খালিদ বিন তৌহিদ

খালিদ বিন তৌহিদ "হোক শিখন, হোক দাওয়াত—আল্লাহর জন্য।" খালিদ বিন তৌহিদ
ইসলামিক আলোচক

29/11/2025

🔰 যে সূরা নিয়মিত পাঠে রয়েছে আযাব থেকে মুক্তি
🎙 খালিদ বিন তৌহিদ

25/11/2025

‘‘অন্তরে গুনাহের অবস্থান হচ্ছে কাপড়ে তেল লেগে যাবার মত ব্যাপার। আপনি যদি তা ধুয়ে ফেলার জন্য তাড়াহুড়া না করেন তাহলে তা বিস্তার লাভ করবে।’’
— ইমাম ইবনুল জাওযী (রাহ.)
সুত্র: [আল মুদহিশ, পৃ: ৩৫৭]

17/11/2025

ইমাম ইবনু রজব রাহি: বলেন,
‘উত্তম ধৈর্য হলো, ব্যক্তি মুসিবতকে গোপন রাখবে এবং কাউকে সেটা জানতে দেবে না।’
[ ইবনু রজব, নুরুল ইক্বতিবাস, পৃষ্ঠা: ৯০ ]

15/11/2025

পবিত্র কুরআন তেলওয়াতে শীতল হয় হৃদয়
আপন হৃদয় অনুগত হয় মহান রবের জন্য!

12/10/2025

📝কিভাবে নিজের হিসাব নিবেন?

প্রথমেই ফরজ দিয়ে শুরু করা: যদি ফরজ আমলগুলোতে কোনো ঘাটতি দেখতে পাও, তবে তা পূরণ করো—হয় কাযা আদায় করে নাও, অথবা তা সংশোধন করো।

নিষেধকাজসমূহ: যদি কখনো তোমার নফস, প্রবৃত্তি ও শয়তান তোমাকে এমন কিছু করতে প্রলুব্ধ করে যা আল্লাহ তা‘আলা নিষেধ করেছেন, তবে তা পূরণ করো—তওবা ও ইস্তিগফারের মাধ্যমে, আর নেক আমলের মাধ্যমে যা গুনাহ মুছে দেয়।

গাফিল হওয়ার হিসাব নেওয়া: আল্লাহর স্মরণ (যিকর) ও তাঁর দিকে মনোযোগ দেওয়া—এগুলোই একজন মুসলিম ব্যক্তির গাফিলতাকে দূর করে।

অঙ্গ-প্রত্যঙ্গের হিসাব নেওয়া: তোমার দুই পা কোথায় চলেছে? তোমার হাত কী কাজে ব্যবহৃত হয়েছে? তোমার কান কী শুনেছে? অথবা তোমার চোখ কী দেখেছে? ইত্যাদি।

•📓উৎস: (ইবনুল কাইয়্যিম, ইগাসাতু আল-লাহফান, খন্ড: ১, পৃষ্ঠা: ৮৩)

22/09/2025

রাসূল সা,বলেন :
ইঁদুর, সাপ, বিচ্ছু, চিল, কাক ও পাগলা কুকুরকে যেখানেই পাও হত্যা করো।
(বোখারি-৩৩১৪)

22/09/2025

আল্লাহ তা‘আলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, অন্তর ও আমল দেখেন।
[রিয়াদুস সলেহিন - ৮]

14/09/2025

রাসূল সা, বলেন:
'হে আমার বান্দাগণ! তোমরা রাতদিন গুনাহ করছো, আর আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দিই। সুতরাং আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের ক্ষমা করে দেব।'[আন-নওয়াবী; হাদীসঃ ২৪]

Address

Mongla
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when খালিদ বিন তৌহিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share