Sajal Khan

Sajal Khan Sajal Khan
আল্লাহ্ নসিবে যা লিখেছে তাই হবে, আমি শুধু চেষ্টা করে যাচ্ছি...❤️‍🩹

চেনা পরিচিত সবার অভিমত আমি অধিক মাত্রার পাগল। আমার অবশ্য ধারনা আমি মোটামুটি সুস্থ।

রাগি খুব দেরিতে, রাগ কমে খুব সহজে সব কিছুতেই এক্সট্রিম ব্যাপার টা কাজ করে...

কথা কম বলি But পছন্দের মানুষদের সাথে অনরগল কথা বলি সামনে।

আর মধ্যম পন্থায় বিশ্বাসী না। আমার মতে দুনিয়ায় এরকম কিছু নাই.. হইলে এসপার, নইলে ওসপার!

আর.. ভালবাসার মানুষ টাকে অতি মাত্রায় ভালোবাসি... জীবনের কোন calculation or equation এই একটা

ব্যাপারে কখনই কাজ করে না....।

keep falling in love again and again.....

সবচেয়ে বেশি পছন্দ সকালবেলার ঘুম। গান শুনতে কঠিন পছন্দ করি। ডাল ভাত আলুভর্তা আর মাছ, মাংস, চালের রুটি পছন্দের খাদ্য। মুভি দেখি নাওয়া খাওয়া ভুলে গিয়ে। কফি এর চূড়ান্ত ভক্ত। সমুদ্র ভাললাগে, পাহাড় দেখতে তার থেকে বেশি ভালো লাগে। গোধূলি ধূসর আকাশ পছন্দের বেশ।

হুমায়ূন আহমেদ এর গল্প দিয়ে বই পড়ার শুরু।

08/06/2025

প্রথম লাইভে আসলাম।

31/05/2025

সফল মানুষরা জ্বলতে থাকা মোম বাতির মতোন।

05/05/2025

কম বেতনে অধিকাংশ চাকরি।

04/05/2025

দ্বায়িত্ব শব্দটা ছোট হলেও এ-র ওজন অনেক বারী।

04/05/2025

স্বামীর কাছে স্ত্রী যদি না থাকে কোন গুরুত্ব।

04/05/2025

মানুষের কথায় কান দেই না।

02/05/2025

সমুদ্রের বুকে নীল দিগন্ত।

30/04/2025

অর্থনীতি পড়া ছেলেটাও অর্থের অভাবে ভোগে।

30/04/2025

বিশাল আকাশ থেকে একটা তারকা খসে পড়ে গেলে।

30/04/2025

একজন খাঁটি মানুষ হতে গেলে তোমার ব্যবহারই যথেষ্ট।

29/04/2025

সামান্য একটু আলো মোমবাতি বিলায়।

Address

Bagerhat
Morrelganj
9320

Alerts

Be the first to know and let us send you an email when Sajal Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category