের কিছু ক'ঠিন সত্য"

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছ খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সবকয়টি সবুজ পাতা।

শক্ত হও। নিজেকে নিজেই বুঝাও যে- এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের ক্ষতগুলো পাশের মানুষটাকে দেখাতে যেও না। কারন ভেঁঙ্গে দেয়া মানুষটা যদি বুঝতে পারে সে তোমাকে ভাঙতে পেরেছে তবে সে বার বার তোমাকে ভেঙগে দেবে।

মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।
তাই শুধু নিজের জন্যেই বাচঁতে হবে
নিজেকে আনন্দ দেবার জন্য প্রাণ খুলে
হাসতে হবে…..
কোন এক মানুষ আমার জন্য যন্ত্রণা
এটা মাথা থেকে ঝরাতে হবে,
সবকিছুর মধ্যেও ভাবতে হবে
আমিও মানুষ আমারও সুন্দর ভাবে বেচে থাকার অধিকার আছে,
অন্যের ওপর নির্ভরশীলতা ছাড়তে হবে…
জীবনের যে কোন সময়
যে কোন প্রয়োজনে নির্ভরতার হাত নিজেকেই তৈরির মানুষিকতা গড়তে হবে ।
আমি ভালো থাকবো এ দায়িত্বটা নিজেকেই নিতে হবে।

তারপরও মাঝে মাঝে নিজেকে শক্ত রাখতে পারি না..
চিৎকার করে কাঁদতে মন চায়, আমিও তো মানুষ আমারও তো খারাপ লাগে যন্ত্রণা হয় নিশ্বাস ভারী হয়ে আসে আচমকাই চোখ ভর্তি পানি চলে আসে ।

একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর ভিত্তি করে কিন্তু সেই বিশ্বাসের ভিত্তি যদি নড়বড়ে হয় তাহলে সম্পর্কে থাকা মানুষ অস্তিত্ব সংকটে ভোগে।

আসলে কি জানো প্রতারিত হাওয়া মানুষটার সংসারটা থেকে গেলেও মানুষটার সম্পর্কটা আর আগের যায়গায় থাকে না। মলিন হয়ে যায় সম্পর্কের তরতাজা ঘ্রাণ,রঙ সবকিছু ।

বুকের গভীরের গচ্ছিত সমস্ত কষ্ট গুলোর কিছু স্মৃতি যদি শুধুই গল্প হতো.... তাহলে কষ্ট গুলো উপন্যাস হতো।

Address

Mongla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Worthy Of Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Worthy Of Life:

Share