Mr Haque

Mr Haque Digital Creator

14/05/2025
My favourite place
14/05/2025

My favourite place

Nature has its own beauty❤️❤️
12/05/2025

Nature has its own beauty❤️❤️

09/05/2025

ঘনিয়ে আসছে সময়, তোমাকে তাই নিতে হবে প্রস্তুতি সেই অমর সময়ের জন্য।

জীবন কত সস্তা!!!  পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খু*ন হয়েছে আজ।  ক্যাম্পাসের সামনে পারভেজ তাঁর দুই বন্ধুকে ...
20/04/2025

জীবন কত সস্তা!!!
পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খু*ন হয়েছে আজ।

ক্যাম্পাসের সামনে পারভেজ তাঁর দুই বন্ধুকে নিয়ে শিঙাড়া খাচ্ছিল সে। সেখানে দুই নারী শিক্ষার্থীও দাঁড়িয়ে ছিলেন। তারা মনে করে ওরা তাদেরকে নিয়ে হাসাহাসি করছে।

তাই তারা কাউকে খবর দেয়। খুব সম্ভবত বয়ফ্রেন্ড হবে। ক্যাম্পাসের বাইরের তিনটা ছেলে এসে পারভেজদের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি মিটমাট করে দেন। কিন্তু ঐ তিন যুবক আরও কয়েকজনকে নিয়ে এসে পারভেজ ক্যাম্পাস থেকে বের হতেই তাঁকে ছুড়িকাঘাত করে।

একটা ছুড়ির আঘাত ঠিক হৃদপিণ্ডের উপর পড়ে। এক ইঞ্চির একটা ক্ষত! মারা যায় পারভেজ। একেবারে তুচ্ছ একটা ঘটনায় খুন হয় ছেলেটা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ত সে।

পারভেজ যখন ইন্টারে পড়ত, ময়মনসিংহের টাউন হলের পাশেই একটা মেসে থাকত সে। রয়েল মিডিয়া কলেজের ছাত্র ছিল। কী হাসিখুশি নির্মল একটা ছেলে। সালাম দিতেই যেন হেসে নুয়ে যেত! এই হাসিই তার জন্য কাল হলো!

এই হত্যা ক্ষমতা প্রদর্শনের হত্যা, দর্প প্রদর্শনের হত্যা। এই জঘন্যতম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন।

বাচ্চা একটা ছেলে!

©collected

19/04/2025

এই সরকারের একটা গুরুত্বপূর্ণ দুর্বলতা হচ্ছে; যে আন্দোলনের উপর ভিত্তি করে তারা সরকার হয়েছে, উপদেষ্টা হয়েছে, বড় নেতা হয়েছে, পদায়ন পদোন্নতি পেয়েছে তারা সবাই মনে হয় সেই আন্দোলনের প্রেক্ষাপটটাই ভুলে গিয়েছে। আপনারা জানেন বিসিএস জট, সংস্কার, গতিশীলতা নিয়ে পরিক্ষার্থীদের একটা আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে যৌথবাহিনি আন্দোলনরত পরিক্ষার্থীদের উপর লাঠিপেটা করেছে। একজন লিখিত পরিক্ষার্থীর দুটো আঙুল ভেঙে গিয়েছে, লাঠির আঘাতে কারো পা, ঘাড়, হাত ছিলে গিয়েছে। যে ছেলের হাত ভাঙ্গা হলো সে কীভাবে সামনের পরিক্ষাগুলোতে অংশগ্রহণ করবে? সব পক্ষের সাথে আলোচনা করে যৌক্তিক সমাধান, আন্ডারস্ট্যান্ডিং, নেগোসিয়েশনের মাধ্যমে কী এর সমাধান করা যেত না?

যারা জুলাই আন্দোলনের সূচনা করেছে তারা কীভাবে এখনো যৌথ বাহিনীর হামলার শিকার হয়? পিএসসি নিয়ে যে আন্দোলনটা হচ্ছে সেটা নিয়ে উপদেষ্টা বনে যাওয়া কেউ কি খুঁজ রেখেছেন? কেন ছেলেদের পিটানো হলো সেটার ব্যাপারে আহতদের খবর নিয়েছেন কেউ? নিবেন নাতো!

চাকরির নিয়োগগুলেতে এখনো কেন স্বচ্ছতা নিয়ে আসা হচ্ছে না? কেন প্রতি শুক্রবার অধিক সংখ্যক পদসম্বলিত চাকরির পরিক্ষাগুলো এখন হচ্ছে না? গণঅভ্যুত্থানের দীর্ঘ আটমাস পার হবার পরেও কেন নিয়োগ পরিক্ষা ইস্যুতে বড় কোন মৌলিক পরিবর্তন আসছে না? এই ব্যর্থতার দায় নিয়ে যদি ইন্টেরিমকে তার টিনিউর শেষ করতে হয় তাহলে সেটা হবে জুলাইয়ের সাথে স্পষ্ট প্রতারণা। যারা উপদেষ্টা হয়েছেন, তাদেরকে আবারও মনে করায় দিতে চাই, পাঁচই জুন থেকে শুরু করে জুলাইয়ে ঢাবির সেন্ট্রাল লাইব্রেরি থেকে শাহবাগে যে আন্দোলনের সূচনা হয়েছিল সেটি ছিল চাকরির কোটা পদ্ধতি নিয়ে। সেই ঢাবির সেন্ট্রাল লাইব্রেরি থেকেই আপনাদেরকে কেন্দ্র করে দীর্ঘনিশ্বাস ফেলছেন জব সিকাররা। উপদেষ্টা হয়ে আপনারা মেবি সেদিকটা একদম ভুলে গিয়েছেন। সময় হলে একবার এসে লাইব্রেরিতে পড়াশোনা করাদের থেকে আপনাদেরকে নিয়ে ধারণাগুলি শুনে যান।

জুলাইয়ের সূচনাকারী সেই চাকরি ইস্যুতে এবার একটু নজর দিন। আর লেট করিয়েন না। শিকর ভুলে যেয়েন না।

© Muhammad Miraz Mia

নতুন ইতিহাস হবে আজ
12/04/2025

নতুন ইতিহাস হবে আজ

মার্চ ফর গা'জা
12/04/2025

মার্চ ফর গা'জা

Address

Mongla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share