
06/08/2024
পুলিশ নেই ঢাকার বেশিরভাগ থানায়, অগ্নিসংযোগ-লুটপাট
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, বাড্ডা, মোহাম্মদপুর ও আদাবরসহ বিভিন্ন থানায় রাতভর হামলা এবং লুটপাটের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষের তথ্যও পাওয়া গেছে।
সোমবার (৫ আগস্ট) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন থানায় হামলার এসব ঘটনা ঘটে। অবশ্য রাতে বিভিন্ন থানা থেকে সরে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার সকালে মোহাম্মদপুর থানায় সরেজমিন দেখা গেছে, পুরো থানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। থানা ভবনের কয়েকটি রুম থেকে ধোঁয়া উঠছে। থানা প্রাঙ্গণে পুড়ে যাওয়া বেশ কিছু গাড়ি, আসবাবপত্র রয়েছে। থানার ভেতর থেকে ফ্যান, চেয়ার-টেবিলসহ সব ধরনের জিনিসপুত্র লুট হয়ে গেছে।
থানায় দায়িত্বরত পুলিশ সদস্যরা সোমবারই নিরাপত্তা সংকটের কারণে থানা ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে চলে যান।
মোহাম্মদপুর থানায় একজন এসআই নাম প্রকাশ না করার শর্তে জানান, থানার ভেতরে থাকা ‘সব অস্ত্র এবং গোলাবারুদ লুট হয়ে গেছে। তবে হাজতখানায় যেসব আসামি ছিল সোমবার সকালের মধ্যেই তাদের আদালতে পাঠিয়ে দেওয়ায় কোনো আসামির ক্ষতি হয়নি।’
নিকটস্থ আদাবর থানাতেও ব্যাপক লুটপাট হয়েছে। থানার সামনে রাখা যানবাহন, মোটরসাইকেল এবং থানার ভেতরের জিনিসপত্র সোমবার রাতেই লুট হয়ে গেছে বলে জানা গেছে। এই থানায়ও কোনো পুলিশ সদস্য দেখা যায়নি। Copy news পেজ টিতে ফলো দিয়ে পাশে থাকুন সবাই খবর পেতে 🖐️
সোমবার বাড্ডা এবং ভাটারা থানায়ও হামলা হয়। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় থানা ভবন। থানার বাইরে রাখা সরকারি গাড়ি এবং থানার ভেতরে সবকিছুই পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় পুলিশের তরফ থেকে গুলি ছোড়া হয় বলে জানা গেছে। পরে এই দুটি থানা থেকেও সরে গেছেন পুলিশ সদস্যরা।