
04/06/2025
প্রিয় সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষী,
আপনাদের সহযোগিতায় করোনাকালীন সময়ে আমরা চালু করেছিলাম আইনভিত্তিক অনলাইন পত্রিকা ‘অপরাধ ডটকম’। তবে কর্মসংস্থান বা সম্মানী নিশ্চিত করতে না পারায় সে সময় কার্যক্রম স্থগিত রাখতে হয়েছিল।
সুখবর হলো, আমরা এখন নতুনভাবে ফিরেছি—“কাজের খবর লিমিটেড” নামে একটি রেজিস্টার্ড মিডিয়া ও ইভেন্ট কোম্পানির যাত্রা শুরু হয়েছে। এটি একটি পিআর এজেন্সির মতো কাজ করবে—বিভিন্ন প্রতিষ্ঠানের সংবাদ গণমাধ্যমে পৌঁছে দেবে এবং সেমিনার, কনসার্ট, ব্র্যান্ডিং, কনফারেন্সসহ বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন করবে।
সংশ্লিষ্ট জেলা/উপজেলা প্রতিনিধির ওপর পুরো পিআর ও ইভেন্টস কার্যক্রম পরিচালনার দায়িত্ব থাকবে। প্রতিটি পিআর ও ইভেন্ট থেকে আপনি পাবেন ৫০% লভ্যাংশ এবং ইভেন্ট চলাকালীন টিএ/ডিএ। ক্লায়েন্ট পাওয়ার জন্য বুস্টিং ও ক্লায়েন্ট ডিলিংয়ের দায়িত্বও প্রতিনিধির, তবে কাজের খবর লিমিটেড প্রয়োজনীয় সবধরনের লজিস্টিক সাপোর্ট প্রদান করবে।
এই লক্ষ্যে জেলা ও গুরুত্বপূর্ণ উপজেলা পর্যায়ে প্রতিনিধি প্রয়োজন। আপনি যদি ‘অপরাধ ডটকম’-এ প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে অগ্রাধিকার দেওয়া হবে।
📱 আগ্রহী হলে WhatsApp করুন: 01818714200
শুভেচ্ছান্তে,
প্রদীপ বিশ্বাস
হেড অব লিগ্যাল অ্যান্ড মার্কেটিং
কাজের খবর
মোবাইল: 01818714200