
28/06/2025
পিরোজপুর জেলার ইন্দুরকানিয়া উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবেশ্বর গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ও তার ভাবি মৌলি বেগমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় সন্ত্রাসীরা শহিদুল ইসলামের স্ত্রী কে কুপিয়ে গুরুতর আহত করে। শুক্রবার (২৮ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানাই গভীর রাতে দুর্বৃত্তরা তাদের বাড়িতে ঢুকে আতঙ্কিতভাবে হামলা চালায়। এ সময় সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ইসলামকে কুপিয়ে হত্যা করে। তাকে বাঁচাতে তার ভাইয়ের স্ত্রী এগিয়ে আসলে তাকেও কুপিয়ে হত্যা করে। এ সময় নিহত শহীদুলের স্ত্রী এগিয়ে আসলে তাকেও কুপিয়ে রক্তাক্ত যখন করে । পরে এলাকাবাসী উদ্ধার করে রেহেনা বেগমকে মু'মূর্ষু অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা আসল কজনক। নিহত শহিদুল ইসলাম পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়ন সেচ্চাসেবকলীগ এর সাবেক আহবায়ক চন্ডিপুর ইউনিয়ন পরিষদ এর ইউপি সদস্য, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যান এসোসিয়েশন এর ইন্দুরকানী উপজেলার সহ সভাপতি ছিলেন।