MIR JUWEL

MIR JUWEL -----people can't help you-----
(Seek help only from Allah)
(if you are believer)
(6)

old doha port area Qatar
29/06/2025

old doha port area Qatar

প্রকৃতির কপি করে যন্ত্রের তৈরি  তবে প্রকৃতি যন্ত্রের চেয়ে চেয়ে পিছিয়ে থাকে না!
24/06/2025

প্রকৃতির কপি করে যন্ত্রের তৈরি তবে প্রকৃতি যন্ত্রের চেয়ে চেয়ে পিছিয়ে থাকে না!

🔴 ব্রেকিং: ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছেন এবং আজ একটু...
24/06/2025

🔴 ব্রেকিং: ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছেন এবং আজ একটু পরে একটি বিবৃতি দেবেন, প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।

😂😂😂
23/06/2025

😂😂😂

কাতারে অবস্থানরত বাঙ্গালীদের কাছে অনুরোধ,  কোন বাঙালি জানো আজকের ইরানি মিসাইল হামলা নিয়ে  উল্টাপাল্টা কোন কিছু না ছড়ায়...
23/06/2025

কাতারে অবস্থানরত বাঙ্গালীদের কাছে অনুরোধ, কোন বাঙালি জানো আজকের ইরানি মিসাইল হামলা নিয়ে উল্টাপাল্টা কোন কিছু না ছড়ায় এটা কাতারের আইনের পরিপন্থী।

🟥 ২০২৫ কি হবে আরেকটা ১৯৪১? মিলছে ক্যালেন্ডার, মিলছে ইতিহাস!প্রথমে একটা চমকপ্রদ তথ্য জানি —🗓️ ১৯৪১ সালের ক্যালেন্ডার আর ২...
17/06/2025

🟥 ২০২৫ কি হবে আরেকটা ১৯৪১? মিলছে ক্যালেন্ডার, মিলছে ইতিহাস!

প্রথমে একটা চমকপ্রদ তথ্য জানি —

🗓️ ১৯৪১ সালের ক্যালেন্ডার আর ২০২৫ সালের ক্যালেন্ডার একদম হুবহু এক!
দিন, তারিখ, সপ্তাহ — সবকিছুই মিলে যাচ্ছে।
👉 যেমন: ১ জানুয়ারি ১৯৪১ ছিল বুধবার। ঠিক ১ জানুয়ারি ২০২৫-ও বুধবার!

এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় —
সময় তার নিজের গতিতে ঘুরে ফিরে আসে, আর মাঝেমাঝে রেখে যায় একটা ভয়াবহ ইঙ্গিত…

---

🔙 ১৯৪১: ইতিহাসের এক ভয়ংকর অধ্যায়

১৯৪১ সাল পৃথিবীর ইতিহাসের এক কালো বছর।
🌍 দ্বিতীয় বিশ্বযুদ্ধ তুঙ্গে
🔥 হিটলার ইউরোপ দখল করে নিচ্ছিল
☠️ মিলিয়ন মানুষের প্রাণহানি
💣 হিরোশিমা-নাগাসাকি-র আগমুহূর্ত
🥀 দুর্ভিক্ষ, দারিদ্র্য, মানবাধিকার লঙ্ঘন
🔒 ইহুদি গণহত্যা, নাৎসি আগ্রাসন

সেই সময়টা ছিল এমন —
মানুষ বাঁচতে চেয়েছে, অথচ প্রতিদিন মরেছে!

---

🔜 ২০২৫: আমরা কি আবার সেই ইতিহাসের ছায়ায়?

এখন আসুন ২০২৫-এ ফিরে আসি…

✅ ক্যালেন্ডার এক
❌ কিন্তু শান্তি নেই…

⚔️ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছেই, আর তাতে জড়িয়ে পড়ছে গোটা ইউরোপ।
⚔️ গাজা ও পশ্চিম তীরে রক্তপাত থামছে না।
⚔️ আফ্রিকার বিভিন্ন দেশে অভ্যন্তরীণ সংঘর্ষে হাজারো মানুষ বাস্তুচ্যুত।
⚠️ এবং সবচেয়ে ভয়ংকর —
👉 ২০২৫ সালে সরাসরি সংঘর্ষে জড়িয়েছে ইরান ও ইসরায়েল!
মধ্যপ্রাচ্য যেন আগ্নেয়গিরির মতো, যেকোনো মুহূর্তে বিস্ফোরণ!

এর বাইরেও আছে:

📉 বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি
⛽ জ্বালানি সংকট
🥦 খাদ্য সংকট
🌪️ জলবায়ুর ভয়াবহ রূপ — খরা, বন্যা, দাবানল
😔 মনুষ্যত্বের অবনতি, সমাজে বিভাজন

মানুষ কাজ পাচ্ছে না, ঘর হারাচ্ছে, অনেকের সামনে শুধুই অন্ধকার!

---

🧠 এটা কি শুধুই কাকতাল, না কি সতর্কবার্তা?

অনেকে বলেন:

> “ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করে না (আমার মনে হয় পুনরাবৃত্ত করে ভিন্ন উপায়) — তবে ইতিহাস সবসময় বার্তা দেয়।”

তাহলে প্রশ্ন হলো: 📌 ১৯৪১ আর ২০২৫-এর ক্যালেন্ডার যদি একই হয়,
📌 আর পরিস্থিতিও যদি ভয়াবহভাবে মিলে যায় —
তাহলে এটা কি নিছক মিল, না কি ভবিষ্যতের জন্য এক গভীর সংকেত?

---

🙏 আমাদের করণীয় কী?

আমরা যদি এখনো না জাগি,
👉 যদি এখনো শিক্ষা না নিই অতীত থেকে,
👉 যদি এখনো একে অপরকে শত্রু ভাবি —
তাহলে হয়তো ২০২৫ হয়ে উঠবে এক নতুন ১৯৪১…
আর এইবার পরিণতি আরও ভয়াবহ হতে পারে।

কিন্তু আমরা চাইলে পারি ইতিহাস বদলাতে।

✌️ ভালোবাসা দিয়ে ঘৃণাকে থামাতে

🌱 মানবতা দিয়ে যুদ্ধকে প্রতিরোধ করতে

🤝 এক হয়ে সংকট মোকাবিলা করতে

---

📢 আপনার চোখে ২০২৫ কী? নতুন সুযোগ? নাকি পুরনো বিপদ?

কমেন্টে লিখো —
আপনি কি এই মিল দেখে চিন্তিত?
ইতিহাস কি আমাদের সতর্ক করছে?

🕊️ চলো, জেগে উঠি… আগুন নয়, আলো ছড়াই!

📌 শেষ কথাঃ

২০২৫ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়।
এটা হয়তো শুধু ক্যালেন্ডারের মিল নয়,
👉 বরং এক গভীর বার্তা:

> ❝ জেগে উঠো, ফিরে এসো তোমার রবের দিকে,
নয়তো ইতিহাসের সবচেয়ে ভয়ংকর অধ্যায় আবার ফিরে আসবে... ❞





finally started 💪💪  dr younus নাকি পারবে না কিছু।
14/06/2025

finally started 💪💪 dr younus নাকি পারবে না কিছু।

🛑 "মিডিলিস্ট মানেই লেবার?ইউরোপ আমেরিকা মানেই অফিসার বড় কিছু?  এই মানসিকতা বদলান!" 🇧🇩🌍বাংলাদেশে একটা জিনিস খুব চোখে পড়ে—...
13/06/2025

🛑 "মিডিলিস্ট মানেই লেবার?ইউরোপ আমেরিকা মানেই অফিসার বড় কিছু? এই মানসিকতা বদলান!" 🇧🇩🌍

বাংলাদেশে একটা জিনিস খুব চোখে পড়ে—যদি কেউ বলে সে ইউরোপ বা আমেরিকায় আছে, তাহলে সবাই তাকে সম্মান আর গুরুত্ব দেয়। অথচ যদি বলি কেউ মিডিলিস্ট আছে, অনেকেই তাকে একটু নিচু চোখে দেখে। 😕

কেন? মিডিলিস্টে মানেই কি শুধু লেবার?
বাস্তবতা একদমই ভিন্ন!

🧠 মিডিলিস্ট এখন হাজার হাজার বাংলাদেশি ভালো কোম্পানিতে, ভালো পজিশনে, ভালো স্যালারিতে চাকরি করছে।
🚗 তাদের বাসা, গাড়ি, চিকিৎসা সব কোম্পানি থেকে!
👨‍👩‍👧‍👦 পরিবার নিয়ে থাকছে, শান্তিতে, নিরাপদে, সম্মানের সাথে তারা ইউরোপ আমেরিকার থেকে অনেক ভালো লাইফ লিড করছেন।

অন্যদিকে ইউরোপ-আমেরিকায় থাকা অনেকেই টেম্পোরারি কাজ করেন—রেস্টুরেন্ট, ওয়্যারহাউস, ক্লিনিং সার্ভিসে আরো অনেক ধরনের ছোট চাকরিতে তারাও সম্মানিত মিডিলইস্টের এর ভালো পজিশনে জব করা লোকজনের তুলনায়,কারণ বাঙ্গালীদের মূল সমস্যা তাদের মাইন্ড সেট থাকে।

---

🔍 মিডিলিস্টে আসল সুবিধাগুলো কী?

✅ ট্যাক্স ফ্রি ইনকাম
✅ কোম্পানির বাসা, ট্রান্সপোর্ট ও মেডিকেল
✅ পরিবারের সাথে থাকা সহজ
✅ খরচ কম, সেভিংস বেশি
✅ ইসলামি সংস্কৃতি ও নিরাপদ পরিবেশ

---

📢 কিন্তু একটা বিষয় আমাদের ভাবতে হবে...

মিডিলিস্টে বাঙালিদের ইমেজ এখনো অনেক জায়গায় “লেবার নেশন” হিসেবে আছে। কারণ বেশিরভাগই আনস্কিলড শ্রমিক হিসেবে এসেছে।

🎯 অথচ আমাদের দেশে প্রচুর স্কিলফুল, মেধাবী, শিক্ষিত লোক আছে। যারা সহজেই মিডল ইস্টের কর্পোরেট, টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করতে পারে—শুধু প্রয়োজন উপযুক্ত দিকনির্দেশনা ও প্রস্তুতি।

---

🇧🇩 সরকারের প্রতি আহ্বান:
সময় এসেছে মিডিলিস্ট নিয়ে আলাদাভাবে ফোকাস করার।
✅ প্রতিটি বিদেশগামী মানুষের মধ্যে যেন অন্তত ১টা স্কিল থাকে
✅ চাহিদাভিত্তিক ট্রেনিং, ভাষা শিক্ষা, প্রফেশনাল গাইডলাইন
✅ কোয়ালিটি লোক পাঠিয়ে দেশের ভাবমূর্তি বদলানো

---

🔚 শেষ কথা:

লোকেশন দিয়ে নয়—মানুষকে বিচার করুন তার কাজ, মেধা ও জীবনযাপন দিয়ে।
মিডিলিস্ট মানেই লেবার নয় — মিডিলিস্টেও লিডার হতে পারে।
নিজেদের মানসিকতা বদলান, দেশকে বদলাতে সাহায্য করুন। ❤️🇧🇩

11/06/2025

🌟 কাতারের হৃদয়ে এক সাংস্কৃতিক স্বর্গ – Katara Cultural Village!

ইতিহাস, শিল্প আর আধুনিকতার এক অনন্য মেলবন্ধন যেখানে প্রতিটি কোণ বলছে কাতারের গল্প।
এই ভিডিওতে ঘুরে দেখুন দোহার প্রাণকেন্দ্রে অবস্থিত এই অসাধারণ স্থানটি।

#বাংলাভ্রমণ

"সমস্যা আসবে, কিন্তু হাল না ছাড়া মানুষই ইতিহাস গড়ে।"
26/05/2025

"সমস্যা আসবে, কিন্তু হাল না ছাড়া মানুষই ইতিহাস গড়ে।"

26/05/2025

"শান্তি, সৌন্দর্য আর পরিচ্ছন্নতার মিলনমেলা — ফ্লোরিস্তা, পোর্টো এরাবিয়া, কাতার। এমন জায়গা সত্যিই দুর্লভ!

#দোহা_ভ্রমণ #দোহা_সিটি #ঘুরে_দেখি #বাংলায়ভ্লগ

19/05/2025

দোহা শহরের দিনভর ড্রাইভ – দেখে নিন আধুনিকতার অনন্য ছোঁয়া!"
"Exploring the beauty of Doha City Center and beyond – a drive through modern Qatar!"

#দোহা_ভ্রমণ #দোহা_সিটি #ঘুরে_দেখি #বাংলায়ভ্লগ

Address

Mongla

Alerts

Be the first to know and let us send you an email when MIR JUWEL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MIR JUWEL:

Share