মনের কথা S

মনের কথা S Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মনের কথা S, Digital creator, Mongla.

কিছু কিছু সম্পর্ক কেবল নামেমাত্র। যেখানে কোনো প্রকার ভালোবাসা, গুরুত্ব কিংবা পরস্পরকে পাওয়ার আকুলতা ছাড়াই মানুষ সম্পর্কে...
28/05/2025

কিছু কিছু সম্পর্ক কেবল নামেমাত্র। যেখানে কোনো প্রকার ভালোবাসা, গুরুত্ব কিংবা পরস্পরকে পাওয়ার আকুলতা ছাড়াই মানুষ সম্পর্কের দায় টেনে যায়!

এমন সম্পর্কে যেকোনো একপক্ষ সুখী হতে পারলেও অপরপক্ষ নীরবে যন্ত্রণা সহ্য করতে বাধ্য হয়। একজন গভীর হতে হতে হতাশায় হাবুডুবু খায়, অন্যজন সম্পর্কটাকে উপভোগ করতে থাকে।

যে সম্পর্কে পরস্পরের জন্য আকুলতা নেই, কোনো গুরুত্ব নেই, কাছে পাওয়ার আকাঙ্খা নেই, সে সম্পর্ক থেকেও না থাকার মতো। এমন সম্পর্ক কখনোই একটা মানুষকে ভালো রাখতে পারে না!

যে সম্পর্কে যেকোনো একপক্ষ উদাসীন, সম্পর্ক কিংবা সম্পর্কের মানুষটার প্রতি যত্নবান নয়, সে সম্পর্ক নিয়ে বরাবরই মানুষ হতাশ হয়! একপক্ষ দিব্যি ভালো থাকলেও, স্বাভাবিক থাকলেও অপরপক্ষ পৃথিবীর জাগতিক সব আনন্দ থেকে ছিটকে পড়ে!

যে সম্পর্ক কেবলই নামেমাত্র, কোনো গুরুত্ব কিংবা ভালোবাসার টান নেই, সে সম্পর্কে একপক্ষ উপভোগ করলেও অপরপক্ষ শুধুমাত্র মানুষটাকে হারানোর ভয়ে সবকিছু মেনে নেয়–মেনে নিতে বাধ্য হয়!

My First Gift 26-04-2025
01/05/2025

My First Gift 26-04-2025

ভালোবাসলে বে'হায়া হতেই হয়, একটা ‘হুম’ এর বিপরীতে দিতে হয় পছন্দের বেশ কিছু শব্দ দিয়ে সাজিয়ে দশখানা কিংবা তারও বেশি মেসেজ।...
01/05/2025

ভালোবাসলে বে'হায়া হতেই হয়, একটা ‘হুম’ এর বিপরীতে দিতে হয় পছন্দের বেশ কিছু শব্দ দিয়ে সাজিয়ে দশখানা কিংবা তারও বেশি মেসেজ। অভিমানে কল কেটে দিলে ঠান্ডা মাথায় দিতে হয় একটার পর একটা ফোন কল। হাল ছেড়ে দিলে চলে না একদমই।

ভালোবাসলে হ্যাংলা হতে হয়। মাথা নিচু করে শুনে যেতে হয় পা থেকে মাথা অব্দি সব অভিযোগ। ভালোবাসি না বলে দিয়ে চলে যেতে চাইলে মুঠোর মধ্যে ওই হাত দু'টো শক্ত করে ধরতে হয়। তারপর আস্তে করে বুকের মাঝে। ক্যাবলা চোখে তাকিয়ে থাকতে হয় চোখের নিচের কাজলের দিকে। নিখুঁতভাবে খেয়াল করতে ঠোঁটের পাশের সদ্য পড়া ব্রোণের দাগটাও।

ভালোবাসলে বর্ষার গর্জে ওঠা নদী নয়, শীতের শান্ত নদী হয়ে যেতে হয়। হুটহাট গরম হয়ে যাওয়া প্লাস্টিকের মাথাকেও সামাল দিতে হয় সবটা ঠান্ডা মেজাজে। চোখের আ'গ্নেয়গিরি মুহুর্তেই কমিয়ে আনার কৌশলটা রপ্ত করতেই হয়। নয়তো প্রিয়জনকে পাশে রাখা মুশকিল হয়ে যায়।

ভালোবাসলে উষ্কখুষ্ক হতেই হয়। তবে হ্যাঁ, ভুলো মনের তকমাটা লুকাতে আনতে হয় একটা ছোট্ট লাল গোলাপ কিংবা সাদা চন্দ্রমল্লিকা। যত্ন মাখা হাত নিয়ে কানে গুঁজে দিতে হয়। নাকটা আলতো করে টেনে দিয়ে বো'কাসোকা হাসি হেসে বলতে জানতে হয়, ‘সরি।’

ভালোবাসলে ইগোর কাছে মাথা নতো করতে হয়। হাঁটু গেড়ে বসে বলতে হয়, “তোমাকে ছাড়া আমার চলবে না মোটেই। তুমি থেকে যেও প্লিজ আমার বাহুর পাশে, বুকের মাঝে।”

ভালোবাসলে যে ভালো রাখতেই হয় নিজের সবটা দিয়ে। পাশে থেকে যেতে হয় হাতটা শক্ত করে ধরে সমস্ত ঝড়ে।

(S)

সব থেকে কাছের মানুষ গুলো একটা সময় পর আমাদের ব্লকলিস্টে থাকে। আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আসলেই আমাদের বিরক্ত ক...
30/04/2025

সব থেকে কাছের মানুষ গুলো একটা সময় পর আমাদের ব্লকলিস্টে থাকে। আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আসলেই আমাদের বিরক্ত করে না, যাদের মন ভীষণ ভাবে সহজ-সরল তারপরেও তারা জায়গা পায় ব্লকলিস্টে। কেন জানো?? কারণ একটা সময় পর সেই সমস্ত মানুষদের প্রতি আমাদের আর মন থাকে না, যেনো অভ্যেস গুলোতে ভাটা পরে। সামান্য প্রয়োজনেই যাদের সাথে জুড়ে থাকতাম সেটা ভালোবাসা হোক কিংবা অন্য কোনো কারনে প্রয়োজন ফুরিয়ে গেলে অনায়াসে তাদের থেকে দূরত্ব চায় আমরা। তার থেকে বাঁচার জন্য তাকে ব্লকলিস্টে পাঠিয়ে দেই। রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার নিজেকে প্রশ্ন করে দেখো একটাই উত্তর আসবে,এটা ভীষণ বোকামি মন থেকে দূরে রাখলে কি আর ব্লকলিস্টের দরকার হয়?
(A.S.)

কতটা ভালোবাসি জানি'না.....তবে আমি ঘুমিয়ে থাকলেও,তুমি আমার ম'স্তি'ষ্কে জে'গে থাকো, এটা জানি.....! (A.S.)
30/04/2025

কতটা ভালোবাসি জানি'না.....
তবে আমি ঘুমিয়ে থাকলেও,
তুমি আমার ম'স্তি'ষ্কে জে'গে থাকো, এটা জানি.....! (A.S.)

একটানা কয়েকশো কোটিঘন্টা তোমারে জড়িয়ে ধরে থাকতে পারলে হয়তো মনের সকল বিষাদ দূর হতো।
23/04/2025

একটানা কয়েকশো কোটিঘন্টা তোমারে জড়িয়ে ধরে থাকতে পারলে হয়তো মনের সকল বিষাদ দূর হতো।

বাবাকে বুঝতে একটা জীবন লেগে যায়!৪ বছর বয়সে: আমার বাবা সেরা!৬ বছর বয়সে: বাবা সবাইকে চেনে।১০ বছর বয়সে: বাবা ভালো, কিন্তু এ...
28/02/2025

বাবাকে বুঝতে একটা জীবন লেগে যায়!

৪ বছর বয়সে: আমার বাবা সেরা!
৬ বছর বয়সে: বাবা সবাইকে চেনে।
১০ বছর বয়সে: বাবা ভালো, কিন্তু একটু কঠোর।
১২ বছর বয়সে: বাবা ছোটবেলায় অনেক ভালো ছিলেন।
১৪ বছর বয়সে: বাবা কেমন জানি বদলে যাচ্ছেন।
১৬ বছর বয়সে বাবা কিছুই বোঝে না।
১৮ বছর বয়সে: বাবা দিন দিন আরও কঠোর হচ্ছেন।
২০ বছর বয়সে: বাবার ব্যবহার সহ্য করা কঠিন! মা কিভাবে সহ্য করতেন?
২৫ বছর বয়সে: বাবা সবকিছুতেই মতের বিবোধ করেন।
৩০ বছর বয়সে: বাবার সাথে একমত হওয়া খুব কঠিন। দাদাও কি বাবাকে এভাবেই দেখতেন?
৩৫ বছর বয়সে: বাবা আমাকে নিয়মের মধ্যে বড় করেছেন, আমাকেও আমার সন্তানদের তাই শেখাতে হবে।
৪০ বছর বয়সে; বাবা এত কষ্ট করে আমাদের বড় করেছেন,

আমি বুঝতে পারছি!

৪৫ বছর বয়সে: আমার সন্তানদের সামলানো কঠিন, বাবা কত কষ্ট করেছেন আমাদের ঠিক পথে রাখতে!

৫০ বছর বয়সে: বাবা সবকিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতেন, তিনি ছিলেন দয়ালু ও বিশেষ একজন মানুষ। সত্যিই, আমার বাবা সেরা। এই পুরো চক্রটি শেষ হতে ৫০ বছর লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা আবার প্রথম জায়গায় ফিরে যাই- 'আমার বাবা সেরা! "যাদের বাবা বেঁচে আছেন, তাদের সম্মান করুন, ভালোবাসুন। আর যাদের বাবা নেই, আল্লাহর কাছে দু'আ করুন যেন তিনি তাদের ক্ষমা করেন ও শান্তি দেন।আমরা চাই, আমাদের সন্তানরা যেন আমাদের আরও ভালোবাসে ও সম্মান করে, যেমনটা আমরা আমাদের বাবাকে করেছি বা করতে পারিনি।

- বই: মা-বাবার সঙ্গে সদাচারের গল্প।

30/07/2023

Salman TV 1

Address

Mongla

Telephone

+8801902324432

Website

Alerts

Be the first to know and let us send you an email when মনের কথা S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মনের কথা S:

Share