Thoughts Of Afsana

Thoughts Of Afsana Falling in love with myself a little more every day. Learning, growing, glowing.
(12)

25/06/2025

তোমার মন খারাপ যাকে স্পর্শ করতে পারে না! তোমার চোখের জল যাকে বিচলিত করতে পারে না! তোমার নীরবতা যাকে অস্থিরতা দিতে পারে না! তোমার খারাপ লাগা যাকে সংবেদনশীল করে তুলতে পারে না! তোমার অনুপস্থিতি যাকে শূন্যস্থান দিতে পারে না; সে তোমার কেউ নয়। কোনওদিন ছিল না!

ঘিরে ধরে পাকে পাকে, মুহূর্তে মুহূর্ত ছেড়ে যাইজলপাতালের চিহ্ন চরের উপরে মুখে ভাসেতাঁবু হয়ে নেমে আসে সূর্যপ্রতিভার রেখাগ...
13/06/2025

ঘিরে ধরে পাকে পাকে, মুহূর্তে মুহূর্ত ছেড়ে যাই
জলপাতালের চিহ্ন চরের উপরে মুখে ভাসে
তাঁবু হয়ে নেমে আসে সূর্যপ্রতিভার রেখাগুলি
স্তব্ধ প্রসারিত-মূল এ আমার আলস্যপুরাণ....

13/06/2025

Easy wall painting 💁‍♀️

13/06/2025

Beautiful wall hanging with clay.

যে কাজগুলো মানসিক শান্তি দেয় তা মাঝে মাঝে করা ভালো 💦
13/06/2025

যে কাজগুলো মানসিক শান্তি দেয় তা মাঝে মাঝে করা ভালো 💦

যে জীবনকে যত সহজ চোখে দেখেছিল, জীবন তার খাতায় সাজিয়ে দিয়েছে তত কঠিন কঠিন অংক...
13/06/2025

যে জীবনকে যত সহজ চোখে দেখেছিল, জীবন তার খাতায় সাজিয়ে দিয়েছে তত কঠিন কঠিন অংক...

আবারও একটা কর্মব্যস্ত সপ্তাহের শুরু।  আসলে কাজের মধ্যে থাকলেই ভালো থাকা যায়। নিজেকে প্রোডাক্টিভ রাখার কোন বিকল্প নেই। কে...
02/02/2025

আবারও একটা কর্মব্যস্ত সপ্তাহের শুরু। আসলে কাজের মধ্যে থাকলেই ভালো থাকা যায়। নিজেকে প্রোডাক্টিভ রাখার কোন বিকল্প নেই। কেমন গেল আপনাদের উইকেন্ড!!

আধুনিকতার যুগে এসে, চোঁখের নিচে পড়া কালো দাগের নাম তারা দিয়েছে ডার্ক সার্কেল।অথচো এই দাগের পিছনে লুকিয়ে আছে কত কত মুহূর্...
01/02/2025

আধুনিকতার যুগে এসে, চোঁখের নিচে পড়া কালো দাগের নাম তারা দিয়েছে ডার্ক সার্কেল।

অথচো এই দাগের পিছনে লুকিয়ে আছে কত কত মুহূর্ত, কত মানুষ হারিয়ে যাওয়ার গল্প,কতশত রাতের অজস্র কান্না। সবই এই দাগে লেপ্টে আছে।।

হতে দাও যা হচ্ছে হোক, চাপ নিওনা সমস্যাকে আসতে দাও কি হবে দেখা যাবে। ভয়ের কিছু নেই আমি আছি!এ সমস্ত কথা কিন্তু সবাই বলতে প...
25/01/2025

হতে দাও যা হচ্ছে হোক, চাপ নিওনা সমস্যাকে আসতে দাও কি হবে দেখা যাবে। ভয়ের কিছু নেই আমি আছি!

এ সমস্ত কথা কিন্তু সবাই বলতে পারে না। কারণ আজকালকার মানুষ প্রবলেমকে ভয় পায়, আর প্রবলেমকে ভয় পাওয়ার কারণে তারা মানসিকভাবে স্ট্রং নয়।

কি হবে দেখা যাবে, এই কথাটা একমাত্র সেই বলতে পারে। যে ছোট ছোট প্রবলেম ফেস করেছে এবং সেই প্রবলেমকে ভয় না পেয়ে সমাধান করেছে।

আরেকটা কথা হল, জীবন কখনো কারো প্ল্যান অনুযায়ী চলে না, তুমি যেটা প্ল্যান করে রাখছো সেটা নাও হতে পারে, এজন্য খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকো। কেননা ভালো সময়ে তুমি অনেক বন্ধুবান্ধব পাবে, কিন্তু খারাপ সময়ে তোমাকে একাই লড়াই করে যেতে হবে!

সুতরাং, নিজেকে স্ট্রং বানাতে হলে অবশ্যই তোমাকে একা চলতে শিখতে হবে, কে তোমার পাশে থাকলো কে তোমাকে ছেড়ে গেল Don't Care!

একটা কথা মনে রাখবা!
প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে, তেমনি ভাবে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, তাই অল্পতে ভেঙে না পড়ে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করো। Take Care 🥀

N𝕖𝕧𝕖𝕣 G𝕚𝕧𝕖 𝕦𝕡 U𝕟𝕥𝕚𝕝 T𝕙𝕖 P𝕣𝕠𝕓𝕝𝕖𝕞 𝕚𝕤 S𝕠𝕝𝕧𝕖𝕕...

সকাল হয়ে গেছে মুখস টা পড়ে নাও সারাদিন প্রচুর ভালো থাকার অভিনয় করে যেতে হবে! 🤍
19/01/2025

সকাল হয়ে গেছে মুখস টা পড়ে নাও সারাদিন প্রচুর ভালো থাকার অভিনয় করে যেতে হবে! 🤍

নিজেকে ভালোবাসুন, কারণ আপনিই আপনার জীবনের সেরা বন্ধু। 🌹
18/01/2025

নিজেকে ভালোবাসুন, কারণ আপনিই আপনার জীবনের সেরা বন্ধু। 🌹

কাউকে ঘৃণা করার মতো সময়,বা মন মানসিকতা কোনোটাই নেই আমার।  হয় খুব ভালোবাসবো, নয়তো চুপচাপ অনেক দূরে সরে যাবো৷ লেখা : সংগৃহ...
18/01/2025

কাউকে ঘৃণা করার মতো সময়,বা মন মানসিকতা কোনোটাই নেই আমার। হয় খুব ভালোবাসবো, নয়তো চুপচাপ অনেক দূরে সরে যাবো৷

লেখা : সংগৃহীত

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Thoughts Of Afsana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thoughts Of Afsana:

Share