সত্যের জয় একদিন হবে।

সত্যের জয় একদিন হবে। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সত্যের জয় একদিন হবে।, Video Creator, Mongla.
(162)

16/07/2025

দোকান পাট আর আশেপাশের বাসা বাড়ি থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

সন্ধ্যার আগেই অভিযান শুরু হবে।

এদিকে সারা ঢাকা সহ সারা দেশে শুরু হয়েছে বাংলা ব্লকেড।

লীগের অলরেডি ১ টা মতান্তরে ৪ টা উইকেট পড়ে গেছে।

দ্য গেম ইজ অন, ইনশাআল্লাহ!!

16/07/2025

hasnat be like-
বুকের ভিতর অনেক ঝড়
বুক পেতেছি গুলি কর!
Ouh captain, our captain Hasnat ❤️

ওরা জানতো—পিছনে যাওয়ার রাস্তা নেই।তবুও সামনে গেলো।কারণ কেউ না কেউ তো যেতেই হতো।আসিফ মাহমুদ নিখোঁজ।বাবা চোখ ভেজান সংবাদ স...
05/07/2025

ওরা জানতো—পিছনে যাওয়ার রাস্তা নেই।
তবুও সামনে গেলো।
কারণ কেউ না কেউ তো যেতেই হতো।

আসিফ মাহমুদ নিখোঁজ।
বাবা চোখ ভেজান সংবাদ সম্মেলনে,
পাশে দাঁড়িয়ে কাঁদছে হাসনাত,
চিন্তায় স্তব্ধ নাহিদ,
নীরবে শক্ত হয়ে থাকা সারজিস।

সেদিন হয়তো ওরা কেউ জানতো না—
ফিরতে পারবে কি না।
কিন্তু বুকের ভেতরে একটা বিশ্বাস ছিল,
“ভুল হলেও মানুষের হয়ে দাঁড়ানো ভুল না।”

ওরা যদি সফল হতো—
সাফল্যটা হতো সবার।
কিন্তু ব্যর্থ হলে?
ওদের নামেই ঝুলতো খবরের শিরোনামে দড়ির কথা।
তবুও, ওরা থামে নি।
কারণ ওদের সামনে দাঁড়িয়ে ছিল একটা স্বপ্নে ঢাকা দেশ।

আজ অনেক কিছু বদলে গেছে।
ওরাও বদলেছে, হয়তো আরও বদলাবে।
ভুল করবে, ভুল বলবে।
কিন্তু ওরা ভুল করে চলার সুযোগ পেয়েছে কারণ,
একদিন ওরা মৃত্যুর ভয়কে ভুলে গিয়েছিল।

আপনি ট্রল করতে পারেন,
হাসতে পারেন, কাঁধ ঝাঁকাতে পারেন—
কিন্তু আপনি যেই স্বাধীনতা নিয়ে তা করেন,
তার ভিতটা বানানো হয়েছিল ওদের ভয়হীনতায়।

আমি,
বাংলাদেশের একজন সাধারণ নাগরিক,
আজও কৃতজ্ঞ—
ওদের সেই অসম্ভব সাহসী সময়ের জন্য।

আমরা ভুলে গেলেও ইতিহাস ভোলে না❤️‍🩹

জুলাইয়ের মাস্টারমাইন্ড যেই হোক, এনসিপির এই ছেলেগুলো ছিলো সত্যিকারের যোদ্ধা।বু'লেটের মুখে দাঁড়িয়ে সাহস দেখিয়েছে এরাই।এদের...
04/07/2025

জুলাইয়ের মাস্টারমাইন্ড যেই হোক, এনসিপির এই ছেলেগুলো ছিলো সত্যিকারের যোদ্ধা।
বু'লেটের মুখে দাঁড়িয়ে সাহস দেখিয়েছে এরাই।
এদের সফলতায় হিংসা করার মতো হীন মানসিকতা থেকে আল্লাহ যেন সবাইকে রক্ষা করেন।
যতদিন তারা সৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাবে, আল্লাহ তাদের পথ সহজ করে দিন।

ডিবি কার্যালয়ে সেদিন এই ছেলেগুলা অস্ত্রের মুখে আপোষ করলে আজ গর্তের কেচুগুলো মাথা বের করতে পারতো না। শতকোটি টাকার অফার ত...
02/07/2025

ডিবি কার্যালয়ে সেদিন এই ছেলেগুলা অস্ত্রের মুখে আপোষ করলে আজ গর্তের কেচুগুলো মাথা বের করতে পারতো না।
শতকোটি টাকার অফার ত্যাগ করে এই জাতিকে গোলামি ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে নিজেদের জীবনের মায়া ত্যাগ করে এক দফার ঘোষণা দিয়েছিলো।এখন এগুলা ভুলে গেছে সব পা চাটার চাটুকারিতার রাজনীতি লেতারা।

আসিফ-হাসনাতেরা জুলাইতে যা করেছে ওদের সাথে শুধু পিস্ত’ল না, কা’মান রাখা উচিত। মাত্র কদিন আগে হাসনাতের উপর হা’মলা হয়েছে !...
01/07/2025

আসিফ-হাসনাতেরা জুলাইতে যা করেছে ওদের সাথে শুধু পিস্ত’ল না, কা’মান রাখা উচিত। মাত্র কদিন আগে হাসনাতের উপর হা’মলা হয়েছে ! সেটা মাথায় রেখে কথা বলা উচিৎ । এরা মারা গেলে যাদের সুবিধা হবে তারাই আসিফদের অ’স্ত্র রাখার বিরোধিতা করে। একটা ছোট ভুলের জন্যে এতো সমালোচনার কিছু নাই। প্রতিটি দেশ প্রেমিক নেতার নিরাপত্তায় সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা রাখা হোক। শত্রুরা এখনও চারপাশেই আছে। ধন্যবাদ 🙏

01/07/2025

আহ জুলাই! সে কি র*ক্তস্রোত,লা*শের মিছিল! স্বজন ও আন্দোলনের সাথীদের বুক ফাঁটা আর্তনাদ 💔। যারা একবার আওয়ামী লীগ করার কথা ভাবেন তারা একবার এই ভিডিওটা দেখবেন একটা ছেলে মৃত্যুর মুখে পাঞ্জা লড়তেছে আর তার পরিবারকে কিভাবে বুঝাচ্ছে হাসিমুখে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মাকে বলছে মা আমি ঠিক আছি। যারা এখন ক্ষমতায় আছেন এই চিত্রগুলো ভুলে যাইয়েন না আশা করি এদের পাশে থাকবেন আমি জানিনা এই ছেলেটা বেঁচে আছে কিনা। যদি মারা যায় তাহলে কি জবাব দিবেন তার মায়ের কাছে।

30/06/2025

আহ জুলাই! সে কি র*ক্তস্রোত,লা*শের মিছিল! স্বজন ও আন্দোলনের সাথীদের বুক ফাঁটা আর্তনাদ 💔। যারা একবার আওয়ামী লীগ করার কথা ভাবেন তারা একবার এই ভিডিওটা দেখবেন একটা ছেলে মৃত্যুর মুখে পাঞ্জা লড়তেছে আর তার পরিবারকে কিভাবে বুঝাচ্ছে মা আমি ঠিক আছি। যারা এখন ক্ষমতায় আছেন এই চিত্রগুলো ভুলে যাইয়েন না আশা করি এদের পাশে থাকবেন আমি জানিনা এই ছেলেটা বেঁচে আছে কিনা। যদি মারা যায় তাহলে কি জবাব দিবেন তার মায়ের কাছে।

23/05/2025

Address

Mongla

Telephone

+8801990443878

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্যের জয় একদিন হবে। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সত্যের জয় একদিন হবে।:

Share

Category