কয়রা উপজেলার সংবাদ - News Of Koyra Upazila

কয়রা উপজেলার সংবাদ - News Of Koyra Upazila Fast & First Online Information Portal in Koyra Upazilla, Khulna.

📞 01926161793
01919259745
(1)

11/07/2025

আজ থেকে চাঁদ আলী ব্রিজ টোলমুক্ত।
চাঁদ আলী ব্রিজ এর চাঁদাবাজি আর চলবে না এমনটাই দাবী কয়রা উপজেলাবাসীর।

কয়রা সেতুর টোল অবমুক্তের দাবী কয়রাবাসীর।
11/07/2025

কয়রা সেতুর টোল অবমুক্তের দাবী কয়রাবাসীর।

লক্ষাধিক জনতার সমাবেশ ঘটুক আজকের মানববন্ধনে।কয়রার চাঁদ আলী ব্রিজ টোলমুক্ত হোক।  যে সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল...
11/07/2025

লক্ষাধিক জনতার সমাবেশ ঘটুক আজকের মানববন্ধনে।

কয়রার চাঁদ আলী ব্রিজ টোলমুক্ত হোক।
যে সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে, যে সেতু স্থানীয় জনজীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত — সেই সেতুর ওপর টোল বসানো সাধারণ মানুষের ওপর অযথা এক অর্থনৈতিক চাপ।

এর চেয়েও দুঃখজনক হচ্ছে, টোল আদায়ের ক্ষেত্রে অনেকসময় টোল আদায়কারীদের দুর্ব্যবহার ও অপমানজনক আচরণ প্রতিদিনের যাতায়াতকে দুর্বিষহ করে তোলে।

যেখানে সেতুটির নির্মাণ ব্যয় বহু আগেই উঠে গেছে, সেখানে এখনো টোল আদায় একেবারেই অনৈতিক।
জনতার মানববন্ধনে নায্য দাবীর সাথে একাত্মতা প্রকাশ করছি।

স্থান: চাঁদ আলী ব্রিজ
সময়: আজ বিকাল ৩ টা
কয়রা থেকে যাতায়াতের জন্য মধুর মোড় থেকে গাড়ীর ব্যবস্থা করা হয়েছে।

01/07/2025
30/06/2025
দৈনিক আজকের সংবাদকয়রা উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান
29/06/2025

দৈনিক আজকের সংবাদ
কয়রা উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান

কয়রায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করা চিংড়ি আটক আইন - শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ  ও অপরা...
28/06/2025

কয়রায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করা চিংড়ি আটক

আইন - শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তত্ত্বের ভিত্তিতে আজ শনিবার (২৮-০৬-২০২৫) ১০০০ ঘটিকায় খুলনা জেলার কয়রা উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌ বাহিনী। অভিযানে অবৈধভাবে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করা আনুমানিক ৬০ কেজি চিংড়ি, জেলি এবং অন্যান্য সরঞ্জামাদিসহ মোসাম্মত তাসমিয়া(৩৭) কে জেলি পুশরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। কিন্তু তার স্বামী স্বামী: আলাউদ্দিন গাইন(৪২), ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে, উক্ত আটককৃত ব্যক্তি ও চিংড়ি মাছ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করে আসামীকে ৫০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয়।
উক্ত অভিযানে বাংলাদেশ নৌবাহিনী সাথে কয়রা থানা পুলিশ, বনবিভাগের সদস্য এবং মৎস্য অধিদপ্তরের সদস্য অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর এহেন অভিযানে এলাকাবাসী নৌবাহিনীর প্রতি তাদের সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী আইন - শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

27/06/2025

মহেশ্বরীপুর কালিকাপুর চৌরাস্তা মোড়ে শাহাবুদ্দিন এর বিকাশের দোকান ও তার ভাই সুজাউদ্দিন এর ঔষধ এর একই দোকানে আজ রাতে উপরের টিন কেটে চুরি করছে

৪ স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তারনারায়ণগঞ্জের ফতুল্লায় নবম ও দশম শ্রেণির চার স্কুলছাত্রীকে আটকে...
26/06/2025

৪ স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নবম ও দশম শ্রেণির চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন সাবেক শিক্ষক মিজানুর রহমান ওরফে মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) দুপুরে ঢাকার মোহাম্মদপুরের সাদেক খান রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে তিন ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মিজানুর রহমান বরিশালের আগৈলঝাড়া উপজেলার মৃত আবু তালেব শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক মিজানুর চলতি জুন মাসের ৬, ১১ ও ২৩ তারিখে স্কুলের নবম ও দশম শ্রেণির চার ছাত্রীকে একে একে কৌশলে ঢাকায় নিয়ে যায়। সেখানে একটি ভাড়া বাসায় আটকে রেখে তাদের একাধিকবার ধর্ষণ করেন তিনি। সর্বশেষ ২৩ জুন একজন ছাত্রীকে একই কৌশলে নিয়ে গেলে, সে ২৪ জুন কৌশলে পালিয়ে এসে পরিবারকে বিস্তারিত জানায়। ঢাকায় এখনও তার তিন বান্ধবীকে সেখানে আটক রাখা হয়েছে বলে সে পুলিশকে তথ্য দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে এবং অভিযুক্ত মিজানকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, মিজান ঢাকায় বসবাস করলেও ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে আর্ট ও কম্পিউটার ক্লাস নিতেন। প্রতি শুক্রবার স্কুল বন্ধ থাকায় তিনি শিক্ষার্থীদের প্রলোভনের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে যেতেন এবং সেখানে ধর্ষণ করতেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ হাসিনুজ্জামান কালবেলাকে বলেন, মিজান একজন বিকৃত রুচির ব্যক্তি। অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের তিনি টার্গেট করতেন। ভুক্তভোগী চার শিক্ষার্থীর মধ্যে দুজন নবম ও দুজন দশম শ্রেণিতে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণ আইনে মামলা হয়েছে। সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উদ্ধার করা তিন শিক্ষার্থী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

মহারাজপুর ইউনিয়নের জয়পুর গ্রাম
25/06/2025

মহারাজপুর ইউনিয়নের জয়পুর গ্রাম

* সিজারিয়ান বন্ধ থাকায় চরম দুর্ভোগে  গর্ভবতীরা।* ১৯ শয্যার অবকাঠামো দিয়ে ৫০ শয্যার হাসপাতালের কার্যক্রম।
25/06/2025

* সিজারিয়ান বন্ধ থাকায় চরম দুর্ভোগে গর্ভবতীরা।

* ১৯ শয্যার অবকাঠামো দিয়ে ৫০ শয্যার হাসপাতালের কার্যক্রম।

24/06/2025

গোবরা গ্রামের রাস্তার ঢালাইয়ে চরম অনিয়ম!

গতকাল দুপুর ২টায় গোবরা গ্রামে রাস্তার পিচ ঢালাই করা হয়েছে। আজ প্রায় ২৩ ঘণ্টা পেরিয়ে গেছে, অথচ এখনও পিচের শক্ত হয়নি! যেখানে সাধারণত ৮ ঘণ্টার মধ্যেই পিচ শক্ত হয়ে যায়, সেখানে এখন কাটি দিয়ে খোঁচা দিলেই পিচ উঠে যাচ্ছে!

এটা কি ধরনের কাজ? জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এভাবে নিম্নমানের কাজ চলতে পারে না!

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি —দ্রুত তদন্ত করুন ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন!

Address

Mongla

Alerts

Be the first to know and let us send you an email when কয়রা উপজেলার সংবাদ - News Of Koyra Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share