Rabin Travel & Vlog Creation

Rabin Travel & Vlog Creation ভ্রমন বিষয়ক ভিডিও দেখতে পাবেন এখানে।

আমি একজন ক্রিকেট ভক্ত । যখন কারণে লাইভ খেলা দেখতে পারিনা।তখন অনলাইনে স্কোর দেখি। প্রায় শুরু থেকেই ক্রিকবাজ অ্যাপটি ব্যব...
24/04/2025

আমি একজন ক্রিকেট ভক্ত । যখন কারণে লাইভ খেলা দেখতে পারিনা।তখন অনলাইনে স্কোর দেখি। প্রায় শুরু থেকেই ক্রিকবাজ অ্যাপটি ব্যবহার করতাম। কিন্তু আজকে থেকে ক্রিকবাজ বয়কট করলাম। কারণ যারা একটি ঘটনাকে কেন্দ্র করে একটা ক্রিকেটের গুরুত্বপূর্ণ দেশের প্রিমিয়ার লিগের কভারেজ দেওয়া বন্ধ করে দেয়। সেটাকে বয়কট করাই উচিত।
্রিকবাজ

21/04/2025

খুলনা জোড়াগেট মোড়ে এই যুদ্ধ জাহাজের উড়োজাহাজের রেপ্লিকাটি ।

20/04/2025

খুলনার ময়লাপোঁতা মোড়ে রয়েছে এই ষাট গম্বুজ মসজিদের রেপ্লিকাটি।

18/04/2025

তার ডাক নাম ছিল গোবিন্দ ঠাকুর, তিনি খান জাহানের হাতে ইসলাম গ্রহণ করেন। তিনি পীরালি উপাধি লাভ করেন। তাঁর বংশধররা পীরালি নামে পরিচিত হয়। এছাড়া সদ্য ইসলাম গ্রহণকারী ব্যক্তিকে সম্মানসূচক পিরালি নামে ডাকা হতো। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম হয় মোহাম্মদ তাহির। পরবর্তীতে হয়রত পীর আলী মোহাম্মাদ তাহিরের প্রচেষ্টায় বর্ণ হিন্দু প্রধান এলাকার বহু বর্ণ হিন্দু ও তাফসিলি হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করে। ফলে এসব অঞ্চলে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। হযরত খান জাহান তাই পায়গ্রাম কসবায় কিছুকাল থেকে এখানকার শাসনভার পীর আলী মোহাম্মদ তাহিরের ওপর ছেড়ে দিয়ে সহযোদ্ধাদের নিয়ে বাগেরহাটের পথে যাত্রা শুরু করেন। পীর আলী মোহাম্মদ তাহির পরে খলিফাতাবাদ রাজ্যের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তিনি বাগেরহাটে ইন্তিকাল করেন। হযরত খান জাহানের রওজা মোবারকের পশ্চিম পাশে তদীয় বন্ধু ও সহকারী শাসনকর্তা পীর আলী মোহাম্মদ তাহিরের সমাধি অবস্থিত। তিনি বাঙালি শিষ্যদের মধ্যে সবচেয়ে বেশি খ্যাতি লাভ করেন এবং খান জাহানের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু হিসেবে আমরণ পাশে থেকেছেন একে অন্যের।

17/04/2025

অনেকেই মনে করেন ‘কালা পাহাড়’ ও ‘ধলা পাহাড়’ দুটি নিদ্দিষ্ট কুমিরের নাম। আসলে বিষয়টা কেবলই তা নয়।

সতীশ চন্দ্র মিত্রের ইতিহাস গ্রন্থ অনুসারে, খান জাহান তার এ দিঘিতে ‘কালা পাহাড়’ (পুরুষ) ও ‘ধলা পাহাড়’ (নারী) নামে দুটি কুমির ছাড়েন এবং লালন-পালন করতেন। মাজারের দিঘির নিকটবর্তী নদী বা বিল থেকে এ কুমির দিঘিতে আনা হতে পারে বা আসতে পারে বলে অনুমানের কাথা উল্লেখ রয়েছে ‘যশোহর খুলনার ইতিহাস’ গ্রন্থে।

খান জাহানের খনন করা ঘোড়া দিঘি, কোদাল ধোয়া দিঘিসহ অন্যান্য দিঘিগুলোতেও কুমির ছিল বলে সম্ভাবনার কাথা বলা হয়েছে ওই বইতে।

ইতিহাসবিদদের মতে, খান-উল-আলম উলুঘ খান-ই-জাহান এ দিঘিতে তার পোষা ‘কালা পাহাড়’ ও ‘ধলা পাহাড়’ নামে মিঠা পানির প্রজাতির কুমির দুটিকে নিয়মিত খাবার দিতেন, কুমির দুটি তার হাত থেকে খাবার খেতো।

16/04/2025

হযরত খানজাহান (রঃ) এর মাজারের দক্ষিণ দিকে আয়তনে প্রায় ২০০ বিঘা জমি জুড়ে এ দীঘি অবস্থিত। এই দীঘির নামকরণ সম্পর্কে বিভিন্ন কিংবদমিত্ম প্রচলিত আছে। সেগুলো আজ জানবো এই ভিডিওতে।

12/04/2025

আধুনিক স্থাপত্যের সঙ্গে মুসলিম ঐতিহ্যের সংমিশ্রণে খুলনায় নির্মিত হয়েছে দৃষ্টি নন্দন ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। 'নান্দনিক নকশার আধুনিক এ মসজিদ কমপ্লেক্সটি আরব বিশ্বের আদলে নির্মিত।

যে কারণে মসজিদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে দূর দূরান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন এখানে। সন্ধ্যার পর মসজিদটির আলোকসজ্জায় এক মোহনীয় পরিবেশ তৈরি হয়।
মসজিদটি খুলনা আলিয়া মাদরাসা প্রাঙ্গণে নির্মিত হয়েছে। মিনারের গম্বুজ বাদে মসজিদটিতে আরও চারটি গম্বুজ রয়েছে। এরমধ্যে একটি বড় গম্বুজ ও তিনটি ছোট। এ মসজিদে ৮০ জন নারীসহ মোট ১২শ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। দৃষ্টিনন্দন এই মসজিদ মুসল্লিদের নামাজ আদায়ে অনুপ্রাণিত করছে। নামাজ আদায়ের সঙ্গে সঙ্গে ইসলামিক সংস্কৃতি চর্চা ও মূল্যবোধের বিকাশ ঘটছে এ মসজিদকে কেন্দ্র করে।

আধুনিক সব সুযোগ-সুবিধাসহ এ মসজিদটিতে রয়েছে ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্স পাঠাগার, গবেষণা কেন্দ্র, পবিত্র কোরআন হেফজ বিভাগ, শিশুশিক্ষা, মেহমানখানা, পর্যটকদের আবাসন, মৃত ব্যক্তির মরদেহের গোসলের ব্যবস্থা, ইমামদের প্রশিক্ষণ, গণশিক্ষা কেন্দ্র। যা ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স।

অত্যাধুনিক শীতাতাপ নিয়ন্ত্রিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি ২০২১ সালের ১০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।

খুলনা গণপূর্ত বিভাগ-১ এর সহায়তায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় সরকারি অর্থায়নে নির্মাণ হয়েছে চার তলা বিশিষ্ট মসজিদটি।

10/04/2025

কেন্দ্রীয় শহীদ মিনার বা জাতীয় শহীদ মিনার ১৯৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজের বহিঃপ্রাঙ্গণে অবস্থিত। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। এটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত অন্যতম পর্যটন কেন্দ্র।

08/04/2025

বাংলাদেশের জাতীয় মসজিদ ঢাকার বায়তুল মোকাররম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করলাম।মসজিদে ঢোকা ও বের হওয়ার সময় ভিডিও ধারণ করেছিলাম।সেই ভিডিও আজ আপনাদের মাঝে শেয়ার করলাম।

প্রশ্বাসে যে দূষণ, নি:শ্বাসে তার হয়না অধিকাংশ অপসারণ, গঙ্গাবুড়ি আজ নিজেই করছে দূষণে অবগাহন।
03/04/2025

প্রশ্বাসে যে দূষণ, নি:শ্বাসে তার হয়না অধিকাংশ অপসারণ, গঙ্গাবুড়ি আজ নিজেই করছে দূষণে অবগাহন।

Address

Mongla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rabin Travel & Vlog Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rabin Travel & Vlog Creation:

Share