01/03/2022
ঐযে তুমি বলো , "আমি তোমাকে তোমার শরীরের জন্যই ভালোবাসি !" আমিও তো অস্বীকার করি নাই কখনও 🌸শরীর ছাড়া ভালোবাসা যায় নাকি😅ভালোবাসার জন্য একটা কারণ দরকার হয়!😌শুধু ঈশ্বরকে ভালোবাসতে কোন কারণ দরকার হয় না।তুমি যেহেতু ঈশ্বর নও।সেহেতু তোমাকে ভালোবাসতে আমার শরীর প্রয়োজন হয়।তবে আমি শরীরের জন্য তোমাকে ভালোবাসি না।ভালোবাসি বলেই শরীর চাই🖤শুধু একটা কোমল দেহ বা অন্যান্য শারীরিক অঙ্গ প্রয়োজন হলে,আমার তোমাকেই কেন লাগবে😕ঐ একই জিনিস আমি পতিতালয়েও পাবো!বেশ্যারও তোমার মতোই কোমল দেহ আছে সমস্ত শারীরিক অঙ্গও আছে! তবুও আমার তোমাকেই কেন চাই...!!?? 🥺তোমাকে চাই...!তোমার শরীরকে চাই...!!কারণ তোমাকে ভালোবাসি তাই...তোমার পা থেকে মাথা অবদি চুমি খেতে চাই🥵বেশ্যার পায়ও কি কেউ চুমু খায়😶তোমার সমস্ত শরীরে চুমু খেয়ে আমি নেশা গ্রস্থ হই🥵✨ধরো কোন একদিন তুমি আমার সাথী হলে না,,,অন্য কেউ আসলো, প্রচন্ড ভালোবাসা নিয়ে তোমার জীবন সঙ্গী হয়ে😌তোমার বুকের ভেতর বসে যাবে💙তোমার ঘুম হবে না , তুমি খেতে পারবে না ,তোমার অস্থিরতা বেড়েই চলবে দ্রুত গতিতে🙂তোমার স্বামীর হাতের আংগুল ধরে তখন কয়েক যুগ কাটিয়ে দিতে ইচ্ছে হবে😇তারপর সময়ের সাথে সাথে দিনও বাড়ব,সম্পর্ক পুরাতন হবে পবিত্র প্রেমিক হাতের আংগুল ছেড়ে দিয়ে সেই শরীরই ছুতে চাইবে😟সুযোগ পেলেই বুকে হাত দিবে🤐তারপর চুমু খেতে খেতে তোমার গলা থেকে শরীরের নিচে নামতে শুরু করবে😌তুমি টের পাবে,তুমি খুব করে বুঝবে পৃথিবীর সমস্ত প্রেমিকই শরীর চায়😌তুমি হয়তো আবারও প্রেমিক পাল্টাবে😶আবার নতুন প্রমিক হবে ,তবু তারও পবিত্রতার ঘোরও একদিন ঠিকই কেঁটে যাবে 😟তখন তুমি শরীর দিতে বাধ্য হবে,সেও ধীরে ধীরে তোমার শরীরকেই আলিঙ্গন করে নিবে🥺তখনও তোমার সমস্ত লোম শিহরিত হবে😇তোমার সমুদ্রেও তখন উত্তাল ঢেউ উঠবে !তুমি কান্না করবে এক ফোটা জলের জন্য🥺জল টুকু পেয়ে গেলেই তুমি শান্ত নদীর মতো নয়ে পড়বে😶তারপরই বুঝতে পারবে যতোটুকু ভালোবাসা মনে থাকে😌তার চেয়েও বেশি থাকে শরীরে 💫💥তুমিও একদিন শুধু ভালোবাসাতে শান্ত হবে না !ভালোবাসার পাশাপাশি তখন তুমি নিজেই তোমার শরীরকে সোপে দিবে!!!তুমি বুঝবে পৃথিবীর সমস্ত প্রেমিক ই নয়,প্রমিকা রাও কামমুখো হয়🖤✨🌸