25/06/2024
ফোন টিপতে টিপতে কলেজ যাচ্ছিলাম!
এমন সময় একটা সুন্দরী আপু এসে বললেন,
আমার ফোনে চার্জ নেই আপনার ফোনটা দেন তো-
একটু বাসায় কথা বলে দিয়ে দিচ্ছি ।
আমি হাসি মুখে ফোনখানা এগিয়ে দিলাম,
ডাটা অফ না করা-টাই আমার জন্য কাল হয়ে দাঁড়াইছে।
সুন্দরী আপুটা সবে মাত্র নাম্বারের দুইটা সংখ্যা তুলছে তখনি মেসেঞ্জারে তাসনিম মেসেজ আসছে একদম ফোনের স্ক্রিনের সামনে,
বাবু তুমি খেয়ে নিও। তুমি না খেলে আমার পেটে ভাত হজম হয় না।
সুন্দরী আপুটা মেসেজ দেখে মুচকি হেসে বললেন, প্রেমিকা খুব ভালোবাসে দেখা যাচ্ছে।
একটু পরে আরেকটা আইডি থেকে সানজিদা'র মেসেজ,
জান তুমি তাড়াতাড়ি অনলাইনে আসো আমি তোমাকে মিস করতেছি।
এবার আপুটা চোখ ত্যাড়া করে বললেন,
বাহ দুইজন প্রেমিকা।
৬টা সংখ্যা লিখা শেষ হতেই জান্নাত মেসেজ দিলো,
বাবু আমার দম বন্ধ লাগছে তাড়াতাড়ি এসে চুমু দিয়ে অক্সিজেন দাও।
এই মেসেজ দেখে মন চাইছিল জান্নাতকে ধরে পিডাই,
এত ভালোবাসা দিতে কে বলছে?
ক্যান যে ডাটা অফ করলাম না।
আপুটা এবার রাগি রাগি চেহারা বানিয়ে বললেন, প্রেমিকাদের গোডাউন খুলে বসেছেন।
নাম্বার তুলে কথা বলা শেষ করে ফোনটা হাতে ধরিয়ে বললো, আপনার ফেসবুক আইডিটা দিয়ে যান।
দেখতে হবে কিভাবে এতো মেয়ে পটাইছেন!
আপুটাকে আমার পেজ+আইডি দিয়ে চলে আসছি,
রাতে দেখি আইডিতে নক দিছে। প্রায় ১০০ টার মতো মেসেজ করার পর,
আপুটা বলতে শুরু করলেন তোমার পেজের গল্প গুলো কিন্তু অনেক ফানি ও মজার.!
আমিও যে বড্ড ভালোবেসে ফেলেছি তোমাকে।
তোমারে ছাড়া নিঃশ্বাস বন্ধ বন্ধ লাগছে..!
সব মুসিবত কেনো যে আমার উপর এসে পরে,
এর কারণ খুঁজে পাই না..!!😷
মজার মজার সব গল্প পেতে আইডিটি ফলো দিয়ে রাখুন --