MD. Shamimul Ahsan

MD. Shamimul Ahsan ❤️আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট❤️

22/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

19/08/2025

এটাই ছিলো শেখ মুজিবুর রহমানের শাসনামল।
ব্রিটিশ এক সাংবাদিকের ডকুমেন্টারিতে উঠে আসে এসব চিত্র।
তখন প্রায় ৬০ লক্ষের কাছাকাছি মানুষ দুর্ভিক্ষের কারনে মারা গিয়েছিল।

ডাকসুতে ইতিহাস তৈরী হবে। ইনশাআল্লাহ ।।
19/08/2025

ডাকসুতে ইতিহাস তৈরী হবে।
ইনশাআল্লাহ ।।

এই সিরিয়াল কিলার জানোয়ারটা ছিলো রাক্ষসী হাসিনার একটা অস্র মাত্র। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এমন অনেক খুনিকে সে লালন ...
18/08/2025

এই সিরিয়াল কিলার জানোয়ারটা ছিলো রাক্ষসী হাসিনার একটা অস্র মাত্র। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এমন অনেক খুনিকে সে লালন পালন করেছে। এরপরেও কিছু কিছু আবাল আর গর্দভ মার্কা লোক রাক্ষসী হাসিনাকে জননেত্রী বলে সম্বোধন করে।
তোরা আসলেই মানুষ আছো তো??
আরে হাসিনা তো আবু জেহেল, ফেরাউন আর নমরুদকেও হার মানিয়েছে।এই সিরিয়াল কিলার জানোয়ারটা ছিলো রাক্ষসী হাসিনার একটা অস্র মাত্র। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এমন অনেক খুনিকে সে লালন পালন করেছে। এরপরেও কিছু কিছু আবাল আর গর্দভ মার্কা লোক রাক্ষসী হাসিনাকে জননেত্রী বলে সম্বোধন করে।
তোরা আসলেই মানুষ আছো তো??
আরে হাসিনা তো আবু জেহেল, ফেরাউন আর নমরুদকেও হার মানিয়েছে।

মানুষের সম্পর্কের সবচেয়ে গভীর বন্ধন হলো রক্তের টান। পিতা–মাতা, ভাই–বোন কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকভাবে ভ...
17/08/2025

মানুষের সম্পর্কের সবচেয়ে গভীর বন্ধন হলো রক্তের টান। পিতা–মাতা, ভাই–বোন কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকভাবে ভালোবাসা, স্নেহ ও মমতায় বাঁধা থাকার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আধুনিক সমাজে এই প্রাকৃতিক টানকে দুর্বল করে দিচ্ছে টাকার টান।

আগে যেখানে একে অপরের সুখ–দুঃখ ভাগাভাগি করার জন্য আত্মীয়তার সম্পর্কই ছিল প্রধান, সেখানে এখন আর্থিক স্বার্থই হয়ে উঠেছে মুখ্য। ভাইয়ের সঙ্গে ভাইয়ের দূরত্ব তৈরি হচ্ছে সম্পত্তির হিসাব–নিকাশে, সন্তান বাবা–মায়ের প্রতি দায়িত্ব ভুলে যাচ্ছে অর্থকেন্দ্রিক চিন্তায়, এমনকি আত্মীয়তার জায়গায়ও টাকা হয়ে দাঁড়াচ্ছে মূল যোগসূত্র। সমাজে দেখা যাচ্ছে—যে আত্মীয় আর্থিকভাবে শক্তিশালী, তার প্রতি টান অটুট; আর যার হাতে টাকা নেই, সে ধীরে ধীরে সম্পর্কের বাইরে চলে যাচ্ছে।

টাকা জীবনের জন্য অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু যখন সেটি মানুষের মানবিকতা ও রক্তের টানকে ছাপিয়ে যায়, তখন সমাজে অ'মা'নবিক'তার জন্ম হয়। আজ আমরা দেখছি—পিতামাতা বার্ধক্যে উপেক্ষিত, ভাইবোনের মধ্যে হা*না*হানি, আত্মীয়তার জায়গায় ভ*ণ্ডা*মি। এসব কিছুর মূলে রয়েছে টাকার প্রতি অতিরিক্ত আ*সক্তি।

তবে এ বাস্তবতার মধ্যেও আশার আলো আছে। সমাজে এখনো অনেক পরিবার রয়েছে যারা রক্তের সম্পর্ককে অগ্রাধিকার দেয়, টাকার কাছে আত্মসমর্পণ করে না। তাদের কাছ থেকেই শেখা যায়—টাকা ক্ষণস্থায়ী, কিন্তু রক্তের টান চিরন্তন।

টাকা জীবনের চালিকাশক্তি হলেও সম্পর্কের ভিত্তি হতে পারে না। টাকার জন্য সাময়িক লাভ হলেও রক্তের টান হারালে জীবনে শূন্যতা নেমে আসে। তাই আমাদের উচিত—টাকার প্রতি অতিরিক্ত আ*সক্ত না হয়ে রক্তের টানকে অগ্রাধিকার দেওয়া। কারণ শেষ পর্যন্ত মানুষের পাশে দাঁড়ায় না টাকা, দাঁড়ায় সম্পর্ক আর ভালোবাসা।

লেখা- আরিফুল হাসান
#জীবনচক্র

আল্লামা সাঈদী একটি নাম একটি ইতিহাস 😥কত স্বপ্ন ছিলো কোরআনের পাখি আল্লামা সাঈদী মুক্ত হবেন, তিনি কোরআনের ময়দানে ফিরবেন আর ...
14/08/2025

আল্লামা সাঈদী একটি নাম একটি ইতিহাস 😥

কত স্বপ্ন ছিলো কোরআনের পাখি আল্লামা সাঈদী মুক্ত হবেন, তিনি কোরআনের ময়দানে ফিরবেন আর দেশের আকাশ বাতাস তাকবির ধ্বনিতে প্রকম্পিত হবে। কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে গেল ....

নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জায়ালাল-জান্নাতা মাসওয়াহু।

শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এর স্বপ্নের এক্বামাতে দ্বীনের অসম্পূর্ণ কাজগুলো যেন আমরা সম্পুর্ন করতে পারি। আল্লাহ তৌফিক দিন।

06/08/2025

তুমিও জানো
আমিও জানি
শা'হবাগী হি'ন্দুস্তানি

05/08/2025

বাগছাস যে পুরোপুরি বাম বলয়ে ঢুকে গেছে কিংবা বামদের খপ্পরে পড়েছে সেটি তাদের কয়েকদিনের কর্মকাণ্ডে অনুমান করা গেলেও আজকে সেটি প্রমাণিত হয়েছ।

ইসলাম বিদ্বেষী বামদের সাথে যাদের ঐক্য তাদের সাথে আর কোনো ধরণের আলাপ হতে পারে না। এরা অনেকটা নিজেরাই বামদের থেকে বড় বাম হয়ে গেছে।

মব সৃষ্টি করে মানুষ হত্যাকারী বামদের বিচার বাংলার মাটিতে হতেই হবে...

আলহামদুলিল্লাহ!
02/08/2025

আলহামদুলিল্লাহ!

Address

Morrelgonj, Bagerhat
Mongla

Alerts

Be the first to know and let us send you an email when MD. Shamimul Ahsan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD. Shamimul Ahsan:

Share