News World Bangla

News World Bangla নতুন নতুন আপডেট পেতে আমাদের পেজ এর সাথে থাকুন।।।।।

24/12/2024
সাতক্ষীরার তালা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীরও।
17/12/2024

সাতক্ষীরার তালা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীরও।

মুক্তির মাত্র ৪ দিনেই বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ৮০০ কোটি টাকা!
11/12/2024

মুক্তির মাত্র ৪ দিনেই বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ৮০০ কোটি টাকা!

21/11/2024

মোল্লাহাট প্যারামেডিকেল টেকনোলজি
আগামীকাল শুক্রবার সেমিনার ক্লাসের আয়োজন করা হয়েছে। উক্ত ক্লাসে আপনাদের উপস্থিতি কামনা করছি।
22/04/2024
প্রয়োজনে কল করুন
+8801716-628230

১। গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি।২। বিমান বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি।
21/11/2024

১। গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি।
২। বিমান বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি।

মৃত্যুর পর কী হয় শরীরে? এমন তথ্য জানালেন নার্স মুহূর্তেই ভাইরাল, জানুন আপনিও মৃত্যু পর্যন্ত সব দেখা যায়, জানা যায়। কি...
17/11/2024

মৃত্যুর পর কী হয় শরীরে? এমন তথ্য জানালেন নার্স মুহূর্তেই ভাইরাল, জানুন আপনিও

মৃত্যু পর্যন্ত সব দেখা যায়, জানা যায়। কিন্তু তারপর? মৃত্যুর পর কী হয় তা নিয়ে রহস্যে ঘেরা জগৎ। সেই রহস্য এবার উদঘাটন করলেন এক নার্স। তিনি জানিয়েছেন, মৃত্যুর পরে মানুষের শরীরে নানা শারীরিক পরিবর্তন হয়। জানা গিয়েছে, ওই নার্স মার্কিন যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে চাকরি করেন। তিনি স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দিতে চালু করেছিলেন নিজস্ব এক ইউটিউব চ্যানেল। সেখানেই সম্প্রতি খোলসা করেন মৃত্যুর পরবর্তী অধ্যায়। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় কয়েক ঘন্টায়।







ওই ভিডিওতে তিনি ধাপে ধাপে জানিয়েছেন, মৃত্যুর পর মানবদেহে কী কী পরিবর্তন আসে। প্রথমেই শরীর শিথিল হয়ে যায়। এটি হল পচনের প্রথম পর্যায়। একে বলে হাইপোস্ট্যাটিস। যেহেতু শরীর শিথিল হয়ে যায় তাই এই সময় কেউ টয়লেট করে ফেলে, কেউ পটি করে ফেলতে পারে। অনেক সময় চোখ কিংবা কান থেকে তরল বেরিয়ে আসতে পারে।







দ্বিতীয় ধাপে, শরীরের তাপমাত্রা কমে যেতে থাকে। প্রতি ঘণ্টায় তাপমাত্রা ১.৫ ডিগ্রি পর্যন্ত কমে যেতে থাকে। একে বলে অ্যালগোর মর্টিস। তবে এই প্রক্রিয়া কারও ক্ষেত্রে মৃত্যুর বেশ কিছু সময় পর যেমন দেড় দুঘন্টা পর শুরু হতে থাকে আবার কারও ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই হতে থাকে। এটা ততক্ষণ পর্যন্ত হতে থাকে যতক্ষণ না তাদের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সঙ্গে মেলে।







তৃতীয় ধাপে, হয় লিভার মরটিস। এর অর্থ শরীরের রক্ত মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে পায়ের দিকে নেমে যেতে থাকে। এই কারণে মৃত অবস্থায় দীর্ঘক্ষণ কেউ শুয়ে থাকলে পায়ের পাতার পেছনের দিকটি বেগুনি রঙের হয়ে যায়। এর অর্থ সব রক্ত ওখানে গিয়ে জমাট বাঁধছে।





চতুর্থ ধাপে, শরীর শক্ত হতে শুরু করে। এর কারণ শরীরে বিপাকীয় প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। এই জিনিস মৃত্যু হওয়ার দুই থেকে ৪ ঘণ্টা পর শুরু হয়। এবং ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। এইসময় শরীর খুব ভারী হয়ে যায়।





পঞ্চম ধাপে, শরীর ঠাণ্ডা হয়ে যায় একেবারে বরফের মতো। তার কারণ শরীরের অভ্যন্তরে তাপ উৎপাদন ক্ষমতা বন্ধ হয়ে যায়।





ষষ্ঠ পর্যায়ে, শরীর পচতে শুরু করে। বৈজ্ঞানিক ভাষায় যার নাম, পটারিফেকেশন। তবে সাধারণত এই পর্যায়ে আসার আগেই মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তাঁর এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে

আদৌ অভিষেক-ঐশ্বর্যার বিয়ে ভাঙছে? কোটি টাকার প্রশ্নের জবাব রয়েছে এই পরিচালকের কাছে!আদৌ অভিষেক-ঐশ্বর্যার বিয়ে ভাঙছে? কোটি ...
16/11/2024

আদৌ অভিষেক-ঐশ্বর্যার বিয়ে ভাঙছে? কোটি টাকার প্রশ্নের জবাব রয়েছে এই পরিচালকের কাছে!
আদৌ অভিষেক-ঐশ্বর্যার বিয়ে ভাঙছে? কোটি টাকার প্রশ্নের জবাব রয়েছে এই পরিচালকের কাছে!
ছোট বচ্চন আর বচ্চন বধূকে এক মুহূর্তও আলাদা থাকতে দেখেননি তিনি। তাই তাঁর বিশ্বাস যা রটেছে তা মোটেই ঘটবে না।
দুপুর গড়িয়ে বিকেল হলে অন্য কথা, আজ টিকে গেল। কাল কী হবে? এ ভাবেই সকাল থেকে রাত হয়ে পরের দিন সকাল অভিষেক বচ্চন- ঐশ্বর্যা রাই বচ্চনের বিয়ে ভাঙার খবরে তোলপাড় বিনোদন দুনিয়া। ‘দশভি পাস’ ছবিতে নিমরত কৌরের সঙ্গে পর্দা ভাগ করার সুবাদে ছোটা বি পরকীয়ার কাঠগড়ায়। যাবতীয় সহানুভূতি বচ্চন বধূকে ঘিরে। তার মধ্যেই পরিচালক-অভিনেতা নিখিল দ্বিবেদীর বড় ঘোষণা, ‘‘অভি-অ্যাশ আলাদা হতেই পারেন না!’’
তাঁর কথার প্রেক্ষিতে এই প্রশ্ন তুলেছেন সাংবাদিকেরা। তাঁদের উত্তর দিতে গিয়ে পরিচালক-অভিনেতা সামনে এনেছেন তাঁর অতীত অভিজ্ঞতা। স্মৃতি হাতড়ে উদাহরণ তুলে ধরেছেন, বিয়ের পরে তারকা দম্পতির একসঙ্গে কাটানোর নানা ঘটনা। নিখিলের দাবি, কাজ করার সুবাদে দু'জনকে তিনি কাছ থেকে দেখেছেন। তাঁর সেই অভিজ্ঞতা বলছে, আজীবন এঁরা একে অন্যের হয়েই কাটাবেন

এই জায়গা থেকেই নিখিলের দাবি, নিন্দকেরা যা খুশি রটান, তিনি মানেন না। তাঁর বিশ্বাস, সময়ে তিনিই সত্যি, প্রমাণিত হবেন। শোনা যাচ্ছে খুব শিগগিরিই নাকি ফের জুটি বেঁধে পর্দায় আসতে চলেছেন অভি-অ্যাশ। এক সেটে একসঙ্গে কাজের সূত্রেই কি অবশেষে চর্চিত দূরত্ব মুছবে? বলিউড আপাতত সব সম্ভাবনা সময়ের হাতে ছেড়ে দিয়েছে।

16/11/2024

গুপ্ত ঘাতক ডায়াবেটিস, যৌনজীবনে কী প্রভাব? জানালেন বিশেষজ্ঞ

16/11/2024

দ্বিতীয়বার বাবা হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার রাতে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন ঋতিকা সাজদে। শর্মা পরিবারের তরফে সরকারিভাবে এখনও সন্তান জন্মের খবর জানানো হয়নি। তবে সূত্রের খবর, ঋতিকা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা এবং সন্তান দুজনেই সুস্থ।

Address

Mongla

Telephone

+8801738199297

Alerts

Be the first to know and let us send you an email when News World Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News World Bangla:

Share