প্রাণীবিদ্যা বিভাগ

প্রাণীবিদ্যা বিভাগ এটা একটি শিক্ষামূলক পেইজ।
(2)

নদীর ডিমওয়ালা চিংড়ি মাছ।ছবি:© প্রাণীবিদ্যা বিভাগ
17/08/2025

নদীর ডিমওয়ালা চিংড়ি মাছ।

ছবি:© প্রাণীবিদ্যা বিভাগ

ফেসবুক তখন ছিল না এত জাঁকজমকপূর্ণ, ছিল না রঙিন ভিডিও, রিল বা ঝলমলে বিজ্ঞাপন। তখন ফেসবুক মানেই ছিল—বন্ধুত্ব, কিছু সরল পোস...
16/08/2025

ফেসবুক তখন ছিল না এত জাঁকজমকপূর্ণ, ছিল না রঙিন ভিডিও, রিল বা ঝলমলে বিজ্ঞাপন। তখন ফেসবুক মানেই ছিল—বন্ধুত্ব, কিছু সরল পোস্ট আর অমূল্য আবেগ।

তখনকার ফোনগুলো বেশিরভাগই ছিল বাটন ফোন বা সাদামাটা স্মার্টফোন। ছবি তোলা মানেই দানা দানা কোয়ালিটি, আর সেই ছবিটা আপলোড দিতে কত সময় লাগত! লোডিং চলত মিনিটের পর মিনিট। মাঝপথে নেটওয়ার্ক কেটে গেলে আবার শুরু থেকে দিতে হতো। তবুও ছবিটা যখন অবশেষে ওয়ালে ভেসে উঠত—মনে হতো, পৃথিবীর সবচেয়ে বড় কাজটা করে ফেলেছি।

তখনকার স্ট্যাটাস ছিল ছোট্ট এক লাইন—
“আজ ক্লাসে যাচ্ছি”,
“Feeling happy :)”,
“Miss u all”…
কোনো হ্যাশট্যাগ ছিল না, কোনো ইমোজি বন্যা ছিল না।
তবুও সেই ছোট্ট কিছু শব্দে জমে থাকত পুরো দিনের গল্প, পুরো অনুভূতি।

লাইক ছিল হাতেগোনা। পাঁচটা, দশটা, হয়তো কুড়ি। কিন্তু প্রতিটি লাইকই ছিল যেন হৃদয়ের গভীর থেকে পাওয়া উপহার। কমেন্টে বন্ধুরা লিখত—“Nice pic”, “ভালো লাগলো”, “Miss you”—এই ছোট্ট ছোট্ট শব্দগুলোই যেন মনে হতো পৃথিবীর সবচেয়ে দামী কথা।

তখন ছবি আপলোড মানেই ছিল অ্যালবাম। “Picnic-2010”, “Friends Forever” নামে ১০–১৫টা ছবি একসাথে দেওয়া হতো। সবাই মিলে ট্যাগ, মজা, খুনসুটি—একটা অ্যালবাম হয়ে উঠত এক অমূল্য স্মৃতির ভাণ্ডার।

ইনবক্সও ছিল অন্যরকম। তখন Messenger আলাদা ছিল না। এক লাইন মেসেজ পাঠাতে কতো ভেবেচিন্তে লিখতে হতো। “হাই”, “কেমন আছো?”—এই সরল কথার মধ্যেই লুকিয়ে থাকত লাজুক বন্ধুত্ব, প্রথম ভালো লাগার অনুভূতি। আর কোনো রিপ্লাই না এলে মন খারাপ হয়ে বসে থাকা, আবার রিপ্লাই এলে মনে হতো—আজকের দিনটাই সার্থক।

ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়াটাই ছিল আনন্দের উৎসব। নতুন কারো রিকোয়েস্ট এলেই মনে হতো—“নতুন এক বন্ধু, নতুন এক গল্প শুরু হলো।” তখনকার Friend List-ই ছিল আমাদের ছোট্ট পৃথিবী।

রাতে প্রায় সবাই “Good Night FB friends” লিখে ঘুমোতে যেত।
ভোরে “Good Morning” পোস্টে কমেন্ট জমত।
দিনের প্রতিটি মুহূর্ত ভাগাভাগি করার মাধ্যম ছিল ফেসবুক।

---

আজ ফেসবুক অনেক বদলে গেছে।
ভিডিও, রিল, বিজ্ঞাপন, নোটিফিকেশনের ভিড়ে হারিয়ে গেছে সেই সরল আনন্দ।
কিন্তু যখনই মনে পড়ে, বুকের ভেতর হাহাকার জাগে—
প্রযুক্তি বেড়েছে, কিন্তু আবেগ যেন হারিয়ে গেছে।

পুরোনো ফেসবুকের সেই দিনগুলো—
ফ্রেন্ড রিকোয়েস্টের উত্তেজনা, ইনবক্সের লাজুক বার্তা,
একটা ছোট্ট লাইক বা কমেন্টের আনন্দ—
এগুলোই আজও আমাদের হৃদয়ের গভীরে অমলিন স্মৃতি হয়ে আছে।

ছবি:© প্রাণীবিদ্যা বিভাগ

প্রকৃতির এক মনোমুগ্ধকর দৃশ্য।
16/08/2025

প্রকৃতির এক মনোমুগ্ধকর দৃশ্য।

গ্রামের বাড়ির উঠোন যেন শৈশবের প্রতিচ্ছবি 🖤© প্রাণীবিদ্যা বিভাগ
16/08/2025

গ্রামের বাড়ির উঠোন যেন শৈশবের প্রতিচ্ছবি 🖤
© প্রাণীবিদ্যা বিভাগ

একদমই ফ্রেশ দেশি মাছ।ছবি:© প্রাণীবিদ্যা বিভাগ
16/08/2025

একদমই ফ্রেশ দেশি মাছ।

ছবি:© প্রাণীবিদ্যা বিভাগ

আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা অতীতের কর্মের ফল,কাল আপনি যেখানে পৌঁছাবেন সেটা আজকের কর্মফল হবে।© প্রাণীবিদ্যা বিভাগ
16/08/2025

আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা অতীতের কর্মের ফল,
কাল আপনি যেখানে পৌঁছাবেন সেটা আজকের কর্মফল হবে।

© প্রাণীবিদ্যা বিভাগ

এখানে ৬টা অপশন আছে আপনাকে যদি বলা হয় এখান থেকে একটা অপশন বেছে নিন!! তাহলে আপনি কোনটি নিবেন??© প্রাণীবিদ্যা বিভাগ
16/08/2025

এখানে ৬টা অপশন আছে আপনাকে যদি বলা হয় এখান থেকে একটা অপশন বেছে নিন!!
তাহলে আপনি কোনটি নিবেন??

© প্রাণীবিদ্যা বিভাগ

এই কলম দিয়ে লে*খার সৌ*ভাগ্য কার কার হয়েছে!ছবি:© প্রাণীবিদ্যা বিভাগ
13/08/2025

এই কলম দিয়ে লে*খার সৌ*ভাগ্য কার কার হয়েছে!

ছবি:© প্রাণীবিদ্যা বিভাগ

একদমই ফ্রেশ দেশি পাঁচমিশালি মাছ। খেতে খুবই সুস্বাদু।ছবি:© প্রাণীবিদ্যা বিভাগ
12/08/2025

একদমই ফ্রেশ দেশি পাঁচমিশালি মাছ। খেতে খুবই সুস্বাদু।

ছবি:© প্রাণীবিদ্যা বিভাগ

একদমই ফ্রেশ দেশি পাঁচমিশালি মাছ খেতে খুবই সুস্বাদু।ছবি:© প্রাণীবিদ্যা বিভাগ    #গ্রামেররূপ  #কচুরিপানা            #প্রকৃ...
10/08/2025

একদমই ফ্রেশ দেশি পাঁচমিশালি মাছ খেতে খুবই সুস্বাদু।

ছবি:© প্রাণীবিদ্যা বিভাগ

#গ্রামেররূপ #কচুরিপানা #প্রকৃতিরছোঁয়া

এক্সিডেন্ট নাকি আত্মহত্যা??ছবি:© প্রাণীবিদ্যা বিভাগ    #প্রকৃতিরছোঁয়া      #গ্রামেররূপ
10/08/2025

এক্সিডেন্ট নাকি আত্মহত্যা??

ছবি:© প্রাণীবিদ্যা বিভাগ

#প্রকৃতিরছোঁয়া #গ্রামেররূপ

05/08/2025

I got over 1,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when প্রাণীবিদ্যা বিভাগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রাণীবিদ্যা বিভাগ:

Share