28/09/2025
মৌলভীবাজার সরকারি কলেজে প্রকাশ্যে অশ্লীলতার ছড়াছড়ি।
“শিক্ষাঙ্গন মানে কি?
জ্ঞান অর্জনের স্থান, চরিত্র গঠনের জায়গা, সমাজকে আলোকিত করার পথ।
কিন্তু যখন সেই জায়গাতেই অশ্লীলতা, বেহায়াপনা আর দায়িত্বহীনতা জায়গা নেয়—তখন সেটি শুধু একটি কলেজকে নয়, পুরো সমাজকে কলঙ্কিত করে।
মৌলভীবাজার সরকারি কলেজের সাম্প্রতিক দৃশ্য আমাদের চোখ খুলে দেওয়ার মতো।
এটা শুধু শিক্ষার্থীর লজ্জা নয়, এটা আমাদের অভিভাবকত্বের ব্যর্থতা, এটা শিক্ষকদের অবহেলা, এটা প্রশাসনের দুর্বলতা।
আজ যারা শিক্ষা প্রতিষ্ঠানে এমন কাজ করছে, আগামীকাল তারাই সমাজের কর্ণধার হবে।
তাহলে প্রশ্ন হলো—আমরা কোন প্রজন্ম গড়ে তুলছি?
শিক্ষা শুধু বইয়ের ভেতরে নয়—শিক্ষা মানে নৈতিকতা, লজ্জা-শরম, আত্মসংযম।
এই জিনিসগুলো হারিয়ে গেলে, ডিগ্রি হাতে নিয়েও মানুষ মানুষ থাকে না।
আসুন
আমরা সবাই মিলে বলি—
শিক্ষাঙ্গন হবে জ্ঞানের আলো, অশ্লীলতার অন্ধকার নয়।
কারণ শিক্ষা মানে আলো, আর আলো কখনোই অন্ধকারে হার মানে না।
এমন কর্মকাণ্ডের প্রতিবাদ হওয়া সময়ের দাবি।
বেশি বেশি করে শেয়ার করুন।
তাদের পরিবার পর্যন্ত পৌচে যাক।
২৮সেপ্টেম্বর ২০২৫
মৌলভীবাজার সরকারি কলেজ।
#মৌলভীবাজার #মৌলভীবাজারের_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক