12/04/2025
আধুনিক স্থাপত্যের সঙ্গে মুসলিম ঐতিহ্যের সংমিশ্রণে খুলনায় নির্মিত হয়েছে দৃষ্টি নন্দন ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। 'নান্দনিক নকশার আধুনিক এ মসজিদ কমপ্লেক্সটি আরব বিশ্বের আদলে নির্মিত।
যে কারণে মসজিদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে দূর দূরান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন এখানে। সন্ধ্যার পর মসজিদটির আলোকসজ্জায় এক মোহনীয় পরিবেশ তৈরি হয়।
মসজিদটি খুলনা আলিয়া মাদরাসা প্রাঙ্গণে নির্মিত হয়েছে। মিনারের গম্বুজ বাদে মসজিদটিতে আরও চারটি গম্বুজ রয়েছে। এরমধ্যে একটি বড় গম্বুজ ও তিনটি ছোট। এ মসজিদে ৮০ জন নারীসহ মোট ১২শ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। দৃষ্টিনন্দন এই মসজিদ মুসল্লিদের নামাজ আদায়ে অনুপ্রাণিত করছে। নামাজ আদায়ের সঙ্গে সঙ্গে ইসলামিক সংস্কৃতি চর্চা ও মূল্যবোধের বিকাশ ঘটছে এ মসজিদকে কেন্দ্র করে।
আধুনিক সব সুযোগ-সুবিধাসহ এ মসজিদটিতে রয়েছে ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্স পাঠাগার, গবেষণা কেন্দ্র, পবিত্র কোরআন হেফজ বিভাগ, শিশুশিক্ষা, মেহমানখানা, পর্যটকদের আবাসন, মৃত ব্যক্তির মরদেহের গোসলের ব্যবস্থা, ইমামদের প্রশিক্ষণ, গণশিক্ষা কেন্দ্র। যা ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স।
অত্যাধুনিক শীতাতাপ নিয়ন্ত্রিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি ২০২১ সালের ১০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
খুলনা গণপূর্ত বিভাগ-১ এর সহায়তায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় সরকারি অর্থায়নে নির্মাণ হয়েছে চার তলা বিশিষ্ট মসজিদটি।