
20/04/2025
আসলেই আমাদের একটু রুখে দাঁড়ানো লাগবে, ✍️✍️✍️✍️✍️✍️
বর্তমানে দাম্পত্য কলহ মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। দেখা যায়, ভালোবেসে দু'জন দু'জনকে বিয়ে করেছে। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই ডিভোর্স।
এর অনেক কারন থাকতে পারে। তবে আমি সে কারন নিয়ে অন্যকোনো দিন লিখবো।
আজ আমি লিখছি কিভাবে আমরা আমাদের দাম্পত্য জীবন সুন্দর করতে পারি।
সুন্দর সুখী দাম্পত্য জীবন পেতে হলে আপনাকে সম্পর্কের যত্ন নিতে হবে।গুরুত্ব দিতে হবে। সম্পর্ক টাকে নিজের হাতে গড়তে হবে।
১.ক্ষমা করুনঃ
প্রথমেই বলবো দুজনার মধ্যেই ক্ষমা করার মানসিকতা থাকতে হবে। ঝগড়ার সময় কে কাকে কি বলেছেন তা ধরে বসে থাকা যাবেনা।
২.সম্মান করুনঃ
পরষ্পর পরষ্পরকে সম্মান করুন।যেকোনো সম্পর্কে সম্মান খুবই জরুরি।
৩.কথা বলুনঃ
একে অপরের সাথে কথা বলুন।যতক্ষন একসাথে থাকবেন কথা বলবেন।
৪.অভিযোগগুলো শুনুনঃ
মনে রাখবেন যেখানে অধিকার আছে সেখানেই অভিযোগ থাকে।বিরক্ত না হয়ে দুজন দুজনার অভিযোগ গুলো খেয়াল করে শুনুন।
৫.সময় দিনঃ
কাজের অজুহাতে সঙ্গির থেকে পালিয়ে না বেড়িয়ে তাকে সময় দিন।
৬.প্রসংশা করুনঃ
একে অপরের প্রসংশা করুন।সব কিছুর প্রসংশা করুন। পাশাপাশি তার কাজে উৎসাহ দিন।
৭.বিশ্বস্ততাঃ
সম্পর্কে বিশ্বাস ভিশন জরুরি। একে অপরের প্রতি বিশ্বস্ত থাকুন।
ডাঃ মোঃ আবদুল্লাহ ইউসুফ
বিশেষজ্ঞ চিকিৎসক, ইউএসএ