Massi Fan Clabe

Massi Fan Clabe গল্পের জগৎ ❤️🥀

25/06/2024

ফোন টিপতে টিপতে কলেজ যাচ্ছিলাম!
এমন সময় একটা সুন্দরী আপু এসে বললেন,
আমার ফোনে চার্জ নেই আপনার ফোনটা দেন তো-
একটু বাসায় কথা বলে দিয়ে দিচ্ছি ।
আমি হাসি মুখে ফোনখানা এগিয়ে দিলাম,
ডাটা অফ না করা-টাই আমার জন্য কাল হয়ে দাঁড়াইছে।
সুন্দরী আপুটা সবে মাত্র নাম্বারের দুইটা সংখ্যা তুলছে তখনি মেসেঞ্জারে তাসনিম মেসেজ আসছে একদম ফোনের স্ক্রিনের সামনে,
বাবু তুমি খেয়ে নিও। তুমি না খেলে আমার পেটে ভাত হজম হয় না।

সুন্দরী আপুটা মেসেজ দেখে মুচকি হেসে বললেন, প্রেমিকা খুব ভালোবাসে দেখা যাচ্ছে।
একটু পরে আরেকটা আইডি থেকে সানজিদা'র মেসেজ,
জান তুমি তাড়াতাড়ি অনলাইনে আসো আমি তোমাকে মিস করতেছি।
এবার আপুটা চোখ ত্যাড়া করে বললেন,
বাহ দুইজন প্রেমিকা।

৬টা সংখ্যা লিখা শেষ হতেই জান্নাত মেসেজ দিলো,
বাবু আমার দম বন্ধ লাগছে তাড়াতাড়ি এসে চুমু দিয়ে অক্সিজেন দাও।
এই মেসেজ দেখে মন চাইছিল জান্নাতকে ধরে পিডাই,
এত ভালোবাসা দিতে কে বলছে?
ক্যান যে ডাটা অফ করলাম না।
আপুটা এবার রাগি রাগি চেহারা বানিয়ে বললেন, প্রেমিকাদের গোডাউন খুলে বসেছেন।

নাম্বার তুলে কথা বলা শেষ করে ফোনটা হাতে ধরিয়ে বললো, আপনার ফেসবুক আইডিটা দিয়ে যান।
দেখতে হবে কিভাবে এতো মেয়ে পটাইছেন!
আপুটাকে আমার পেজ+আইডি দিয়ে চলে আসছি,
রাতে দেখি আইডিতে নক দিছে। প্রায় ১০০ টার মতো মেসেজ করার পর,
আপুটা বলতে শুরু করলেন তোমার পেজের গল্প গুলো কিন্তু অনেক ফানি ও মজার.!
আমিও যে বড্ড ভালোবেসে ফেলেছি তোমাকে।
তোমারে ছাড়া নিঃশ্বাস বন্ধ বন্ধ লাগছে..!

সব মুসিবত কেনো যে আমার উপর এসে পরে,
এর কারণ খুঁজে পাই না..!!😷

মজার মজার সব গল্প পেতে আইডিটি ফলো দিয়ে রাখুন --

24/06/2024

😘ফেসবুকের প্রেম😘🥰

-- কি করছো জানু?
-- তোমার কথা ভাবছি!!
-- ও তাই! তা কি ভাবছো?
-- আমাদের সম্পর্ক তো ১০ মাস হয়ে
গেল, অথচ তোমাকে এখন পর্যন্ত
দেখলামই না।
তোমার একটা ছবি দিবে?? প্লিজ!!
-- না আমি খুব একটা সুন্দর না। তুমি
আমাকে দেখলে আমাকে আর
ভালোবাসবে না!!
আমাকে ভুলে যাবে!!
আমি তোমাকে হারাতে চাই না।
এই বলে মেয়েটা আর তার ছবি
দিলো
না ছেলেটাকে,
কারন মেয়েটি তেমন ভাল ছিলনা।
দেখতে সুন্দর ছিল না ""
"মেয়েটা মাঝে মাঝে ছেলেটার
প্রোফাইলে গিয়ে লুকিয়ে লুকিয়ে
ছেলেটার ছবি দেখতো।
ছেলেটা অনেক সুন্দর ছিলো।
"
মেয়েটা ভাবতো আমি হয়তো ওর
যোগ্য না, ইত্যাদি।
তবে মেয়েটা ছেলেটাকে খুব
ভালোবাসতো___
"
কিন্তু একদিন ছেলেটি জোর করে
মেয়েটির ছবি নিল।
"
মেয়ের ছবিটা দেখার পর ছেলেটা
আর রিপ্লাই দিল না।
"
কিছুক্ষন পর আইডি নীল থেকে কালো
হয়ে গেলো।"
মেয়েটার,,,
চোখ
থেকে
অঝর অশ্রু
ঝরতে
থাকলো!!
সে নিজেকে নানানভাবে
দোষারোপ করছিল।
"সে ভাবলো ছেলেটাকে সে
সারাজীবনের মতো হারিয়ে
ফেলেছে আর কখনো ফিরে পাবে না
ছেলেটাকে!!!
এইভাবে তিন চার দিন না খেয়ে
সারাদিন কান্না করতো মেয়ে টা।
"
"আজকে হঠাৎ করে একটা রং নাম্বার
থেকে ফোন আসলো।
" ফোন রিসিভ করে সেই চেনা কন্ঠে,
-- এই পাগলি মেয়ে তুমি না
সারপ্রাইজ পছন্দ করো??
আমি তোমার জন্য সিলেট স্টেশনে
অপেক্ষা করছি।
"
" মেয়ে টা কিছু না বলে ফোন কেটে
দিয়ে ছুটে চলে গেলো ছেলেটার
কাছে।
আর তাকে জড়িয়ে খুব কাঁদতে
থাকলো তবে এটা ছিলো খুসির
কান্না
"
" আসলে ভালোবাসা কখনো চেহারা
দেখে হয় না ☺️🤗
দুটি মনের মিলনে হয়....

মন ছুয়ে যাওয়া গল্প পেতে নীল লেখায় চাপ দিয়ে নতুন গল্পের পেজটা ফলো করুন

24/06/2024

বল্টু তাদের ক্লাসে একটা মেয়ে দেখে তার প্রেমে পরে গেলো🥹🫰

তাই বল্টু মেয়েটিকে গিয়ে বলল...🫢🫢

বল্টুঃ সোনা পাখি I Love u. তুমি ও আমাকে I Love u 2...বলনা প্লিজ!🥹🫶🏻

•মেয়েঃ আমি কিন্তু এ কথা স্যার কে বলব।🤬🤬

বল্টু চিৎকার করে উঠল,এবং বলল..🫣🫣

বল্টু:প্লিজ ময়না পাখি। স্যারকে ও কথা বলোনা।🥲🥲

-স্যারের বৌ আছে। ২ টা বাচ্চা আছে।ওদের সুখের সংসারে তুমি আগুন লাগিয়ো না!🫤🫤

-আমি একা আছি আমাকে বলো!🥹🥹

মজার মজার সব গল্প পেতে আইডিটি ফলো দিয়ে রাখুন --

24/06/2024

আবুল জাল টাকা ছাপাতে ছাপাতে একদিন ভুলে একটা তিনশো টাকার নোট ছাপিয়ে ফেলে!
এই নিয়ে সে মহা টেনশনে পড়ে গেলো। এটা কি ফেলে দিতে মন চায় ? শত হলেও তিনশো টাকা!
তাই এক মুদি দোকানে গিয়ে বলল, ভাই ৩০০ টাকার নোট ভাঙতি হবে ?
দোকানদার গো ম ড়া মুখে বললো, হবে।
দোকানদার তিনশো টাকার নোট ভাঙতি করে দিলো আবুলও বেশ তা ড়া হু ড়া করে ভাঙতি টাকাগুলো পকেটে ঢুকিয়ে সোজা বাসায় চলে এলো।

বাসায় এসে আবুল মনে মনে বলছে, জীবনে অনেক ব ল দ দেখছি , এই মুদি দোকানদারের মতো ব ল দ তো কোনদিন দেখি নাই!

তিনশো টাকার নোট দিলো ভাঙতি! এই বলে হাসতে হাসতে পকেট থেকে ভাঙতি টাকাগুলো বের করে দেখে ৪টা ৭৫ টাকার নোট !!

মজার মজার সব গল্প পেতে আইডিটি ফলো দিয়ে রাখুন -- ❤️🥀

Address

Mongla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Massi Fan Clabe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Massi Fan Clabe:

Share