
28/12/2023
নিচের গ্রুপটি হয়তো ভুল করে আমার একটি পোস্ট এপ্রুভ করে। এর পরে তাতে ৪৯৯ কমেন্ট যোগ হয়। তারপর থেকে গ্রুপটি নিজেরাই পজ করে দেয়। মূল বিষয় হলো এইসব তথাকথিত গ্রুপগুলো শুধুমাত্র নিজেদের স্বার্থে বোকা ছেলেমেয়েদের স্বপ্ন দেখায়। গ্রুপ থেকে কেউ যদি বলার মতো কিছু শিখে থাকেন তাহলে নিজে চিন্তা করে আমাকে মেনশন করবেন। এরা এই মুনজেরিন শহীদের চেহারা দেখিয়ে শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করে। আর বোকা মানুষেরা তাদের মূল্যবান সময়কে এসকল প্লাটফর্মে নষ্ট করে। নিচের ছবিদু’টো দেখুন। আমি চেয়েছিলাম ভাল একটা উদ্যোগ নিতে কিন্তু ঐযে কথায় বলেনা, “হুজুগে বাঙালী”! সবাইকে ইনবক্সে নক দিয়েও মাত্র ৪জনের উপস্থিতি দেখেছি। সত্যিই হতাশাজনক। কেউ ভাল কিছু করতে চাইলেও সেটা নেওয়ার মতো মানুষ তো থাকতে হবে।