16/10/2025
রেজাল্ট কখনোই একটা মানুষের মানদণ্ড হতে পারে না!
রেজাল্ট খারাপ হতেই পারে। হতাশ হওয়ার কিছু নেই।
একটা পরীক্ষায় ব্যর্থ হওয়া মানে জীবনে ব্যর্থ হওয়া নয়। রেজাল্ট খারাপ হওয়ার কারণে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যার জন্য তোমার পরিবারকে সারাজীবন এর মূল্য চুকাতে হয় । তোমার জীবনের মূল্য একটা কাগজের নম্বরের চেয়ে অনেক বেশি। রেজাল্ট নয়, তোমার চেষ্টা, তোমার সততা, তোমার মানুষ হয়ে ওঠার গল্পটাই তোমাকে বড় করে তুলবে।
তাই উঠে দাঁড়াও, আবার শুরু করো। জীবন তোমার অপেক্ষায় আছে। প্রতিটি নতুন সূর্যোদয় মানেই
আবার নতুন করে স্বপ্ন দেখার সুযোগ....
Writer - Maruf Ahmed
Voice- Tonmoy Paul