25/01/2025
হতে দাও যা হচ্ছে হোক, চাপ নিওনা সমস্যাকে আসতে দাও কি হবে দেখা যাবে। ভয়ের কিছু নেই আমি আছি!
এ সমস্ত কথা কিন্তু সবাই বলতে পারে না। কারণ আজকালকার মানুষ প্রবলেমকে ভয় পায়, আর প্রবলেমকে ভয় পাওয়ার কারণে তারা মানসিকভাবে স্ট্রং নয়।
কি হবে দেখা যাবে, এই কথাটা একমাত্র সেই বলতে পারে। যে ছোট ছোট প্রবলেম ফেস করেছে এবং সেই প্রবলেমকে ভয় না পেয়ে সমাধান করেছে।
আরেকটা কথা হল, জীবন কখনো কারো প্ল্যান অনুযায়ী চলে না, তুমি যেটা প্ল্যান করে রাখছো সেটা নাও হতে পারে, এজন্য খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকো। কেননা ভালো সময়ে তুমি অনেক বন্ধুবান্ধব পাবে, কিন্তু খারাপ সময়ে তোমাকে একাই লড়াই করে যেতে হবে!
সুতরাং, নিজেকে স্ট্রং বানাতে হলে অবশ্যই তোমাকে একা চলতে শিখতে হবে, কে তোমার পাশে থাকলো কে তোমাকে ছেড়ে গেল Don't Care!
একটা কথা মনে রাখবা!
প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে, তেমনি ভাবে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, তাই অল্পতে ভেঙে না পড়ে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করো। Take Care 🥀
N𝕖𝕧𝕖𝕣 G𝕚𝕧𝕖 𝕦𝕡 U𝕟𝕥𝕚𝕝 T𝕙𝕖 P𝕣𝕠𝕓𝕝𝕖𝕞 𝕚𝕤 S𝕠𝕝𝕧𝕖𝕕...