05/07/2025
নিশুতি রাতে ফেসবুকে এক সুন্দরী মহিলাকে মেসেঞ্জারে ফজু কাকা লিখল, hi frand haba?
পুরুষদের ক্রমাগত মেসেঞ্জারে হাই তোলায় অত্যন্ত বিরক্ত সেই মহিলা ফজুকাকারে বাংলায় প্রশ্ন করলেন, আপনি বিবাহিত?
ফজু'কা বাংলায় উত্তর দিল, হ্যাঁ।
স্ত্রীর সঙ্গে সম্পর্ক কেমন?
ফজু'কা সরল মনে বলল, খুবই ভাল।
তাহলে বউকে বাদ দিয়ে অন্য মহিলাদের ফ্রেন্ড হওয়ার সাধ কেন?
ফজু'কা এমন কথায় বেজায় অপমানিত হল। সে বলল, ম্যাডাম আপনাকে একটা প্রশ্ন করতে পারি?
বলুন।
আপনার সবচেয়ে প্রিয় রঙ কী?
মহিলা উত্তর দিলেন, লাল।
আপনি শাড়ি পরেন?
হ্যাঁ কেন পরব না?
আপনার কি সবকটা শাড়ির রংই লাল?
তা কেন হবে? লাল ছাড়াও হলুদ, নীল, সবুজ আরও নানা রঙের আছে।
কিন্তু আপনার তো প্রিয় রঙ লাল।
তাতে কী? তাই বলে কি অন্য রঙ পরব না!
ফজু'কা বলল, আমিও সেই কারণেই hi লিখেছিলাম। খামোখা আপনি রেগে গেলেন।
মহিলা ইম্প্রেসড হয়ে লিখলেন, কাল ইভিনিংয়ে কী করছেন? একসঙ্গে কফি খাবেন?