
28/05/2025
কিছু কিছু সম্পর্ক কেবল নামেমাত্র। যেখানে কোনো প্রকার ভালোবাসা, গুরুত্ব কিংবা পরস্পরকে পাওয়ার আকুলতা ছাড়াই মানুষ সম্পর্কের দায় টেনে যায়!
এমন সম্পর্কে যেকোনো একপক্ষ সুখী হতে পারলেও অপরপক্ষ নীরবে যন্ত্রণা সহ্য করতে বাধ্য হয়। একজন গভীর হতে হতে হতাশায় হাবুডুবু খায়, অন্যজন সম্পর্কটাকে উপভোগ করতে থাকে।
যে সম্পর্কে পরস্পরের জন্য আকুলতা নেই, কোনো গুরুত্ব নেই, কাছে পাওয়ার আকাঙ্খা নেই, সে সম্পর্ক থেকেও না থাকার মতো। এমন সম্পর্ক কখনোই একটা মানুষকে ভালো রাখতে পারে না!
যে সম্পর্কে যেকোনো একপক্ষ উদাসীন, সম্পর্ক কিংবা সম্পর্কের মানুষটার প্রতি যত্নবান নয়, সে সম্পর্ক নিয়ে বরাবরই মানুষ হতাশ হয়! একপক্ষ দিব্যি ভালো থাকলেও, স্বাভাবিক থাকলেও অপরপক্ষ পৃথিবীর জাগতিক সব আনন্দ থেকে ছিটকে পড়ে!
যে সম্পর্ক কেবলই নামেমাত্র, কোনো গুরুত্ব কিংবা ভালোবাসার টান নেই, সে সম্পর্কে একপক্ষ উপভোগ করলেও অপরপক্ষ শুধুমাত্র মানুষটাকে হারানোর ভয়ে সবকিছু মেনে নেয়–মেনে নিতে বাধ্য হয়!