Rony Dhali

Rony Dhali Say goodbye to generic templates.

I'm Rony Dhali, an experienced email specialist dedicated to helping businesses like yours achieve tangible results through strategic email campaigns and powerful automation.

সময় থাকতে সবাই ভালাে হয়ে যাও।
25/06/2024

সময় থাকতে সবাই ভালাে হয়ে যাও।

Congratulations team RS Entertainment 004 for your first award.
16/06/2024

Congratulations team RS Entertainment 004 for your first award.

Struggling to Engage Your Audience? Email Marketing Specialist Needed!Looking to boost sales and brand loyalty?  An effe...
15/06/2024

Struggling to Engage Your Audience? Email Marketing Specialist Needed!

Looking to boost sales and brand loyalty? An effective email marketing strategy is key!

I'm a skilled email marketer with expertise in crafting captivating campaigns that resonate with your brand and drive engagement.

Here's what I can do for you:

Craft email sequences that nurture leads and convert them into customers.
Design beautiful and user-friendly email templates.
Segment your audience for targeted messaging.
Analyze email campaign performance and optimize for better results.
Does your business need help with email marketing? Let me know in the comments below!

02/05/2024

ইসলামে ক্ষুধার্তকে খাদ্য দানের ব্যাপারে অতি মাত্রায় উৎসাহিত করা হয়েছে।

কোরানের পরতে পরতে ছড়িয়ে আছে মিসকিনদের খাওয়ানোর কথা। এমনকি কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে তার প্রায়শ্চিত্ত হচ্ছে ৬০ জন মিসকিনকে পেট ভরে এক বেলা খাওয়ানো। আবার কেউ যদি কসম ভঙ্গ করে তার শাস্তি হচ্ছে ১০ জন মিসকিনকে পেট ভরে খাওয়ানো।

আল্লাহ কিন্তু বলেন নাই যে রোজা না রাখলে তোমরা মসজিদে কিছু টাকা দান করো কিংবা মসজিদের মিনার উঁচু কর বা হুজুর ডেকে খাওয়াও। অন্যান্য ধর্ম্যার ক্ষেত্রে আমরা সাধারণত এমন দেখি না। বরং দেখি যে পাপের প্রায়শ্চিত্তের ব্যয় যায় মন্দিরে, গির্জায় অথবা পুরোহিতদের কাছে। এখানেই ইসলাম ধর্মের সৌন্দর্য।

কেবল তাই না। সূরা ইয়াসিনে বলা যারা কাফের, তারা বলে আমরা কি তাদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ চাইলে নিজেই খাওয়াতে পারতেন? একই ধরণের বর্ণনা আমরা পাই সুরা মাউনে। বিচার দিবস অস্বীকারকারীর পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে এমন ব্যক্তি মিসকিনদেরকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করে না।

কেবল তাই না। জাকাতের মাধ্যমে সরাসরি ধনীদের টাকা গরিবদেরকে দিতে বলা হয়েছে। আবার বলা হয়েছে এটা গরিবের হক। ধনীর দয়া না। তার পাশাপাশি মুসলিমদের ব্যাপক সদকা দিতে বলা হয়েছে। এর কোনটা আল্লাহ নিজের জন্য চান নাই। বরং বলেছেন , "আমি রাজ্জাক, তোমাদের থেকে রিজিক চাই না।"

তার পাশাপাশি ইসলামে কর্জে হাসানাকে এতো উৎসাহিত করা হয়েছে যে আল্লাহ বলেছেন আল্লাহ নিজে এর প্রতিদান বহুগুণে বৃদ্ধি করে ফেরত দিবেন। এই সবকিছুর পাশপাশি আছে প্রতিবেশীর হক ও আত্মীয়-স্বজনের অধিকার।

এমনকি একজন চোর যদি এক বেলা খাবারের জন্য ক্ষুধার্ত অবস্থায় চুরি করে তার উপরও সেরকম কোন শাস্তি বর্তায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একদা একজন মালিক এসে বলল আমার কর্মচারীরা আমার উট জবাই করে খেয়ে ফেলেছে এর শাস্তি চাই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু শ্রমিকদের জিজ্ঞেস করলেন তোমরা কেন এই কাজ করলে? উত্তরে তারা বলল আমরা করেছি তার কারণ মালিক আমাদেরকে ঠিকমত খেতে দেয় না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এরপরে যদি তোমার কর্মচারীরা চুরি করে আমি তোমার হাত কেটে নেব যদি তাদেরকে ঠিক মতন খেতে না দাও।

এবার চিন্তা করেন। এমন একটি সমাজে যেই ব্যক্তি না খেয়ে আছে তাকে আমরা কি বলব? ব্যার্থ, অযোগ্য, অলস ইত্যাদি। তাই না? এত সুযোগ সুবিধার পরেও না খেতে পরাতো ব্যার্থতা।
কিন্তু ওমর রা যখন দেখেছেন একজন মহিলা না খেয়ে আছেন তখন তিনি বলেছেন এটা আমার অপরাধ। তাই তিনি নিজ কাঁধে করে সে মহিলার ঘরে খাদ্য পৌঁছে দেন। ওনার ভৃত্য লজ্জিত হয়ে বলছিল, হে আমিরুল মুমীনিন, এ আপনি কি করছেন? জবাবে তিনি বলেন আখিরাতে কি আমার বোঝা তুমি বহন করবে?
এই হচ্ছে ইসলামের অর্থনীতি। আপনি কি এমন একটি ব্যবস্থায় থাকতে চান না? তার নাম ইসলাম হোক বা না হোক।

Mohaimin Patwary

27/04/2024

মসজিদের উন্নয়নের দিকে আমরা যত ব্যস্ত হয়ে পড়ি মুসল্লির উন্নয়নের প্রতি হয়ে পড়ি তত উদাসীন। আর গরিবের হকের ব্যাপারে কথা বলা তো হয়ে পড়ে অন্যায়। দান খয়রাতের যত বয়ান হয় সব হয় মসজিদ কেন্দ্রিক, মদ্রাসা কেন্দ্রিক আর ওয়াজ মাহফিল কেন্দ্রিক।

কিন্তু কুরআন আমাদের কি শিক্ষা দেয়? আপনি কি জানেন, পবিত্র কুরআনে মসজিদে দানের ব্যাপারে একটা আয়াতও নাই। একেবারে একটাও না।

তাহলে কুরআন কাদেরকে দান করতে বলেছে? জি, অনেক বার কুরআনে দান করতে বলা হয়েছে ক্ষুধার্তদেরকে, ধূলি মলিন মিসকিনদেরকে, এতিমদেরকে, যারা অভাবী হয়েও লজ্জায় চাইতে পারে না তাদেরকে, প্রতিবেশী, আত্মীয় এবং মুসাফিরদেরকে, যারা আল্লাহর রাস্তায় লড়াই করছে তাদেরকে। একবার দুইবার না। অনেক অনেক বার এই খ্যাঁট গুলোর উল্লেখ আছে একের পড় এক সুরায়। কিন্তু বিশ্বাস করেন, মসজিদে জুমার নামাজে এই বয়ান গুলো আমি পাই না। আপনারা আপনাদের মসজিদে পান কি?

অথচ মসজিদের উন্নয়নের অভাবে ইসলাম কোনদিন পিছিয়ে যায় নাই। মুমিনদের উন্নয়নের অভাবে ইসলাম পিছিয়ে গেছে। যেই মুসলিম জাতি গরিব, বেকার, অভাবী ও ক্ষুদার্তদের হক নিয়ে কথা বলে না এবং মুসল্লিদের উন্নয়নের চেয়ে বরং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে ব্যাস্ত হয়ে পড়ে তারাই ইসলামের উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে যায়।

অবকাঠামোগত উন্নয়নের দিকে তো মনোযোগী ছিল ফেরাউন। সেজন্য আজ পর্যন্ত তার স্থাপত্যগুলো আমরা দেখতে পাই কিন্তু তাকে ভালবাসে এমন কাউকে খুঁজে পাই না। সেই তুলনায় রাসূল সা. এর ঘর দেখাতে পারবেন কেউ আমাকে? নাকি হযরত আবু বকরের? তাদের তৈরি করা প্রাসাদ কই? কিংবা সুরম্য মসজিদ।

তারা তো কিছু রেখে যান নাই। কিন্তু তার পরেও তারা কত জীবন্ত। তাদের নামে গালি দিলে কোটি মানুষ সৈনিকের ন্যায় দাঁড়িয়ে যায়। জীবন দিয়ে লড়াই করে। সকাল সন্ধ্যায় তাদের কথা আলোচনা হয়।

অছচ আমরা অনুসরণ করলাম ফেরাউনকে। সেজন্য আমরা মসজিদে আমরা ধনীদের সম্মান করি। তাদের বিরুদ্ধে হক কথা বলতে ভয় পাই। যেহেতু তাদের অনেকেই দুর্নীতি ও সুদের সাথে জড়িত, এসকল বয়ান করি না। তারা পরিষ্কার থাকতে পছন্দ করেন তাই মসজিদের দরজা তালা মেরে রাখি। আদর করে তাদের কাছে ডেকে বসাই। অন্যদিনে মুত্তাকী গরিবকে পাত্তা দেই না। তাদেরকে মসজিদ কমিটিতে স্থান দেই না।

চিন্তা করে দেখেন তো, আমরা আসলে আল্লাহর দেখানো মডেল নাকি ফেরাউনের মডেল অনুসরণ করছি?

মুখে আমরা বলি বিপ্লব ঘটিয়ে ফেলবো কিন্তু এক ঘণ্টা বিদ্যুৎ না থাকলে গালিগালাজ শুরু করি, মসজিদে এসি খুঁজি, উন্নত জীবনের জন্য মৃত্যুকে পরোয়া না করে ইউরোপে যাই। আবার জবানে বলি ইসলামের জন্য বিপ্লব করে ফেলবো। বিপ্লব এতোই সোজা। যেই অন্তর দুনিয়ার মোহ এবং বিলাসিতার কাছে বিক্রি হয়ে গেছে সেই অন্তর দিয়ে কি ইসলামের আবাদ হবে? মসজিদ তো হওয়ার কথা ছিল এমন জায়গা যেখানে মুমিনের অন্তরের আবাদ হবে।
কিন্তু এখন মসজিদ হয়ে গেছে বিলাসিতার শিক্ষা দেওয়ার কেন্দ্র। ধ্বংস আমাদের হবে না তো কি অন্য কোন জাতির হবে?
Mohaimin Patwary

Congratulations 🎉
18/03/2024

Congratulations 🎉

This is my own design. I made it using
13/02/2024

This is my own design. I made it using

Address

01588938604
Mongla
9350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rony Dhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rony Dhali:

Share