It's Abid

It's Abid This page is for "Empowering through Education, Engaging through Media, and Inspiring through

25/07/2025

সন্তান হারানোর কষ্ট সহ্য করতে না পেরে চির বিদায় নিলেন মা। আজ মিরসাদের কবরের

পাশে দাঁড়িয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি।
হয়তো আপনি-আমি আজও ভাবছি, “আহা, দুঃখজনক ঘটনা…” বলে স্ক্রল করে চলে যাব।
কিন্তু একজন মা তার সন্তানকে হারিয়ে কি করে বাঁচে?

মিরসাদ – মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন উজ্জ্বল ছাত্র।
যার মা-বাবা স্বপ্ন দেখেছিলেন—"আমার ছেলেটা বড় হয়ে পরিবারটার হাল ধরবে, ভালো মানুষ হবে…"
সেই স্বপ্নের ছেলেটিই আজ কবরে।
একটি বিমানের ধ্বংসাবশেষ তার ক্লাসরুমে বিধ্বস্ত হয়ে যখন তার ছোট শরীরটাকে ক্ষত-বিক্ষত করে দেয়, তখন সময়ের প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠে।

মায়ের চোখের সামনে শেষ নিঃশ্বাস নেয় মিরসাদ।
সেই চোখ, যেগুলো প্রতিদিন অপেক্ষা করত মিরসাদের স্কুল শেষে বাসায় ফেরার।

💔 আর পারেননি মিরসাদের মা।
নিজের নাড়িছেঁড়া ধনের মৃত্যু দেখে স্ট্রোক করেন। হাসপাতালের বিছানায় নিথর হয়ে যান।
আজ তিনি নেই।

এই কি আমরা চেয়েছিলাম? এই কি উন্নয়ন? এই কি নিরাপত্তা?

এই মৃত্যু কার দায়িত্বে?
➡️ কার অনুমতিতে একটি স্কুল বিল্ডিংয়ের পাশেই ছিল ঝুঁকিপূর্ণ বিমান পরিচালনা?
➡️ কে দেবে এই পরিবারের উত্তর?

আমরা সবাই আজ মিরসাদের মা-বাবা।
আজ যদি আমরা চুপ থাকি, কাল আমাদের সন্তানের নামেও হয়তো এমন পোস্ট লিখতে হবে।

🙏 আসুন প্রশ্ন করি, প্রতিবাদ করি। দোষীদের বিচার চাই। যেন আর কোনো মা তার সন্তানকে কফিনে না দেখে।

🕯️ মিরসাদ ও তার মায়ের আত্মার শান্তি কামনা করছি।
📢 শেয়ার করুন, ছড়িয়ে দিন — যেন এই অবিচারের ধুলো চাপা না পড়ে যায়।





#আমার_সন্তান_নিরাপদ_তো?

22/07/2025

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,
বন্ধুত্ব তো এমনি হয়!❤️‍🩹

মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।😵

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফা*য়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।😥

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।💔
— সংগৃহীত।

Address

Mongla

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Abid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share