
31/03/2024
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি।
কোম্পানি নাম :-Digital Creation Plan
ট্রেড লাইসেন্স নম্বর :-222
গ্রাফিক্স ডিজাইনার :- ৫ জন ।
স্কিল :-ক্লিপিং পাথ, শ্যাডো, প্রোডাক্ট রিটাচিং/মডেল রিটাচিং, মাস্কিং, ম্যানেকুইন, কালার কারেকশন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, বুক কভার, রাস্টার টু ভেক্টর, নেক জয়েন্ট, টি-শার্ট, প্রোডাক্ট প্যাকেজিং, লোগো, ফ্লায়ার, পোস্টার, কার্ড ডিজাইন। অ্যাডোব (ফটোশপ, ইলাস্ট্রেটর এবং লাইটরুম)ইত্যাদি।
অভিজ্ঞতা ১বছর বেশি।
বেতন :- ৮ হাজার থেকে ২০ হাজার মাঝে।
অফিস সময় :- ৮ঘণ্টা (কাজের প্রেসার বেশি থাকলে ,কাজের টাইম বেশি হবে। এই ক্ষেত্রে ওভার টাইম পেমেন্ট দিয়া হবে )
কাজের ধরণ :-অফিসে এসে কাজ করতে হবে।
পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা :-SSC, HSC ,অনার্স।
NET ডেভেলপার :- ৩ জন ।
অভিজ্ঞতা ১বছর বেশি।
বেতন :- ১৫ হাজার থেকে ২৫ হাজার মাঝে।
অফিস সময় :- ৮ঘণ্টা (কাজের প্রেসার বেশি থাকলে ,কাজের টাইম বেশি হবে। এই ক্ষেত্রে ওভার টাইম পেমেন্ট দিয়া হবে )
কাজের ধরণ :-অফিসে এসে কাজ করতে হবে।
পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা :-HSC, Honors/B.Sc, Masters।
বিজনেস এনালিস্ট :- ২ জন ।
বেতন :- ১৫ হাজার থেকে ২০ হাজার মাঝে।
অফিস সময় :- ৮ঘণ্টা ।
কাজের ধরণ :-অফিসে এসে কাজ করতে হবে।
পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা :-BBA ।
ওয়ার্ডপ্রেস ডেভেলপার :- ৩ জন ।
স্কিল :-যেকোন ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট। হোস্টিং ডোমেন সেটআপ, ওয়েবসাইট স্পিড ডেভেলপমেন্ট,ইত্যাদি।
অভিজ্ঞতা ১বছর বেশি।
বেতন :- ৯ হাজার থেকে ২০ হাজার মাঝে।
অফিস সময় :- ৮ঘণ্টা (কাজের প্রেসার বেশি থাকলে ,কাজের টাইম বেশি হবে। এই ক্ষেত্রে ওভার টাইম পেমেন্ট দিয়া হবে )
কাজের ধরণ :-অফিসে এসে কাজ করতে হবে।
পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা :-SSC, HSC ,অনার্স।
ক্লায়েন্ট সাপোর্ট :- ৩ জন ।
স্কিল :- ইংলিশে ভালো ভাবে কথা বলা এবং লিখার দক্ষতা থাকতে হবে । IEITS ভালো রেজাল্ট থাকলে অগ্রধিকার পাবে।
বেতন :- ১৫ হাজার থেকে ২৪ হাজার মাঝে।
অফিস সময় :- ৮ঘণ্টা (কাজের প্রেসার বেশি থাকলে ,কাজের টাইম বেশি হবে। এই ক্ষেত্রে ওভার টাইম পেমেন্ট দিয়া হবে )
কাজের ধরণ :-অফিসে এসে কাজ করতে হবে।
শুধু মহিলা প্রাথী আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা :-SSC, HSC ,অনার্স
ফিল্ড মার্কেটিং :- ৪ জন।
বেতন :- ৮ হাজার থেকে ১২ হাজার মাঝে।
অফিস সময় :- ৮ঘণ্টা।
কাজের ধরণ :-অফিসে এবং ফিল্ডে কাজ করতে হবে।
শুধু মহিলা প্রাথী আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা :-SSC, HSC ,অনার্স
বিঃ দ্রঃ ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ সিভি সেন্ট করেন। সিভি তে অবশই কি কাজ পারেন উল্লেখ করে দিবেন ,যদি থাকে পোর্টফোলিও লিংক অ্যাড করবেন।
যোগাযোগঃ
ইমেইল: [email protected]
ফোন: +1 704 877 0259(হোয়াটসঅ্যাপ)
ঠিকানা:- 2447 84th Street, Brooklyn, NY, USA ।
ঠিকানা:- আর্ট কলেজ সামনে, ছোট বয়রা, সোনাডাঙ্গা, খুলনা।