Shaw_On

Shaw_On Just look at me. God is too creative.

সোমালিয়ায় ছেলেদের জন্য বিয়ে করা যেন এক বিশেষ সহজ টাইম টেবিলের মতো! ১৮ বছর হলে সবাই তাকে বিয়ের জন্য উৎসাহ দেয়। আর যদি ২০ ...
14/06/2025

সোমালিয়ায় ছেলেদের জন্য বিয়ে করা যেন এক বিশেষ সহজ টাইম টেবিলের মতো! ১৮ বছর হলে সবাই তাকে বিয়ের জন্য উৎসাহ দেয়। আর যদি ২০ বছরে পা দিয়ে অবিবাহিত থাকে, তাহলে পরিবারের সম্মান রক্ষা করতে পুরো পাড়া মাথায় ওঠে! প্রথম বিয়ে যুবকের নিজের পছন্দে হয়, তবে আনন্দ বেশিদিন টেকে না। প্রথম সন্তান জন্মানোর পর মা একদিন ছেলের হাতে তার পছন্দের দ্বিতীয় স্ত্রী তুলে দেন, যেন সংসারটা আরও জমজমাট হয়।ত্রিশে তৃতীয় বিয়ে করা রীতি, আর চল্লিশের আগে চার বউ না থাকলে সমাজে মুখ দেখানো দায়! চার স্ত্রীর সংসার মানেই রান্নাঘরে চার ধাঁচের ঝোল, আর বাচ্চাদের ছোটখাটো ফুটবল টিম। খরচ চালানোর জন্য তারা আল্লাহর রহমতের ওপর ভরসা করে এবং গরুর পালের জীবিকা নির্বাহ করে চলে

আজকে আমার বড়ো ভাইয়ার অপারেশন হবে সবাই একটু দোয়ায়  রাখবেন।
10/06/2025

আজকে আমার বড়ো ভাইয়ার অপারেশন হবে সবাই একটু দোয়ায় রাখবেন।

সমন্বয়কদের মধ্যে বিপ্লবের স্পিরিট যদি কেউ ধারণ করে থাকে সেটা সাদিক কায়েম আর নাজমুল হাসানরাই করে, বাকিরা ধান্ধাবাজিতে ব্য...
25/05/2025

সমন্বয়কদের মধ্যে বিপ্লবের স্পিরিট যদি কেউ ধারণ করে থাকে সেটা সাদিক কায়েম আর নাজমুল হাসানরাই করে, বাকিরা ধান্ধাবাজিতে ব্যস্ত!
আজকে জুলাই বিপ্লবের শহীদ পবিত্র কুরআনের হাফেজ হাসানের জানাজা নামাজে ইমামতি করেন সাদিক কয়েম❣️

এবারের ইদে এই নতুন নোট গুলো পাবো তো!
24/05/2025

এবারের ইদে এই নতুন নোট গুলো পাবো তো!

দেখেন তো এই ছেলেকে কোনোভাবে আইনের আওতায় আনা যায় কি না!
22/05/2025

দেখেন তো এই ছেলেকে কোনোভাবে আইনের আওতায় আনা যায় কি না!

! সেন্ট্রাল হাসপাতালে ঠোঁট কাটা ও তালুতে আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু হচ্ছে!‎আজ, রবিবার, ২০শে যিল-ক্বদহ,  #কাবলে অবস্থি...
18/05/2025

! সেন্ট্রাল হাসপাতালে ঠোঁট কাটা ও তালুতে আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু হচ্ছে!

‎আজ, রবিবার, ২০শে যিল-ক্বদহ, #কাবলে অবস্থিত আফগান রেড ক্রিসেন্টের সেন্ট্রাল হাসপাতালে, এই জাতীয় দাতব্য সংস্থার সহযোগিতায় এবং দেশটির বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতিতে #বাংলা‌دیش, ঠোঁট কাটা ও তালুতে আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আফগান রেড ক্রিসেন্টের উপ-পরিচালক জনাব হাফিজ আজিজুর রহমান এবং আল মারকাজুল ইসলামীর চেয়ারম্যান জনাব হামজা শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

‎এই অনুষ্ঠানে, আফগান রেড ক্রিসেন্টের উপ-প্রধান আল মারকাজুল ইসলামীর অতীত ও বর্তমান সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে এই ফাউন্ডেশনের কর্মকর্তাদের আশীর্বাদ এবং তাদের মহান প্রতিদান কামনা করেন। তিনি আরও বলেন, আফগান রেড ক্রিসেন্ট সকল স্বদেশী, বিশেষ করে দরিদ্র ও দরিদ্রদের জন্য কেন্দ্রীয় হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, যাতে তারা এখানে তাদের বিভিন্ন রোগের চিকিৎসা পেতে পারে।

এরপর, আফগান রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় হাসপাতালের পরিচালক ডাঃ আব্দুল ওয়ালি ওসমানজাই অংশগ্রহণকারীদের সাথে এই হাসপাতালের স্বাস্থ্যসেবা সম্পর্কে বিস্তারিত তথ্য ভাগ করে নেন এবং আশ্বস্ত করেন যে এই কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা জনগণের সেবা করতে প্রস্তুত এবং এটিকে তাদের ধর্মীয় দায়িত্ব বলে মনে করেন। তিনি স্বাস্থ্য ক্ষেত্রে Al Markazul Islami - AMI এর সেবাকে দীর্ঘস্থায়ী এবং মূল্যবান বলে মনে করেন।

এরপর, বাংলাদেশের আল মারকাজুল ইসলামের প্রতিনিধিত্বকারী জনাব হামজা শহীদুল ইসলাম তার বক্তব্যে প্রতিশ্রুতি দেন যে আফগান রেড ক্রিসেন্টের মাধ্যমে অভাবী মানুষকে গ্রেপ্তার ও চিকিৎসা করার পাশাপাশি, ভবিষ্যতে তারা চোখের রোগ এবং হৃদরোগের রোগীদের চিকিৎসার ক্ষেত্রে আরও সহযোগিতা ও সহায়তা প্রদান করবে। তিনি আরও বলেন যে, এই সাহায্য আফগানিস্তানের জনগণের জন্য তাদের শেষ সাহায্য হবে না, বরং তাদের ধর্মীয় কর্তব্যের ভিত্তিতে, তারা অভাবী ও নিঃস্বদের সহায়তা ও যত্ন অব্যাহত রাখবে এবং তা বৃদ্ধি করবে ইনশাআল্লাহ ।

‎এটা লক্ষণীয় যে, ঠোঁট ও তালু কাটার চিকিৎসা ও অস্ত্রোপচার প্রক্রিয়া ১৮ মে থেকে শুরু হবে এবং ২৬ মে পর্যন্ত চলবে ইনশাআল্লাহ ।

সান্ডা তেল ভেবে হারপিক খেয়ে নিঝুম মজুমদার ওরফে হারপিক মজুমদার এখন হাসপাতালে🙊
17/05/2025

সান্ডা তেল ভেবে হারপিক খেয়ে নিঝুম মজুমদার ওরফে হারপিক মজুমদার এখন হাসপাতালে🙊

14/05/2025

ছোটো বেলায় আমরা দেখতাম আলিফ- লায়লা।
এখন বড়ো হয়ে দেখি মামুন-লায়লা।

12/05/2025

মামুন লায়লার এই পর্ব টা আমার কাছে ভালোই লেগেছে আপনারা কি বলেন?😂

07/05/2025

আপায় যেই দেশেই যায়, ওইখানেই যু দ্ধ লাগাইয়া দেয়।

07/05/2025

অবশেষে ভারত পাকিস্তান যুদ্ধ লেগেই গেলো।🥲

Address

Muhammadpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shaw_On posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category