08/04/2024
"আবদুল্লাহ ইবনু উমর রা. থেকে বর্ণিত, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ ، وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ ، أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ فَمَا فَضَلَ أَخَذَهُ.
তোমরা মুশরিকদের বিপরীত করবে। দাঁড়ি লম্বা করবে আর গোঁফ ছোট করবে। ইবনে উমর রা. যখন হজ বা উমরা করতেন, তখন তিনি তার দাঁড়ি মুঠ করে ধরতেন এবং মুঠের বাইরে যতটুকু অতিরিক্ত থাকত তা কেটে ফেলতেন।
সহীহ বুখারী, হাদীস ৫৮৯২ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৫৪৭২(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)
পাদটীকা:
দাঁড়ি লম্বা করা কোনো অপশনাল বা ঐচ্ছিক সুন্নত নয়। এটা ওয়াজিব। একমুষ্ঠির চেয়ে কম রেখে দাঁড়ি ছাটা কিংবা একেবারেই মুণ্ডিয়ে ফেলা, দুটোই গোনাহের কাজ। আর এ গোনাহটি এমন, যা প্রতিমুহূর্তে হতে থাকে।অনেককেই বলতে শোনা যায়, দাঁড়ি রাখা তো সুন্নত, তাই না রাখলেও অসুবিধা নেই। এ কথা ঠিক নয়।"