05/07/2025
ওরা জানতো—পিছনে যাওয়ার রাস্তা নেই।
তবুও সামনে গেলো।
কারণ কেউ না কেউ তো যেতেই হতো।
আসিফ মাহমুদ নিখোঁজ।
বাবা চোখ ভেজান সংবাদ সম্মেলনে,
পাশে দাঁড়িয়ে কাঁদছে হাসনাত,
চিন্তায় স্তব্ধ নাহিদ,
নীরবে শক্ত হয়ে থাকা সারজিস।
সেদিন হয়তো ওরা কেউ জানতো না—
ফিরতে পারবে কি না।
কিন্তু বুকের ভেতরে একটা বিশ্বাস ছিল,
“ভুল হলেও মানুষের হয়ে দাঁড়ানো ভুল না।”
ওরা যদি সফল হতো—
সাফল্যটা হতো সবার।
কিন্তু ব্যর্থ হলে?
ওদের নামেই ঝুলতো খবরের শিরোনামে দড়ির কথা।
তবুও, ওরা থামে নি।
কারণ ওদের সামনে দাঁড়িয়ে ছিল একটা স্বপ্নে ঢাকা দেশ।
আজ অনেক কিছু বদলে গেছে।
ওরাও বদলেছে, হয়তো আরও বদলাবে।
ভুল করবে, ভুল বলবে।
কিন্তু ওরা ভুল করে চলার সুযোগ পেয়েছে কারণ,
একদিন ওরা মৃত্যুর ভয়কে ভুলে গিয়েছিল।
আপনি ট্রল করতে পারেন,
হাসতে পারেন, কাঁধ ঝাঁকাতে পারেন—
কিন্তু আপনি যেই স্বাধীনতা নিয়ে তা করেন,
তার ভিতটা বানানো হয়েছিল ওদের ভয়হীনতায়।
আমি,
বাংলাদেশের একজন সাধারণ নাগরিক,
আজও কৃতজ্ঞ—
ওদের সেই অসম্ভব সাহসী সময়ের জন্য।
আমরা ভুলে গেলেও ইতিহাস ভোলে না❤️🩹