Solayman Gazi

Solayman Gazi নিজের খুশি মতো যা ভালো লাগে সেটাই করি। আমি নিজের ফোন ব্যবহার করে যা ভালো লাগে তাই বানাই।

পুরনো সেই দিনের কথা
29/10/2024

পুরনো সেই দিনের কথা

29/10/2024

সকালে ঘুম থেকে উঠেই শুনি বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, ইজ্জত সম্মান যা ছিলো সব ধুলোয় মিশে গেছে, আর কিছু বাকি নেই; যা আছে তা ওই খাপরা ছাড়া আর কিছুই না!

আফসোস হলো, এমন এক পতনের সরাসরি সাক্ষী হতে পারলাম না!

বিজ্ঞ মহল থেকে এবার বাংলাদেশের ক্রিকেট বিষয়ে একটা কঠোর সিদ্ধান্ত আসা উচিত বলে তারা মনে করেন, এইভাবে মান-সম্মান যারা প্রতিনিয়ত ধূলিস্যাৎ করে দিচ্ছে তাদেরকে আর সহজে ছেড়ে দেয়া উচিত না, এবার একটা কিছু করতেই হবে!

মনে পড়লো বিশ্বকাপের শুরুতে সৌদি আরবের সাথে আর্জেন্টিনার হেরে যাওয়ার কথা, বাঙালি হিসাবে আমরা অতি ভাগ্যবান যে, আমাদের সামনে তুলনা করার মতো কিছু না কিছু সব সময়ই থাকে। যদি এই সুযোগ না থাকতো তাহলে দম আটকে মরে যাওয়া ছাড়া উপায় ছিলো না। এইরকম একের পর এক লজ্জা শরমের মাথা খেয়ে মানুষ খেলা দেখার নামে তামাশা দেখতে বসতো না।

অজুহাত বা তুলনা করার ক্ষেত্রেও আমরা কম যাই না, এই যেমন ধরেন আর্জেন্টিনা সৌদি আরবের মতো টিমের সাথে হেরে যাওয়ার পরও বিশ্বকাপ জিতে ঘরে ফিরেছে, এখন আমরা তো স্বপ্ন দেখতেই পারি বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতেই ঘরে ফিরবে।

কারণ আব্দুল্লাহ আবু সাঈদ স্যার তো বলেই দিয়েছে - মানুষ তার স্বপ্নের সমান বড়!

তাই মানুষ তার আহাম্মকির সমান বড় হবে না সেটাই বা কেমন দেখায়, তাই আমি নিজেকে আহাম্মকির সমান বড় মনে করি, অন্তত বাংলাদেশের খেলার ক্ষেত্রে।

এস্তেভাও উইলিয়ান। যার নিকনেম আবার নাকি মেসিনহো! মেসির স্টাইলের সাথে সিমিলারিটি আছে বলেই এই নামকরণ!১১ বছর বয়সে নাইকি ব্রা...
13/05/2024

এস্তেভাও উইলিয়ান। যার নিকনেম আবার নাকি মেসিনহো! মেসির স্টাইলের সাথে সিমিলারিটি আছে বলেই এই নামকরণ!

১১ বছর বয়সে নাইকি ব্রান্ডের সাথে স্পন্সরশীপ চুক্তিও করে ফেলেছে!

ভালো কথা, তবে খুবই অবাক করার বিষয় হচ্ছে- ম্যান সিটি, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল ও সেলসি এই ছেলেকে নেয়ার প্রতিযোগিতায় আছে। তবে সেলসি সবার চেয়ে এগিয়ে। এন্ড্রিকের পর পালমেইরাসের নতুন ওয়ান্ডার বয় বলা হচ্ছে এস্তেভাও উইলিয়ান ওরপে মেসিনহোকে!

তবে এই পোলার প্রিয় ক্লাব বার্সেলোনা, ভবিষ্যতে সে বার্সেলোনার হয়ে শিরোপা জিততে চায়। মেসি, নেইমার এবং সুয়ারেজের সমন্বয়ে বার্সেলোনার টিমের খেলা দেখেই সে স্বপ্ন দেখতে শুরু করেছে।

তবে সেলসি যেভাবে বাগড়া দিয়েছে, নিউজ সূত্র অনুসারে, তাতে অন্য কেউ তাকে নিতে পারবে বলে মনে হয় না।

কিন্তু মুসিবত হচ্ছে, এই পোলা যদি বার্সেলোনায় চলে যায়, এবং ইমপ্যাক্ট প্লেয়ার হয়ে ওঠে, তাহলে আমরা যারা ব্রাজিল সাপোর্টাররা রিয়ালের সাপোর্ট করি, তারা যে কোন দিকে যাবে সেটাই বাছাই করা মুশকিল হয়ে যাবে!

দেখা গেল রিয়াল-বার্সা খেলা পড়েছে, হাড্ডাহাড্ডি লড়াই, দুই দলে ব্রাজিলের প্লেয়ার- খুবই উত্তেজনা আর মুসিবতের ম্যাচ হবে সেইগুলা!

তবে দেখা যাক, এই পোলা কোথায় যায়- যেখানেই যাক, ব্রাজিলিয়ান হয়ে উঠুক!


আজকে এই জায়গায় গেছিলাম, কোনো কোলাহল নেই, সুনশান নীরবতা, দুই একটা বাড়ি আছে, সেখানেও তেমন কোনো কোলাহল নেই।কিছুক্ষণ দাঁড়িয়ে...
03/02/2024

আজকে এই জায়গায় গেছিলাম, কোনো কোলাহল নেই, সুনশান নীরবতা, দুই একটা বাড়ি আছে, সেখানেও তেমন কোনো কোলাহল নেই।
কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম, বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছিল এখানে বসে কিছুক্ষণ সময় কাটাই। কিন্তু চলে আসতে হয়েছিল।

প্রতিটি মানুষ এইরকম নীরবতা খোঁজে, অনেক সময় এমন হয়—শরীর মন নীরবতা চাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমাদের নীরব প্রকৃতির মাঝে গিয়ে কিছুক্ষণ সময় কাটানো উচিত!
হঠাৎ যদি এরকম একটা জায়গায় এসে পড়ি, তাহলে মনে হয়- আরেহ, আমি তো এখানেই ভালো বোধ করছি, এখানে থেকে যেতেই তো আমার ইচ্ছে করছে!

এটাই নীরবতার শক্তি, এই শক্তি জীবনের এক অন্যরকম অর্থ তৈরি করে দেয়।

Sky
24/01/2024

Sky

‘কোথাও দেখিনি, আহা, এমন বিজন ঘাস প্রান্তরের পারে/নরম বিমর্ষ চোখে চেয়ে আছে- নীল বুকে আছে তাহাদের/গঙ্গা ফড়িঙের নীড়, কাঁচপো...
26/11/2023

‘কোথাও দেখিনি, আহা, এমন বিজন ঘাস প্রান্তরের পারে/নরম বিমর্ষ চোখে চেয়ে আছে- নীল বুকে আছে তাহাদের/গঙ্গা ফড়িঙের নীড়, কাঁচপোকা, প্রজাপতি, শ্যামাপোকা ঢের,/হিজলের ক্লান্ত পাতা,- বটের অজস্র ফল ঝরে বারে-বারে...’ (কোথাও দেখিনি আহা)

— জীবনানন্দ দাশ

চলো ঘুরে আসি...
14/10/2023

চলো ঘুরে আসি...

04/08/2023
30/07/2023
Temple
28/07/2023

Temple

Address

Mongla

Telephone

+8801771594457

Website

Alerts

Be the first to know and let us send you an email when Solayman Gazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share