MoulviBazar Pauro Park

MoulviBazar Pauro Park মৌলভীবাজার পৌর পার্ক সত্য প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ।
এই পেজ থেকে যা কিছু প্রচারিত হবে সত্য ও নির্ভরযোগ্য।
-----সত্যের সন্ধানে সব সময়----

স্বামী, সন্তান ফেলে সিলেটে কিশোরের প্রেমের টানে কুমিল্লার গৃহবধূ। প্রেমের টানে তিন সন্তানের জননী কুমিল্লা থেকে সিলেটের গ...
29/09/2025

স্বামী, সন্তান ফেলে সিলেটে কিশোরের প্রেমের টানে কুমিল্লার গৃহবধূ।

প্রেমের টানে তিন সন্তানের জননী কুমিল্লা থেকে সিলেটের গোয়াইনঘাটে!

গোয়াইনঘাটের তামাবিলের ২০ বছর বয়সী ছেলে শাহিন আলমের প্রেমের টানে কুমিল্লার বরুড়ার তিন সন্তানের জননী স্বামীসহ সন্তানকে ফেলে চলে আসলেন শাহিনের কাছে।

#সিলেট #বাংলাদেশের_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

মৌলভীবাজার সদরের পূজা মণ্ডপে তেল, চাল ও ডাল উপহার দিলেন জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।শারদীয় দুর্গোৎসব বাঙালির ...
29/09/2025

মৌলভীবাজার সদরের পূজা মণ্ডপে তেল, চাল ও ডাল উপহার দিলেন জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

শারদীয় দুর্গোৎসব বাঙালির জীবনে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এক মহাসমারোহ—যেখানে মিলেমিশে থাকে আনন্দ আর সম্প্রীতি। এ উৎসবকে আরও বর্ণিল করে তুলতে এগিয়ে এলেন জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

তিনি ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজার জেলা সদরের প্রতিটি পূজা মণ্ডপে ৫০ কেজি চাল, ৫০ কেজি ডাল ও ৫ লিটার তেল উপহার হিসেবে পৌঁছে দেন। তাঁর প্রতিনিধিদের মাধ্যমে এই সামগ্রী পূজা উদ্যোক্তাদের হাতে হস্তান্তর করা হয়।

উপহার গ্রহণকালে মণ্ডপ কমিটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ কেবল উৎসবের আনন্দই বাড়ায় না, বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে।

জাকির উজ্জ্বল বলেন ‘দুর্গাপূজা আজ আর শুধু সনাতন ধর্মাবলম্বীদের সীমাবদ্ধ উৎসব নয়, এটি সামগ্রিক সংস্কৃতির মিলনমেলা’।

জাকির হোসেন উজ্জ্বল আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সব সময় বাংলাদেশকে একটি শান্তি সমৃদ্ধির দেশ হিসাবে নির্মাণের স্বপ্ন হিসেবে দেখে আসছেন। আমরা তাঁর সৈনিক হিসেবে কেবল সেই দায়িত্ব পালন করছি মাত্র।

পূজা মণ্ডপজুড়ে এখন আলো-ঝলমলে সাজসজ্জা, ভক্ত-দর্শনার্থীদের ভিড় এবং ধর্মীয় আবহের পাশাপাশি এই উদ্যোগের উষ্ণতা যোগ করেছে বাড়তি আনন্দ। স্থানীয়রা বলছেন, জাকির হোসেন উজ্জ্বলের এ প্রচেষ্টা নিঃসন্দেহে সম্প্রীতি ও সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

#মৌলভীবাজার #মৌলভীবাজারের_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

29/09/2025

আগামীকাল থেকে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড ৩ দিন বন্ধ থাকবে।
বিস্তারিত কমেন্টে,,,,,,,

শ্রীলঙ্কায় সিরিজ জয়ের পর সেরা কিপার নির্বাচিত হলে মৌলভীবাজারের শিমুল।শ্রীলঙ্কায় রাগীব রাবেয়া একাডেমির সিরিজ জয়, সেরা কিপ...
29/09/2025

শ্রীলঙ্কায় সিরিজ জয়ের পর সেরা কিপার নির্বাচিত হলে মৌলভীবাজারের শিমুল।

শ্রীলঙ্কায় রাগীব রাবেয়া একাডেমির সিরিজ জয়, সেরা কিপার নির্বাচিত হলে মৌলভীবাজারের শিমুল।

শ্রীলঙ্কায় সনাৎ জয়সুরিয়া ক্রিকেট ফাউন্ডেশনকে তিন ম্যাচের সিরিজে ২-০ তে পরাজিত করে সিলেটের রাগীব রাবেয়া স্পোর্টস একাডেমি। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। ৩য় ম্যাচে ৪১ রানের দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করে রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি।

🏏 বেস্ট উইকেট কিপারঃ ইশতিয়াক আহমদ শিমুল।
🏏বেস্ট ফিল্ডারঃ জালাল উদ্দীন।
🏏বেস্ট বোলারঃ ওমর ফারুক।
🏏 ম্যান অব দ্যা সিরিজ- মুহিবুর রহমান সমির।

সিরিজে অসাধারণ পারফরম্যান্স এর কারনে বেষ্ট উইকেট কিপার নির্বাচিত হয়েছেন রাগীব রাবেয়া একাডেমির উইকেট কিপার, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৃতি সন্তান ইশতিয়াক আহমদ শিমুল।

⛔ শিমুলের পারফরম্যান্স
👉 ম্যাচঃ ২
👉 রানঃ ৮০
👉 ক্যাচঃ ৫
👉 স্ট্যাম্পিংঃ ৩

#কুলাউড়া #মৌলভীবাজার #মৌলভীবাজারের_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

দীর্ঘ সফরের পর লন্ডন থেকে দেশে আসলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর জনাব মাসুদ আহমেদ। দীর্ঘ সফর শেষে লন্ডন থেকে নিজ ...
29/09/2025

দীর্ঘ সফরের পর লন্ডন থেকে দেশে আসলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর জনাব মাসুদ আহমেদ।

দীর্ঘ সফর শেষে লন্ডন থেকে নিজ মাতৃভূমিতে আগমন করলেন ৫ বারের মৌলভীবাজার পৌর কাউন্সিলর
মোঃ মাসুদ আহমেদ।

এ সময় মোঃ মাসুদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান শুভাকাঙ্ক্ষী ও ফাউন্ডেশনের সদস্যরা।

#মৌলভীবাজার #মৌলভীবাজারের_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

মৌলভীবাজার সরকারি কলেজে ডিগ্রী ১ম বর্ষের ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ। ডিগ্রি ১ম বর্ষ ফরম পূরণে মানউন্নয়ন পরীক্ষা...
29/09/2025

মৌলভীবাজার সরকারি কলেজে ডিগ্রী ১ম বর্ষের ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ।

ডিগ্রি ১ম বর্ষ ফরম পূরণে মানউন্নয়ন পরীক্ষার্থীদের জন্য মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে যেখানে মাত্র ৮০০ টাকা, সেখানে মৌলভীবাজার সরকারি কলেজে নির্ধারণ করেছে ১,৭০০ টাকা!

🔴 একই পরীক্ষা, কিন্তু আলাদা টাকা!
🔴গরিব শিক্ষার্থীরা বলছে—এতো টাকা দিয়ে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারবে না।
🔴 অনেকের স্বপ্ন থেমে যাবে শুধু টাকার অভাবে।

এ বিষয়ে অধ্যক্ষকে প্রশ্ন করলে তিনি জানান --
“ফরম পূরণের টাকা কমানো যাবে না।”

সাধারণত শিক্ষার্থীদের প্রশ্ন হলো—
শিক্ষার্থীদের রক্ত-ঘামের টাকায় কি চলছে জালিয়াতি?
শিক্ষার নামে এই চাঁদাবাজি কবে বন্ধ হবে?

ছাত্র-ছাত্রীদের দাবি—অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে হবে এবং নির্ধারিত ফি অনুযায়ী ফরম পূরণের ব্যবস্থা করতে হবে।

#মৌলভীবাজার #মৌলভীবাজারের_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

নিজেদের দলীয় লোগোতে বড় পরিবর্তন আনলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর দলীয় লোগো পরিবর্তন হচ্ছে। জামায়াত আমিরের...
29/09/2025

নিজেদের দলীয় লোগোতে বড় পরিবর্তন আনলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামীর দলীয় লোগো পরিবর্তন হচ্ছে। জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে নতুন লোগোটি সামনে এসেছে।

আগের লোগোতে থাকা আরবিতে লেখা ‘আল্লাহু’ এবং পবিত্র কোরআনের আয়াতের একটি অংশ ‘আকিমুদ্দিন’ নতুন লোগোতে দেখা যায়নি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তবে জামায়াত এখনো লোগো পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

জামায়াতের বর্তমান লোগোতে সবুজ গম্বুজের ভেতরে লাল হরফে আরবিতে ‘আল্লাহু’ লেখা আছে। তার ওপরে সবুজ রঙে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। আর সবুজ গম্বুজের গোড়ায় সাদা রঙে লেখা পবিত্র কোরআনের আয়াত ‘আকিমুদ্দিন’ (দ্বীন কায়েম করো)।
আজ নতুন যে লোগো সামনে এসেছে, সেখানে সবুজ গ্রন্থের ওপর উদীয়মান সূর্য দেখা গেছে। তার ওপরে রয়েছে একটি কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। গ্রন্থের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে, যা প্রবেশদ্বার অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এর নিচে সোনালি অক্ষরে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ লেখা। আর সোনালি রঙের ওপর সাদা রং দিয়ে আরবি ও ইংরেজিতে দলটির নাম লেখা রয়েছে।

লোগো পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নতুন আঙ্গিকে এই লোগো করা হয়েছে। জামায়াত আমিরের গুরুত্বপূর্ণ দুটি বৈঠকে আজ এটি প্রদর্শন করা হয়েছে। তবে এটি প্রস্তাবিত লোগো, চূড়ান্ত নয়। আরও কয়েকটি লোগো তালিকায় আছে, সেখান থেকে যাচাই–বাছাই করে আগামী মাসে এই লোগো চূড়ান্ত করা হতে পারে। সে ক্ষেত্রে এই লোগোও বাদ যেতে পারে।

তবে এই লোগো থেকে ‘আল্লাহু’ শব্দটি বাদ দেওয়া হয়নি বলে দাবি করেন এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, লোগোর ভেতরে থাকা কলমের মধ্যে আল্লাহু লেখা আছে। লোগোর পাশাপাশি জামায়াতের দলীয় পতাকাও পরিবর্তন করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

কেন এই পরিবর্তন, জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অনেক দিন ধরে একই লোগো ও পতাকা রয়েছে। আগের লোগোটি যখন করা হয়েছিল, তখন নান্দনিক ডিজাইনের তেমন সুযোগ ছিল না। নতুন প্রেক্ষাপটে এগুলো পরিবর্তনের জন্য দলীয় ফোরামে আলোচনা হয়েছে। একটি শেপ (আকার) দেওয়ার চেষ্টা থেকেই এ পরিবর্তন।

#বাংলাদেশের_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

মৌলভীবাজারের চা কন্যা ফ্রান্সে পেলেন ফুল ফ্রি স্কলারশিপ।মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের মেয়ে সোমা গোস...
28/09/2025

মৌলভীবাজারের চা কন্যা ফ্রান্সে পেলেন ফুল ফ্রি স্কলারশিপ।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের মেয়ে সোমা গোস্বামী দেশের সীমানা পেরিয়ে ফ্রান্সে পড়াশোনার সুযোগ পেয়েছেন। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে পড়াশোনা সম্পন্ন করার পর তিনি এবার ফ্রান্সের বিখ্যাত আসিয়ে ফাম দাভেনির (এএফএ) বৃত্তি ২০২৫–২৭-এর মাধ্যমে জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ পেয়েছেন।

সোমা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একজন শিক্ষার্থিনী ছিলেন। তার পারিবারিক অবস্থা স্বল্পসচ্ছল হলেও নিজের ইচ্ছাশক্তি, পরিশ্রম ও অদম্য চেষ্টার মাধ্যমে তিনি এই সাফল্য অর্জন করেছেন। চা শ্রমিক পরিবারের একটি মেয়ে ফ্রান্সে গিয়ে পূর্ণাঙ্গ বৃত্তিতে পড়াশোনার সুযোগ পাওয়া স্থানীয়ভাবে একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে শিক্ষক, সহপাঠী এবং স্থানীয়রা জানিয়েছেন, সোমা প্রমাণ করেছেন—ইচ্ছা, পরিশ্রম ও অধ্যবসায় থাকলে কোনো বাধাই কাউকে আটকাতে পারে না।

#কমলগঞ্জ #মৌলভীবাজার #মৌলভীবাজারের_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

মৌলভীবাজার সরকারি কলেজে প্রকাশ্যে অশ্লীলতার ছড়াছড়ি। “শিক্ষাঙ্গন মানে কি? জ্ঞান অর্জনের স্থান, চরিত্র গঠনের জায়গা, সমাজকে...
28/09/2025

মৌলভীবাজার সরকারি কলেজে প্রকাশ্যে অশ্লীলতার ছড়াছড়ি।

“শিক্ষাঙ্গন মানে কি?
জ্ঞান অর্জনের স্থান, চরিত্র গঠনের জায়গা, সমাজকে আলোকিত করার পথ।
কিন্তু যখন সেই জায়গাতেই অশ্লীলতা, বেহায়াপনা আর দায়িত্বহীনতা জায়গা নেয়—তখন সেটি শুধু একটি কলেজকে নয়, পুরো সমাজকে কলঙ্কিত করে।

মৌলভীবাজার সরকারি কলেজের সাম্প্রতিক দৃশ্য আমাদের চোখ খুলে দেওয়ার মতো।
এটা শুধু শিক্ষার্থীর লজ্জা নয়, এটা আমাদের অভিভাবকত্বের ব্যর্থতা, এটা শিক্ষকদের অবহেলা, এটা প্রশাসনের দুর্বলতা।

আজ যারা শিক্ষা প্রতিষ্ঠানে এমন কাজ করছে, আগামীকাল তারাই সমাজের কর্ণধার হবে।
তাহলে প্রশ্ন হলো—আমরা কোন প্রজন্ম গড়ে তুলছি?

শিক্ষা শুধু বইয়ের ভেতরে নয়—শিক্ষা মানে নৈতিকতা, লজ্জা-শরম, আত্মসংযম।
এই জিনিসগুলো হারিয়ে গেলে, ডিগ্রি হাতে নিয়েও মানুষ মানুষ থাকে না।

আসুন
আমরা সবাই মিলে বলি—
শিক্ষাঙ্গন হবে জ্ঞানের আলো, অশ্লীলতার অন্ধকার নয়।
কারণ শিক্ষা মানে আলো, আর আলো কখনোই অন্ধকারে হার মানে না।

এমন কর্মকাণ্ডের প্রতিবাদ হওয়া সময়ের দাবি।
বেশি বেশি করে শেয়ার করুন।
তাদের পরিবার পর্যন্ত পৌচে যাক।

২৮সেপ্টেম্বর ২০২৫
মৌলভীবাজার সরকারি কলেজ।

#মৌলভীবাজার #মৌলভীবাজারের_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

হাজার হাজার মানুষকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন মৌলভীবাজার অ/গ্নিকাণ্ডে নি/হ/ত বাবা ও ছেলে। গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ...
28/09/2025

হাজার হাজার মানুষকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন মৌলভীবাজার অ/গ্নিকাণ্ডে নি/হ/ত বাবা ও ছেলে।

গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ভ/য়া/বহ অ/গ্নিকাণ্ড গুরুতর আহত অবস্থা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হলে এখনা থেকে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিলেট থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত ২৭ সেপ্টেম্বর শনিবার।

আজ ২৮ সেপ্টেম্বর তাদের মৃ/তদেহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ইসলাম পারা এলাকায় নিয়ে আসলে রাত ১০ টার সময় তাদের চিরো বিদায় দিতে হাজার হাজার মানুষের ঢল নামে বাড়িতে, হাজার হাজার মানুষকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলে বাবা ও ছেলে।

উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার শ্রীমঙ্গল জৈতাছড়ায় শেভরনের কনডেনসেট পাইপলাইনে আগুনে দ/গ্ধ হন একই পরিবারের তিন জন এর মধ্যে বাবা ও ছেলে মৃ/ত্যুবরণ করে, এবং নি/হ/ত বশির মিয়ার স্ত্রী পারভীন বেগম এখনো আশংকাজনক অবস্থায় ঢাকা চিকিৎসাধীন আছেন।

#শ্রীমঙ্গল #মৌলভীবাজার #মৌলভীবাজারের_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

মৌলভীবাজার শহরের কুসুমবাগে অবস্থিত মেসার্স মাছুম ষ্টোরে আজ বিকেল ৫ ঘটিকায় একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।কেউ চুরকে চিনে থা...
28/09/2025

মৌলভীবাজার শহরের কুসুমবাগে অবস্থিত মেসার্স মাছুম ষ্টোরে আজ বিকেল ৫ ঘটিকায় একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
কেউ চুরকে চিনে থাকলে ধরিয়ে দেওয়ার অনুরোধ রইলো।

#মৌলভীবাজার #মৌলভীবাজারের_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

28/09/2025

ক্ষমতার লুভ!
ক্ষমতার লুভে কেউ বিক্রি করছে ইমান,
কেউ আবার ধর্ম, কেউ করছে ব্যক্তিত্ব বিক্রি।

Address

Moulvi Bazar, Sylhet
Moulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when MoulviBazar Pauro Park posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share