MoulviBazar Pauro Park

MoulviBazar Pauro Park মৌলভীবাজার পৌর পার্ক সত্য প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ।
এই পেজ থেকে যা কিছু প্রচারিত হবে সত্য ও নির্ভরযোগ্য।
-----সত্যের সন্ধানে সব সময়----

মৌলভীবাজারে বসতঘরের উপর আচমকা উপড়ে পরে গেলো বিশাল আকৃতির গাছ।হঠাৎ উপড়ে পরলো বিশাল আকৃতির গাছ!ঘটনাটি মৌলভীবাজার জেলার কমল...
28/10/2025

মৌলভীবাজারে বসতঘরের উপর আচমকা উপড়ে পরে গেলো বিশাল আকৃতির গাছ।

হঠাৎ উপড়ে পরলো বিশাল আকৃতির গাছ!

ঘটনাটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটারে কলোনিতে হঠাৎ বিশাল আকৃতির একটি গাছ উপড়ে পরে যায়।

এতে বসতঘরের ক্ষয়ক্ষতি হলেও পরিবারের লোকজন বাড়িতে না থাকায় হতাহতের ঘটনা থেকে বেঁচে যায় পরিবারের সদস্যরা।

#মৌলভীবাজার #কমলগঞ্জ #মৌলভীবাজারের_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের বিতর্কিত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দূর্ণীতির প্রমাণ পেয়েছে তদন্তকারী কমিটি...
28/10/2025

মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের বিতর্কিত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দূর্ণীতির প্রমাণ পেয়েছে তদন্তকারী কমিটি।

মৌলভীবাজারে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর সেই বিতর্কিত প্রধান শিক্ষক রাশেদা বেগম এর শেষ রক্ষা হলো না । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর "মাউশি" এর দীর্ঘ তদন্তে বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির অভিযোগের সত্যতা পেয়েছে।

গত ২৫/০৯/২০২৫ইং (মো: নাজিম উদ্দিন) শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-১) এর স্বাক্ষরিত আদেশে এ নির্দেশ প্রদান করা হয়।

আদেশে উল্লেখ করা হয় - মৌলভীবাজার জেলার সদর উপজেলাধীন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগমের বিরুদ্ধে আনিত বিভিন্ন অভিযোগের তদন্ত প্রতিবেদন এর পর্যালোচনা ও সুপারিশ অনুযায়ী অভিযোগসমূহ প্রমাণিত হয়।

এমতাবস্থায়, বর্ণিত বিষয়ে অভিযোগসমূহ প্রমাণিত হওয়ায় তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বর্তমান প্রধান শিক্ষকের বিষয়ে বিদ্যালয় পরিচালনা বিধি মালা-২০২৪ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য এবং প্রধান শিক্ষকের পরিবর্তে সহকারী প্রধান শিক্ষক বা সহ: প্রধান শিক্ষক পদ শূন্য না থাকলে জ্যেষ্ঠতম শিক্ষক-কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

#মৌলভীবাজার #মৌলভীবাজারের_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

28/10/2025

আগামী ৪ নভেম্বর মৌলভীবাজার আসছেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী হাবিব ওয়াহিদ।

ডে/ঙ্গু জ্ব/রে আ/ক্রা/ন্ত হয়ে মা/রা গেলেন বিশ্বজয়ী হাফেজ ত্বকী।আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হওয়া হাফেজ সাইফুর ...
28/10/2025

ডে/ঙ্গু জ্ব/রে আ/ক্রা/ন্ত হয়ে মা/রা গেলেন বিশ্বজয়ী হাফেজ ত্বকী।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হওয়া হাফেজ সাইফুর রহমান ত্বকী মা/রা গেছেন।

মঙ্গলবার (২৮শে অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ত্বকী ডে/ঙ্গু জ্ব/রে আ/ক্রা/ন্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী গণমাধ্যমকে তার মৃ/ত্যুর খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাফেজ ত্বকী সম্প্রতি ডে/ঙ্গু জ্ব/রে আ/ক্রা/ন্ত হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃ/ত্যু হয়।

২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হাফেজ সাইফুর রহমান ত্বকি। পরবর্তীতে কুয়েত ও বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও বিজয়ী হন তিনি।

২০০০ সালে কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন এই বিশ্বজয়ী হাফেজ। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক।

#ত্বকী #হাফেজ #বাংলাদেশেরখবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

28/10/2025

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি।
কমেন্টে আবেদনের নিয়ম দেয়া হলো,,,

মৌলভীবাজার না/স্তিক উমায়রাকে বাঁচানোর জন্য চেষ্টা। মৌলভীবাজারের না/স্তিক অ্যাডভোকেট উমায়রাকে  বাঁচানোর জন্য চেষ্টা করে য...
28/10/2025

মৌলভীবাজার না/স্তিক উমায়রাকে বাঁচানোর জন্য চেষ্টা।

মৌলভীবাজারের না/স্তিক অ্যাডভোকেট উমায়রাকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে একটি মহল।

এর আগে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এবং সাহাবী হযরত উমর (রা.) কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটুক্তি করার অভিযোগে মৌলভীবাজার জেলা আইনজীবী বারের উমায়রা ইসলাম নামের এক আইনজীবী কে আটক করেছে, মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

শনিবার (২৮জুন ২০২৫) শহরের ক্লাব রোর্ড থেকে তাকে আটক করা হয়। জানা যায় দীর্ঘদিন ধরে মহানবী (সা.) এবং তার সঙ্গী সাহাবিদের নিয়ে নানান ধরনের কটুক্তি করে আসছেন তিনি।

পরবর্তীতে ২৮ জুন ২০২৫ শনিবার বিষয়টি সামনে আসলে, ক্ষোভ বিরাজ করে জেলার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে। সর্বশেষ বিকেলে তাকে তার বাসা থেকে আটক করা হয়।

#মৌলভীবাজার #হবীগঞ্জ #মৌলভীবাজার_পৌর_পার্ক

মৌলভীবাজার পৌর শহরে যানজট নিরসনে আজকের অভিযান। মৌলভীবাজারে যানজট নিরসনে প্রশাসনের অ"ভি"যা"ন মৌলভীবাজার পৌরসভা ও জেলা প্র...
28/10/2025

মৌলভীবাজার পৌর শহরে যানজট নিরসনে আজকের অভিযান।

মৌলভীবাজারে যানজট নিরসনে প্রশাসনের অ"ভি"যা"ন

মৌলভীবাজার পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের প্রধান সড়ক, ড্রেন ও ফুটপাত দখলমুক্ত রাখতে চলছে নিয়মিত অভিযান।

ফুটপাত ও রাস্তার পাশে অবৈধভাবে দাঁড়ানো ভ্যান, রিকশা ও অস্থায়ী দোকানগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। এতে শহরের চলাচলব্যবস্থা স্বাভাবিক হচ্ছে এবং যানজট অনেকটাই কমে এসেছে।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কর্মকর্তারা।
তাঁরা জানিয়েছেন, শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনাই এ অভিযানের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

সচেতন নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব—
ফুটপাত ও সড়ক দখল না করা
যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা

একটি পরিচ্ছন্ন ও যানজটমুক্ত মৌলভীবাজার গড়তে প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানাই।

#মৌলভীবাজার #মৌলভীবাজারের_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

মৌলভীবাজার শহরে চলছে অবৈধ পার্কিং ও দোকানপাট উচ্ছেদের অভিযান।পূর্ব ঘোষণার প্রেক্ষিতে আজ ২৮ অক্টোবর মঙ্গলবার মৌলভীবাজার শ...
28/10/2025

মৌলভীবাজার শহরে চলছে অবৈধ পার্কিং ও দোকানপাট উচ্ছেদের অভিযান।

পূর্ব ঘোষণার প্রেক্ষিতে আজ ২৮ অক্টোবর মঙ্গলবার মৌলভীবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবৈধ পার্কিং ও দোকানপাটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য শহরের মাত্রাতিরিক্ত যানজট নিরসনের জন্য সড়কে অবৈধ গাড়ি পার্কিং ও দোকানপাটের বিরুদ্ধে অভিযান।

#মৌলভীবাজার #মৌলভীবাজারের_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

নবীগঞ্জে পর/কিয়ায় আসক্ত মেয়েকে কুপিয়ে হ/ত্যা করলেন বাবা।হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে ক...
28/10/2025

নবীগঞ্জে পর/কিয়ায় আসক্ত মেয়েকে কুপিয়ে হ/ত্যা করলেন বাবা।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে করগাঁও ইউনিয়নের কুড়িশাইল বেগমপুর গ্রামে মতিলাল দাশ নামে এক ব্যক্তি নিজের মেয়ে পূর্ণিমা রানী দাশ (২৫)-কে কুপিয়ে হ/ত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিতা মতিলাল দাশকে আট/ক করে। মেয়ের ম/রদেহ উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ম/র্গে পাঠানো হয়েছে।

হ/ত্যার কারণ হিসেবে প্রাথমিক ভাবে জানা যায়,

মতিলাল দাশের মেয়ের চরিত্রে সমস্যা ছিল, তাকে দুই বার বিয়ে দেওয়া হয়েছিল সে কোনো বিয়ে ঠিকে রাখতে পারে নি সে দুই সন্তানের মা,হওয়ার পরেও অন্য ছেলেদের সাথে মোবাইলে কথা বলতো, দেখা করতো তার স্বামী সেটা মেনে নিতে পারে নি তাই পূর্নিমা দাশকে তার বাবার বাড়ি দিয়ে যায়। কিন্তু মেয়ের শিক্ষা হয়নি সে তার বাবার বাড়ি এসেও সেই একই কাজ করে যায়,কয়দিন আগে একটি ছেলের সাথে সন্তানদের রেখে ঢাকা পালিয়ে যায়, যার সাথে পালিয়ে গিয়েছিল সেই ছেলে কয়েকদিন রেখে আবার বাড়ি পাঠিয়ে দেয়।

মতিলাল দাশ একজন ধার্মিক মানুষ গীতা পাঠ করেন কির্তন করেন,তার মেয়ের এমন চরিত্র এটা নিয়ে পাড়া প্রতিবেশী সবাই ওনাকে অপমান জনক কথা বলে সেটা উনি সহয্য করতে পারেন নি তাই তার মেয়েকে ঘুমের মধ্যেই কুপিয়ে হ/ত্যা করে।

#হবীগঞ্জ #নবীগঞ্জ #বাংলাদেশেরখবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

স্বপ্ন ছিলো শিরোপা জয়ের মাঝপথে এসে থেমে গেলো শিরোপা জয়ের লড়াই, নরসিংদীর কাছে ২-০ গোলে মৌলভীবাজারের হারচেষ্টার কমতি ছিলোন...
27/10/2025

স্বপ্ন ছিলো শিরোপা জয়ের মাঝপথে এসে থেমে গেলো শিরোপা জয়ের লড়াই, নরসিংদীর কাছে ২-০ গোলে মৌলভীবাজারের হার

চেষ্টার কমতি ছিলোনা। প্রথমার্ধে দলও ভালো খেলেছে। তবে আচমকা গোল খেয়ে ফেলায় সব এলোমেলো হয়ে যায়। তরুণদের সমন্বয়ে গঠিত মৌলভীবাজার জেলা দল আর ঘুরে দাঁড়াতে পারেনি। কোচ জামান এবং তার টিমের ভবিষ্যতের জন্য শুভকামনা।

#মৌলভীবাজার #মৌলভীবাজারের_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

মৌলভীবাজারে ছেলের মৃ/ত্যুর খবর শুনে বাবা হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউন...
27/10/2025

মৌলভীবাজারে ছেলের মৃ/ত্যুর খবর শুনে বাবা হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রীবাস মালাকার (২৪) নামে এক যুবকের ম/র্মান্তিক মৃ/ত্যু হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দু/র্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী বাড়ির নারিকেল গাছে উঠলে গাছের ডালের সঙ্গে থাকা বিদ্যুৎ তারে জড়িয়ে তিনি ঘটনাস্থলেই মা/রা যান।

ছেলের মৃ/ত্যুর খবর শুনে তার বাবা আনসার ভিডিপি কমান্ডার নিখিল মালাকার হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, “লা//শ থানায় আনা হয়েছে। পরিবার ম//য়নাতদন্ত ছাড়া দাহের অনুমতির আবেদন জানিয়েছে।

27/10/2025

🔴একটি বিশেষ ঘোষণা🔴
আগামীকাল থেকে মৌলভীবাজার শহরের প্রধান সড়কগুলোতে অবৈধ গাড়ি পার্কিং ও দোকানপাটের বিরুদ্ধে বিশেষ অভিযান।

Address

Moulvi Bazar, Sylhet
Moulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when MoulviBazar Pauro Park posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share