
07/03/2024
ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড আয়োজিত জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ এর বিজয়ীদের পুরুষ্কার ও হিফয সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, রাসুল (সা.)-এর ৩৯তম বংশধর, মদিনা মনাওয়ারার প্রখ্যাত বুযুর্গ শায়খ সায়্যিদ আল হাবীব আসিম আদী ইয়াহইয়া।
সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন, মুর্শিদে বরহক, উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।
০৭ মার্চ ২০২৪
আমান উল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, সিলেট