দাঁড়িপাল্লা যশোর-৫-মণিরামপুর

দাঁড়িপাল্লা যশোর-৫-মণিরামপুর ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন

12/12/2025
10/12/2025
09/12/2025

যশোর সদর উপজেলার ১৩ নম্বর কচুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কচুয়া রায়মানিক সরদার পাড়ায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে স্থানীয় বিএনপি নেতার ছোট ভাই 😭😭

09/12/2025

জাতীয় নির্বাচন ২০২৬ সামনে
যশোর-৫ (মনিরামপুর) আসনে দাড়িপাল্লার কান্ডারি নিরলসভাবে মানুষের পাশে থেকে ন্যায়, ইনসাফ ও সমান অধিকারের সমাজ গঠনে কাজ করে যাচ্ছেন।

আপনার একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে মনিরামপুরের ভবিষ্যৎ।
আপনার মতামতই হবে আগামী নেতৃত্বের শক্তি।

👉 আপনি কোন পরিবর্তন দেখতে চান মনিরামপুরে? কমেন্টে জানান।
👉 শেয়ার করে মানুষের মতামত জানাতে সাহায্য করুন।

#মনিরামপুর #যশোর৫ #দাড়িপাল্লা #নির্বাচন২০২৬
#ন্যায়ইনসাফ #পরিবর্তন #জনতারপাশে

আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। তাই, আপনার মতামতকে সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামায়াতে ইসল...
09/12/2025

আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। তাই, আপনার মতামতকে সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার, ইনশাআল্লাহ।

09/12/2025

গণতন্ত্র এবং রাষ্ট্র ব্যবস্থা সাইদী সাহেব যখন বলেছিলেন।

তখন যে দল নিজেদেরকে গণতন্ত্রের জনক বলে দাবি করছেন, তারাই সেই গণতন্ত্র চিবিয়ে খেয়েছিলো।

রসুলপুর দারুল উলুম বালক বালিকা কওমি মাদ্রাসার আজীবন দাতা সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর (০৫) আসনে...
08/12/2025

রসুলপুর দারুল উলুম বালক বালিকা কওমি মাদ্রাসার আজীবন দাতা সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর (০৫) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এড. গাজী এনামুল হক

08/12/2025

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে এবার ‘জাতির মা’, ’১৮ কোটি মানুষের মা’ সম্বোধন করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মনির হোসাইন কাসেমী। নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে ছাড় পাওয়ার তালিকায় থাকা জমিয়তের এই নেতা আগেও বিভিন্ন সময় এমন বক্তব্য দিয়েছেন।

প্রসঙ্গত, ইসলামি দলগুলোর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম এখনো বিএনপির মিত্র হিসেবে রয়েছে। দলটি আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে অংশ নিতে চায়। বিএনপি তাদের মিত্রদের যে কয়টি আসনে ছাড় দিতে পারে বলে আলোচনা আছে সেখানে জমিয়তকে অন্তত ৫ টি আসনে ছাড় দেবে বলে সূত্রে জানা গেছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিএনপির কাছে অন্তত ১২টি আসন দাবি করেছে, কিন্তু বিএনপি সর্বোচ্চ ৫টি আসন দিতে রাজি হয়েছে বলে জানা গেছে। সেই ৫টি আসনের একটি নারায়ণগঞ্জ-৪। এই আসনে জমিয়তের প্রার্থী মাওলানা মনির হোসাইন কাসেমী। তিনি ২০১৮ সালেও বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন।

"জামায়াত ধর্মের ব্যবহার করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে না। যারা নির্বাচনের সময় এলে তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্ম নিয়ে ব্যবস...
08/12/2025

"জামায়াত ধর্মের ব্যবহার করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে না। যারা নির্বাচনের সময় এলে তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে। জাতীয় নির্বাচন পেছানো জামায়াতের কাম্য না। কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে।
ক্ষমতায় গেলে আমরা ইনক্লুসিভ বাংলাদেশ গড়বো। আমরা কোনও দলকেই বাদ দেবো না। দেশের স্বার্থে দারুণভাবে আমোরা অনুভব করি, জামায়াত ক্ষমতায় গেলে অন্তত আগামী ৫ বছর দেশের স্থিতিশীলতা, অর্থনীতি ফিরিয়ে আনা, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।
দুইটি জিনিস অনুরোধ করবো প্রথমত, নিজে দুর্নীতি করবেন না এমনকি বিষয়টাকে প্রশ্রয় দিবেন না। দ্বিতীয়ত, সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা, এ বিষয়ে রাজনৈতিকভাব হস্তক্ষেপ করা যাবে না। যারা অন্তত এই দুইটি বিষয়ে একমত হবেন আমরা তাদের নিয়ে সরকার গঠন করতে আগ্রহী।"
ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে ৮ দেশের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আমীরে জামায়াত- ডা. শফিকুর রহমান।

Address

Monirampur
7440

Telephone

+8801983125685

Website

Alerts

Be the first to know and let us send you an email when দাঁড়িপাল্লা যশোর-৫-মণিরামপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দাঁড়িপাল্লা যশোর-৫-মণিরামপুর:

Share