MoulviBazar Pauro Park

MoulviBazar Pauro Park মৌলভীবাজার পৌর পার্ক সত্য প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ।
এই পেজ থেকে যা কিছু প্রচারিত হবে সত্য ও নির্ভরযোগ্য।
-----সত্যের সন্ধানে সব সময়----

মৌলভীবাজার মনু নদীতে নৌকা ডুবে যুবক নিখোঁজ। গতকাল ৬ আগস্ট বুধবার রাত আনুমানিক ১১ টার দিকে   মনু নদীতে নৌকা থাকে পরে মসব্...
07/08/2025

মৌলভীবাজার মনু নদীতে নৌকা ডুবে যুবক নিখোঁজ।

গতকাল ৬ আগস্ট বুধবার রাত আনুমানিক ১১ টার দিকে মনু নদীতে নৌকা থাকে পরে মসব্বির আহমেদ নামাজ যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
মৌলভীবাজার জেলার, কাজীর বাজার,পালপুর খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
এখন পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।

কেউ যদি তাহার সন্ধান পেয়ে থাকেন তাহলে কমেন্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

#মৌলভীবাজার #কাজীরবাজার #মৌলভীবাজার_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

06/08/2025

আবারো মৌলভীবাজার ভ/য়া/ব/হ সড়ক দু/র্ঘ/ট/না, অল্পের জন্য রক্ষা পেলো যাত্রী।

কিছুক্ষণ আগে মৌলভীবাজার জেলার শেরপুর ২ নাম্বার ব্রিজের পাশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
কেউ মারা না গেলেও অনেক হতাহত হয়েছেন।

ভিডিওঃ মুজাফফর মিয়া।

#মৌলভীবাজার #শেরপুর #মৌলভীবাজার_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

সিলেট শিক্ষার্থীদের উপর নি/ষি/দ্ধ সংগঠন ছাত্রলীগের হা/ম/লা, আ/হ/ত ১৪ জন।সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের পরিচালন...
06/08/2025

সিলেট শিক্ষার্থীদের উপর নি/ষি/দ্ধ সংগঠন ছাত্রলীগের হা/ম/লা, আ/হ/ত ১৪ জন।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের পরিচালনায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত জুলাই স্মৃতি ফুটসাল টুর্নামেন্টে হা/ম/লা/র ঘটনা ঘটেছে। নি/ষি/দ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অ/স্ত্র/স/হ এ হা/ম/লা চালায় বলে দাবি শিক্ষার্থীদের।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সিলেটের বালুচর নয়াবাজার এলাকার কিংস ফুটসাল মাঠে এ হা/ম/লা/র ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জন আ/হ/ত হয়েছে।

আ/হ/ত/দে/র সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে উ'ত্তেজনা বিরাজ করছে।

#সিলেট #সিলেটের_খবর #মৌলভীবাজার #মৌলভীবাজার_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

06/08/2025

মৌলভীবাজার পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩ জন।
বিস্তারিত কমেন্টে,,,,,

মৌলভীবাজার বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তে রূপ নিলো বিষাদে। রাত পোহালেই বর সবাইকে নিয়ে কনেকে আনতে যাবেন। বরের হাতে মেহেদিও পরা...
06/08/2025

মৌলভীবাজার বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তে রূপ নিলো বিষাদে।

রাত পোহালেই বর সবাইকে নিয়ে কনেকে আনতে যাবেন। বরের হাতে মেহেদিও পরানো হয়ে গেছে। রাত তখন ৩টা বাজে। হঠাৎ পুরো পরিবেশ বদলে যায়। বরের ভাবি আয়েশা বেগম (৪০) হার্ট অ্যাটাকে মা/রা যান। আয়েশা বেগম ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বুধবার সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার কথা ছিল। মায়ের সঙ্গে গর্ভে থাকা সেই সন্তানও মারা গেছে। মুহুর্তেই বিয়েবাড়িতে বিষাদ নেমে আসে। কান্না আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
গত মঙ্গলবার ৫ আগস্ট দিবাগত রাতে মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের ধোপাটিলা গ্রামে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

মৃত আয়েশা বেগম উপজেলার পতনঊষার ইউনিয়নের আরব-আমিরাত প্রবাসী লাল মিয়ার স্ত্রী। আয়েশা বেগম তিন সন্তানের জননী। মঙ্গলবার তাঁর চতুর্থ সন্তান পৃথিবীতে আসার কথা ছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পতনঊষার ইউনিয়নের ধোপাটিলা গ্রামের প্রবাসী যুবক আনসার মিয়ার বিয়ের দিন ছিল আজ বুধবার। বিয়ের অনুষ্ঠান ঘিরে মঙ্গলবার রাতে সবাই আনন্দ উৎসবে মেতে ছিলেন। এর মধ্যে রাতে বড় ভাই লাল মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী আয়েশা বেগমের শরীরে অসাবধানতাবশত বৈদ্যুতিক শর্ট লাগে।
এর কিছুক্ষণ পর তাঁর হার্ট অ্যাটাক হয়। পরিবারের সদস্যরা মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আয়েশা বেগম ও তাঁর গর্ভের সন্তানকে মৃত ঘোষণা করেন। এমন হৃদয়বিদারক ঘটনার পর বিয়ের কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।

এদিকে স্ত্রী ও গর্ভের সন্তানের মৃত্যুর খবর পেয়ে প্রবাস থেকে স্বামী লাল মিয়া দেশে আসছেন। দেশে আসার পর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। স্থানীয় বাসিন্দা ফটিকুল ইসলাম রাজু বলেন, ঘটনার পর বিয়ের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। দাফনকাজ সম্পন্ন শেষে হয়তো বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

আয়েশা বেগমের চাচা শ্বশুর ইসমাইল মিয়া বলেন, আমরা কী বলব কোনো ভাষা নেই। আয়েশা বেগমের স্বামী দেশে আসার পর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

#কমলগঞ্জ #মৌলভীবাজার_খবর #মৌলভীবাজার #মৌলভীবাজার_পৌর_পার্ক

যাদের হারিয়ে কাঁদছে পুরো দেশ একই পরিবারের ৭ জনের জানাজা একসাথে। একই পরিবারের ৭ জন ‍নি/হ/তে/র ঘটনায় ডুকরে ডুকরে কাঁদছেন খ...
06/08/2025

যাদের হারিয়ে কাঁদছে পুরো দেশ
একই পরিবারের ৭ জনের জানাজা একসাথে।

একই পরিবারের ৭ জন ‍নি/হ/তে/র ঘটনায় ডুকরে ডুকরে কাঁদছেন খাঁটিয়া আনার দায়িত্বে থাকা লোকজন, কবরের জন্য বাঁশ কাটায় নিয়োজিত লোকজন, কাঁদছেন কবর খোঁড়ায় নিয়োজিত লোকজনও। পুরো গ্রামজুড়ে চলছে কান্না।

ওমান ফেরত বাহার বলেন, আমার বিয়ের ছয় মাস পরই ওমান চলে যাই। তখন আমার সন্তান তার মায়ের পেটে। সেই সন্তানকে আজ মাত্র একবার জড়িয়ে ধরার সুযোগ পেয়েছি। এখন মনে হচ্ছে কেন মেয়েটাকে আরেকটু আদর করলাম না। কেন আমার স্ত্রীকে একটু জড়িয়ে ধরলাম না। কেন আমার মাকে জড়িয়ে ধরলাম না। সবকিছু এতো দ্রুত শেষ হয়ে যাবে ভাবতেই পারিনি।

#নোয়াখালী #বেগমগঞ্জ #মৌলভীবাজার_পৌর_পার্ক

বিশ্ববিদ্যালয়ে পড়া হলো না স্নেহার, সড়কে প্রা/ণ গেল শিক্ষার্থীসহ ৩ জনের।সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বাস ও সি...
06/08/2025

বিশ্ববিদ্যালয়ে পড়া হলো না স্নেহার, সড়কে প্রা/ণ গেল শিক্ষার্থীসহ ৩ জনের।

সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সং/ঘ/র্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নি/হ/ত হয়েছেন।
আজ বুধবার ৬ আগস্ট দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দু/র্ঘ/ট/না ঘটে।

নি/হ/ত/রা হলেন, আফসানা খুশী (১৯), স্নেহা চক্রবর্তী (২০) এবং সুনামগঞ্জ শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৭০)।

জানা যায়, স্নেহা চক্রবর্তী শান্তিগঞ্জ উপজেলায় অবস্থিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষে অটোরিকশায় করে সুনামগঞ্জ পৌর শহরের বাসায় ফিরছিলেন। তাঁর গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে। শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা সুনামগঞ্জ পৌর শহরের আরপিননগর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে। নিহত শফিকুল ইসলাম সুনামগঞ্জ শহরের আলীপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে সেখানে স্নেহা চক্রবর্তীর মৃ/ত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ ট্রাফিক ইনচার্জ মোহাম্মদ হানিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনটি ম/র/দে/হ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের ম/র্গে পাঠানো হয়েছে।

#সুনামগঞ্জ #সিলেট #মৌলভীবাজার_পৌর_পার্ক

06/08/2025

মৌলভীবাজারের চার খলিফা আজ কোথায়?
গণ'অ'ভ্যু'ত্থা'নের এক বছর পূর্তিতে মৌলভীবাজার জেলা বিএনপির বিজয় র‍্যালী শেষে জনাব নাসের রহমান এই কথা বলেন।

#মৌলভীবাজার #বিএনপি #মৌলভীবাজার_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

মৌলভীবাজার সদর থানায় পানি বন্দি ২৮ পরিবার। মৌলভীবাজার সদরের ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাসানপুর গ্রামে অসহায় ...
06/08/2025

মৌলভীবাজার সদর থানায় পানি বন্দি ২৮ পরিবার।

মৌলভীবাজার সদরের ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাসানপুর গ্রামে অসহায় দরিদ্র ভুমিহীন ২৮টি পরিবার বসবাস করে। সরকারের দেওয়া অশ্রায়ন প্রকল্পে।
কিন্ত দুঃখের বিষয় হচ্ছে ওই প্রকল্পে অল্প বৃষ্টিপাত হলেই ঘরে প্রবেশ করে পানি। এতে গৃহবন্ধী হয়ে থাকতে হয় তাদের। এতে করে তাদের জীবনে দুর্ভোগ নেমে আসে।
খাবার, নিরাপদ পানি, থাকার মতো শুকনো জায়গার না পেয়ে অনেকেই আবার চলে জান আত্মীয় স্বজনের বাড়ি।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের জানিয়ে কোনো কাজ হয়নি বলে দাবী ভুক্তভোগীদের।
ভুক্তভোগীদের চাওয়া মৌলভীবাজার জেলাপ্রশাসক যদি এর একটি স্থায়ী সমাধান করে দেন তাহলে অসহায় ভুমিহীন মানুষ একটু স্বস্তিতে বসবাস করে জীবন পাড়ি দিতে পারবে।

#মৌলভীবাজার #মৌলভীবাজার_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

মৌলভীবাজার সদর থানায় চোরাই যাওয়া ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার, একজন আটক।মৌলভীবাজার সদর থানার পুলিশের অভিযানে চোরাই যাওয়া ৬...
06/08/2025

মৌলভীবাজার সদর থানায় চোরাই যাওয়া ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার, একজন আটক।

মৌলভীবাজার সদর থানার পুলিশের অভিযানে চোরাই যাওয়া ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুনামগঞ্জ থেকে আব্দুল কাইয়ুম নামে একজনকে আটক করা হয়েছে।

৪ আগস্ট দিবাগত রাতে গিয়াসনগর ইউনিয়নের করিমনগরের ভূমি অফিস সংলগ্ন সামসুল ইসলামের গ্যারেজ থেকে তালা ভেঙে মোট ৪টি সিএনজি চুরি করে নিয়ে যায় চোরেরা। সিএনজি'র মালিকদের অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমানসহ একটি দল তদন্ত শুরু করে।

গতকাল ৫ আগস্ট সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর-শিবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৪টি সিএনজি অটোরিকশার পাশাপাশি আরও ২টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আব্দুল কাইয়ুম (৪৫)কে আটক করা হয়।

উদ্ধারকৃত অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, ‘এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি, চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

#মৌলভীবাজার #মৌলভীবাজার_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

মৌলভীবাজার পৌর শহরে বাসা বাড়ি থেকে বর্জ্য অপসারণের অনিয়ম, ভোগান্তিতে জনজীবন। মৌলভীবাজার পৌরসভা কর্তৃক শহরের বাসা বাড়ি থে...
06/08/2025

মৌলভীবাজার পৌর শহরে বাসা বাড়ি থেকে বর্জ্য অপসারণের অনিয়ম, ভোগান্তিতে জনজীবন।

মৌলভীবাজার পৌরসভা কর্তৃক শহরের বাসা বাড়ি থেকে বর্জ্য অপসারণের ব্যবস্থা থাকলেও ৭/৮ মাস থেকে লক্ষ করা যাচ্ছে শহরের বাসা বাড়ি থেকে সময় মতো বর্জ্য অপসারণ করা হচ্ছে না।
সপ্তাহ ১০ দিন পর হঠাৎ এসে এইসব বর্জ্য নিয়ে যায় পৌরসভা কর্তৃক নির্ধারিত গাড়ি ও বর্জ্য অপসারণ কর্মীরা।

সময় মতো বর্জ্য অপসারণ না করায় পচনশীল বর্জ্য পচে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে ও বিভিন্ন পোকার জন্ম নিচ্ছে।

এতে শিশু সহ বৃদ্ধদের নানা সমস্যা দেখা দিচ্ছে,
এইসব বর্জ্য সময় মতো অপসারণ না করায় মনে হয় শহরের বাসা বাড়ি এক একটা ময়লার স্তুপ।

প্রতি মাসের শেষে ঠিকই তাদের প্রাপ্য টাকা নেওয়ার জন্য পৌরসভার রশিদ নিয়ে দুয়ারে হাজির।
কর্তব্যরত শ্রমিকদের এবং টাকা উত্তোলন কারি ব্যক্তিকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে উত্তর দেয় গাড়ি সমস্যা।

তাহলে কি আজ ৭/৮ মাস থেকে পৌরসভা কর্তৃক গাড়ি গুলি মেরামত করাতে অক্ষম?
এই ভাবে চলতে থাকলে জনজীবন আরো ভোগান্তিতে পরবে।

[বিঃদ্রঃ এই বিষয়ে নজর দেওয়ার জন্য পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ]

#মৌলভীবাজার #মৌলভীবাজার_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

06/08/2025

এক সঙ্গে খোঁড়া হচ্ছে ৭ ক/ব/র।
মুহূর্তে আনন্দ রূপ নিলো বেদনায় 😭

প্রবাসীকে বাড়িতে আনতে গিয়ে স্ত্রী সন্তান সহ দূ/র্ঘ/ট/না/য় নি/হ/ত ৭ জন।

#নোয়াখালী #বেগমগঞ্জ #মৌলভীবাজার_পৌর_পার্ক

Address

Moulvi Bazar, Sylhet
Moulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when MoulviBazar Pauro Park posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share