Bhatera Degree College

Bhatera Degree College It's an educational institution offering tuition from class eleven to degree pass

ভাটেরা ডিগ্রি কলেজে বার্ষিক মিলাদ মাহফিল ও প্রবেশ পত্র বিতরণ করা হয়।
04/07/2024

ভাটেরা ডিগ্রি কলেজে বার্ষিক মিলাদ মাহফিল ও প্রবেশ পত্র বিতরণ করা হয়।

আজ ০২ জুলাই' ২০২৪ মঙ্গলবার ভাটেরা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হল বিশ্ব সাহিত্য কেন্দ্র পরিচালিত "বইপড়া" কর্মসূচির পুরস্কার বি...
02/07/2024

আজ ০২ জুলাই' ২০২৪ মঙ্গলবার ভাটেরা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হল বিশ্ব সাহিত্য কেন্দ্র পরিচালিত "বইপড়া" কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সংগঠক কল্লোল দাস এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জনাব সিপার উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন প্রভাষক আব্দুল ওয়াদুদ, উত্তম কুমার দাস ও দুলাল হোসেন। অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে সৃজনশীল এই উদ্যোগকে সুন্দর ও সফল করার জন্য ধন্যবাদ বিসাকে সদস্যবৃন্দ সহ সকল শিক্ষার্থীদের।

এইচ এসসি স্থগিত পরীক্ষারতারিখ পুননির্ধারিত
30/06/2024

এইচ এসসি স্থগিত পরীক্ষার
তারিখ পুননির্ধারিত

ভাটেরা কলেজের নবগঠিত গভর্ণিং বডির ১ম সভা অনুষ্ঠিত হয়।গভর্ণিং বডির নতুন সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাও. ফজলুল ...
28/06/2024

ভাটেরা কলেজের নবগঠিত গভর্ণিং বডির ১ম সভা অনুষ্ঠিত হয়।গভর্ণিং বডির নতুন সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাও. ফজলুল হক খান সাহেদ সাহেবকে ফুল দিয়ে স্বাগত জানান কলেজের অধ্যক্ষ, শিক্ষক/শিক্ষিকা, গভর্ণিং বডির সদস্যবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

ডিগ্রি (পাস) শ্রেণিতেভর্তি চলছেভাটেরা ডিগ্ৰি কলেজে  ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) শ্রেণিতে (নিয়মিত) ভর্তির চলছে। 👉অ...
10/06/2024

ডিগ্রি (পাস) শ্রেণিতে
ভর্তি চলছে

ভাটেরা ডিগ্ৰি কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) শ্রেণিতে (নিয়মিত) ভর্তির চলছে।
👉অনলাইন আবেদন শুরু হয়েছে ৫ জুন বিকাল ৪টা থেকে। চলবে ৩০জুন পর্যন্ত। ৩০০/- ফি কলেজ নোটিশ অনুসরণ করে জমা দিবেন।

◾যেকোন একটি কলেজে আবেদন করা যাবে।

✔️এবার আবেদন করতে পারবেঃ
🔘 SSC - 2019/2020/2021 এবং HSC - 2021/2022/2023 সালে পাসকৃত শিক্ষার্থীরা।
🔘 নূন্যতম জিপিএ আলাদা করে ২.০০ থাকতে হবে অন্যথায় ডিগ্রির ভর্তির আবেদন করতে পারবেন নাহ।

✔ক্লাস শুরু হবে ২৫জুলাই থেকে।

10/06/2024
শোকাহতভাটেরা কলেজের সাবেক প্রভাষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক সাহেবের পিতা বরমচাল, পূর্ব ইটাখলা নিবাসী হাজী মোঃ জহির আলী চৌ...
09/06/2024

শোকাহত

ভাটেরা কলেজের সাবেক প্রভাষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক সাহেবের পিতা বরমচাল, পূর্ব ইটাখলা নিবাসী হাজী মোঃ জহির আলী চৌধুরী গতকাল রাত ৮.৫০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন। আমিন

অর্জন
19/05/2024

অর্জন

17/05/2024

সংশ্লিষ্ট সকলের
অবগতির জন্য

জানানো যাচ্ছে যে, বিগত প্রায় ৪ বছর যাবত ভাটেরা ডিগ্রি কলেজ ও ভাটেরা উচ্চ বিদ্যালয় সম্পুর্ণ আলাদা দুটি প্রতিষ্টান হিসেবে পরিচালিত হচ্ছে। ভাটেরা ডিগ্রি কলেজ বিগত ২ বছর যাবত এইচএসসি পরীক্ষায় ফলাফলে উপজেলার শীর্ষ স্থানে রয়েছে। ভাটেরা ডিগ্রি কলেজে অধ্যক্ষ, গভর্নিং বডি ও ভাটেরা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক আলাদা ম্যানেজিং কমিটি রয়েছে। অর্থাৎ এ দুটি প্রতিষ্টান সম্পুর্ণ আলাদাভাবে বিগত প্রায় ৪ বছর যাবত পরিচালিত হচ্ছে।এখানে বিভ্রান্ত হওয়া বা বিভ্রান্ত করার কোন সুযোগ নেই।
- কর্তৃপক্ষ

 # ১৮ এপ্রিল ভাটেরা কলেজগভর্নিং বডির নির্বাচন।অভিভাবক সদস্য পুরুষ, অভিভাবক সদস্য মহিলা, শিক্ষক প্রতিনিধি, দাতা সদস্য ইত্...
23/03/2024

# ১৮ এপ্রিল ভাটেরা কলেজ
গভর্নিং বডির নির্বাচন।

অভিভাবক সদস্য পুরুষ, অভিভাবক সদস্য মহিলা, শিক্ষক প্রতিনিধি, দাতা সদস্য ইত্যাদি ক্যাটাগরিতে নির্বাচনের লক্ষ্যে

# ২৫ মার্চ মনোনয়ন পত্র ক্রয়।
# ২৭ ও ২৮ মার্চ মনোনয়ন পত্র জমাদান।
( যাবতীয় কার্যক্রম অফিস চলাকালীন সময়ে কলেজ অফিস থেকে পরিচালিত হবে)

-রিটার্নিং অফিসার

20/02/2024
ভাটেরা ডিগ্রি কলেজের আয়োজনে মৌলভীবাজার -২ কুলাউড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব শফিউল আলম চৌধুরী নাদেল মহোদয়ের সংব...
19/02/2024

ভাটেরা ডিগ্রি কলেজের আয়োজনে মৌলভীবাজার -২ কুলাউড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব শফিউল আলম চৌধুরী নাদেল মহোদয়ের সংবর্ধনা অনুষ্ঠান ও শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মশিউর রহমান।

Address

Kulaura
Moulvi Bazar
3134

Telephone

+8801711967920

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhatera Degree College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share