RIX Factor

RIX Factor This Page Is Only For Entertainment! Please Support Me to Grow Up! Thank You My Friends!

শারী-রিক ব্যায়াম হচ্ছে!🫦 আসল পিক ফেলা কমেন্ট
28/09/2025

শারী-রিক ব্যায়াম হচ্ছে!🫦 আসল পিক ফেলা কমেন্ট

ছবির বাচ্চাটার বয়স ৫ কি ৬ বছর..স্কুল..মোবাইল গেমস আর খেলাধুলার বয়সে বাচ্চাটা এসেছে মায়ের প-র-কী-য়ার হাড্ডি হয়ে..ঘটনা ঢাক...
28/09/2025

ছবির বাচ্চাটার বয়স ৫ কি ৬ বছর..
স্কুল..মোবাইল গেমস আর খেলাধুলার বয়সে বাচ্চাটা এসেছে মায়ের প-র-কী-য়ার হাড্ডি হয়ে..

ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল চত্ত্বর..দেড় ঘন্টা এদের পাশেই বসে ছিলাম..দুজনের প্রেমালাপ..আদুরে হাতাহাতি..কথোপকথন কানে এসেছে বারবার..

বাচ্চাটা নিজের আনন্দে খেলছে..দূরে গেছে অথচ খেয়াল নেই মা এর..বাচ্চাটা বারবার মাম্মা মাম্মা বলছে..মা উত্তরহীন..লোকটাকে আংকেল ডেকেছে কয়েকবার..

পয়েন্টে আসি..কিভাবে সিউর হলাম..

মহিলার ফোনে একটা ভিডিও কল আসে..লোকটাকে চুপ করিয়ে তিনি রিসিভ করেন দূরে গিয়ে..কথা বলতে বলতে আমার কাছাকাছি আসেন..মহিলা বলেন..নিউমার্কেটে কেনাকাটা কর‍তে এসেছেন..

এরপর বাচ্চাকে দেখান..বাচ্চা মোবাইল নিয়ে ভিডিও কলে কথা শুরু করে..বাচ্চা মানুষ..হঠাৎ মোবাইল ঘুরিয়ে মা আর আংকেলকে দেখায়..এতেই ক্ষেপে যায় মাম্মা..কলটা কেটে বাচ্চাকে দেয় কষে থা/প্পড়..কেন আংকেলকে দেখাইলি..এটা-সেটা..

আশপাশের সবাই হতবিহ্বল হয়ে যায়..কিন্তু তাদের কিচ্ছু যায় আসলো না..আবার আদুরে হাতাহাতি শুরু করে দু'জন..বাচ্চা আশপাশেই খেলতে থাকে..এই বাচ্চার ভবিষ্যৎ কি 🙂

- কালেক্টেড

সবতো দেখি এখন লাগালাগির পোষ্ট করা শুরু করেছে🤣মূলধারার গণমাধ্যম থেকে যদি এমন টাইটেলে নিউজ দেখি তাহলে বিষয়টা কেমন একটা দেখ...
27/09/2025

সবতো দেখি এখন লাগালাগির পোষ্ট করা শুরু করেছে🤣
মূলধারার গণমাধ্যম থেকে যদি এমন টাইটেলে নিউজ দেখি তাহলে বিষয়টা কেমন একটা দেখাই না🥲

এটাই বাস্তবতা 🥱
27/09/2025

এটাই বাস্তবতা 🥱

মিরাজের অভিনব স্টাইলে ক্ষমা চাওয়ার পদ্ধতিটা অনেক সুন্দর 🤣
27/09/2025

মিরাজের অভিনব স্টাইলে ক্ষমা চাওয়ার পদ্ধতিটা অনেক সুন্দর 🤣

গান হারাম – নাকি আমাদের মনোভাব হারাম? অনেকেই বলে গান হারাম! বাদ্যযন্ত্র হারাম!আদতে কুরআনের সরাসরি এই ব্যাপারে কোন নির্দে...
26/09/2025

গান হারাম – নাকি আমাদের মনোভাব হারাম? অনেকেই বলে গান হারাম! বাদ্যযন্ত্র হারাম!

আদতে কুরআনের সরাসরি এই ব্যাপারে কোন নির্দেশনা নাই! কিন্তু কুরআন-হাদিস দেখলে দেখা যায়, এই গানের থেকে অনেক অনেক বেশিবার হারাম বলা হয়েছে - পরনিন্দা (গীবত) , চুগলখুরি, মানুষের হক মেরে খাওয়া, অন্যের সাথে খারাপ ব্যবহার , অহংকার ও প্রতারণা!

আজকের সমাজে এই গুনাহগুলো অনেক সময় এতটাই “নরমাল” হয়ে গেছে যে মানুষ বুঝতেও পারে না – এগুলো ভয়ঙ্কর অপরাধ। অথচ গান, যা মানুষের আবেগ প্রকাশের মাধ্যম, সেটাকে কেন্দ্র করে নিরন্তর বিতর্ক চলছে শতকের পর শতক ধরে!

গান যদি অশ্লীলতায় ভরপুর হয়, যদি আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে নেয় – তবে অবশ্যই ক্ষতিকর এবং গর্হিত অপরাধ! কিন্তু গান যদি ভালোবাসা, অনুপ্রেরণা আর মানবতার বার্তা দেয় – তবে সেটা হারাম হবে কোন যুক্তিতে!

আমাদের প্রবলেন হল – ছোট জিনিসকে বড় করে দেখা, আর বড় গুনাহগুলোকে স্বাভাবিক করে ফেলা! যারা প্রতিদিন কারো হক মেরে খায়, অন্যের পেছনে কথা বলে – তারাই আবার সবচেয়ে জোরে বলে - গান হারাম! আমাদের দেশে এমন কোন সেক্টর কি আছে দুর্নীতি ছাড়া? এগুলো হারাম না! আমরা এই নিরীহ গানের পেছনে পড়ে আছি!

আসল হারাম শুধু গানের সুরে নয়, আসল হারাম লুকিয়ে থাকে আমাদের আচরণে, কথায়, আর অন্যের প্রতি অন্যায় ব্যবহারে।
#সত্যেরআলাপ
#গানকল্যাণ
#বিচারবহির্ভূতবিচার
#হকবিচার
#চোখেমুখে_নিন্দা
#গানইনাম
#নৈতিকতারবিচার
#মনোভব_গান
#আচরণসুন্দর
ুনাহ

ফেসবুকের পেমেন্টের টাকা দিয়ে ১ সপ্তাহ আগেই কিনেছি এর মধ্যে রঙ ওঠা শুরু করছে iPhone 17 Pro 😥😥
26/09/2025

ফেসবুকের পেমেন্টের টাকা দিয়ে ১ সপ্তাহ আগেই কিনেছি এর মধ্যে রঙ ওঠা শুরু করছে iPhone 17 Pro 😥😥

পরিস্থিতি যেমনই হোক মোবাইল দেখা লাহবেই🤧
23/09/2025

পরিস্থিতি যেমনই হোক মোবাইল দেখা লাহবেই🤧


গোপনীয়তা বলতে আর কিছু রইলো না🤧
22/09/2025

গোপনীয়তা বলতে আর কিছু রইলো না🤧



আর কনসার্ট করবেন না বলে তাহসানের ঘোষণা- 'এটাই আমার শেষ কনসার্ট!'“এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা...
22/09/2025

আর কনসার্ট করবেন না বলে তাহসানের ঘোষণা- 'এটাই আমার শেষ কনসার্ট!'
“এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে- এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?"
গতকাল মেলবোর্নে তাহসান নিজের শেষ কনসার্টে এই ঘোষণা দেন!
সঙ্গে এটাও বলেন- তার সব সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছেন!
—-

বেশি বেশি করে দোয়া করেন আপনারা যেন আল্লাহ তাকে কবুল করেন।

বিবাহ বিচ্ছেদের চেয়েও ভয়ানক হলো নীরব বিচ্ছেদ।এটা এমন একটি অবস্থা যেখানে স্বামী-স্ত্রী মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন,...
22/09/2025

বিবাহ বিচ্ছেদের চেয়েও ভয়ানক হলো নীরব বিচ্ছেদ।

এটা এমন একটি অবস্থা যেখানে স্বামী-স্ত্রী মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন, কিন্তু সামাজিকভাবে বা আইনত তারা বিবাহিত থাকেন। ওই পরিস্থিতি দুটি মানুষ একই ছাদের নিচে বসবাস করলেও তাদের মধ্যে কোনো মানসিক সংযোগ, আবেগিক আদান-প্রদান বা পারস্পরিক বোঝাপড়া থাকে না। এটি প্রচলিত বিবাহবিচ্ছেদের মতো কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং এটি সম্পর্কের একটি অদৃশ্য ভাঙন।

সাইলেন্ট ডিভোর্সের কিছু সাধারণ লক্ষণ হলো:

১. স্বামী-স্ত্রীর মধ্যে অর্থপূর্ণ কথোপকথন একেবারেই কমে যায়। তারা দৈনন্দিন কাজকর্ম নিয়ে কথা বললেও আবেগিক বা ব্যক্তিগত বিষয়ে কোনো আলোচনা থাকে না।

২. একে অপরের প্রতি ভালোবাসা, সহানুভূতি বা আগ্রহের অভাব দেখা যায়। কোনো পক্ষই অন্যজনের অনুভূতি বা প্রয়োজন নিয়ে মাথা ঘামায় না।

৩. দম্পতিরা ইচ্ছাকৃতভাবে একে অপরের সাথে সময় কাটানো এড়িয়ে চলেন। তারা নিজেদের আলাদা রুটিন তৈরি করে নেন এবং যার যার নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত থাকেন।

৪. শারীরিক ঘনিষ্ঠতা সম্পূর্ণভাবে বা আংশিকভাবে বন্ধ হয়ে যায়। এটি মানসিক দূরত্বের একটি বড় প্রতিফলন।

৫. ছোটখাটো বিষয় নিয়েও ভুল বোঝাবুঝি হয় এবং কেউ ক্ষমা চাইতে বা বিষয়টি মিটমাট করতে আগ্রহী হয় না।

৬. দম্পতিরা একসাথে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করেন না। প্রত্যেকেই নিজেদের ব্যক্তিগত লক্ষ্য ও স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকেন।


৭. একে অপরের সফলতা বা ব্যর্থতায় কোনো রকম আগ্রহ বা অনুভূতি প্রকাশ পায় না।

অনেক কারণে সাইলেন্ট ডিভোর্স হতে পারে। এর মধ্যে প্রধান কারণগুলো হলো:

১. ছোটখাটো সমস্যাগুলো সমাধান না হয়ে দীর্ঘদিন ধরে জমতে থাকলে তা বড় ধরনের মানসিক দূরত্ব তৈরি করে।

২. স্বামী বা স্ত্রী একবার বিশ্বাস ভঙ্গ করলে সেই বিশ্বাস পুনরায় ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়ে, যা নীরব বিচ্ছেদের দিকে ঠেলে দেয়।

৩. সন্তান লালন-পালন বা আর্থিক বিষয় নিয়ে তীব্র মতবিরোধ থাকলে তা সম্পর্কের অবনতি ঘটায়।

৪. সঙ্গীর বাবা-মা এবং পরিবারকে আপন করে নিতে না পারা সম্পকর্কে আস্তে আস্তে শিথিল করে দেয়।

৫. অতিরিক্ত কর্মব্যস্ততা বা সঙ্গীকে সস্তা মনে করে তাকে সময় না দেওয়াটাও নীরব বিচ্ছেদের একটি বড় কারণ।

৬. অনুভূতি প্রকাশ করতে না পারা বা একে অপরের কথা শুনতে না চাওয়া দুজনের মধ্যে একধরনের মানসিক দূরত্ব তৈরি করে যা ধীরে ধীরে দুজনকে দূরের মানুষ করে তোলে।

সাইলেন্ট ডিভোর্সের প্রভাব শুধু স্বামী-স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি পুরো পরিবার, বিশেষ করে সন্তানদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। দম্পতিরা নিজেদের মধ্যে একাকিত্ব এবং হতাশা অনুভব করেন। বাবা-মায়ের এই নীরব বিচ্ছেদ দেখে সন্তানরা নিরাপত্তাহীনতায় ভোগে এবং তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি হয়। তারা ভুল ধারণা নিয়ে বড় হতে পারে যে, সম্পর্কে ভালোবাসা বা আবেগ প্রকাশ করা অপ্রয়োজনীয়।

🤧
21/09/2025

🤧


Address

Jashore
Monirampur
7440

Telephone

+8801723956192

Website

Alerts

Be the first to know and let us send you an email when RIX Factor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RIX Factor:

Share