03/04/2025
প্রচন্ডরকম বিরক্তি নিয়ে পোস্টটা দিচ্ছি।
সকাল থেকে টাইমলাইনে দেখতেছি বিশ্ববিদ্যালয়পড়ুয়া অনেক সিনিয়র, জুনিয়র, ব্যাচমেট এই ভিডিওটা শেয়ার দিচ্ছেন মনমতো উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে।
ভাই, কোন সেন্সে আপনারা এই ভিডিও শেয়ার দিয়ে ক্যাপশনে 'ড্রিম টিউশন','এমন একটা টিউশন চাই' ইত্যাদি ইত্যাদি লিখতেছেন? পাবলিক পোস্টে যারা এমন ক্যাপশন দিতে পারে,তাদের উপর কীভাবে গার্ডিয়ানরা ভরসা করবেন?
এটা কি স্বাভাবিক কোন টিউটর বা শিক্ষকের রুচিবোধের সাথে যায়? কাকে আপনারা স্টান্ডার্ড হিসেবে ধরে শিক্ষকতা করতে চান? আপনারা আসলে কোন বিষয়টাকে প্রমোট করার চেষ্টা করছেন? ব্যক্তিগত জীবনে আপনি যেমনই হোন, শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার সাথে সাথে আপনি হয়ে যাবেন স্টুডেন্টের অভিভাবক। আপনার মানসিকতায় সে অভিভাবকত্ব না থাকলে প্লিজ এই মহান পেশাকে পদদলিত করতে আসবেন না। আপনি নিজে হয়তো কারো ভাই, একসময় হয়তো কোনো মেয়ের বাবা হবেন, আপনি কি আপনার মানসিকতা লালনকারী কোন শিক্ষকের কাছে আপনার বোন বা মেয়েকে পড়াতে সেইফ ফিল করবেন?
আমি ব্যক্তিগতভাবে কখনোই কারো জন্য বদদোয়া করি না। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের অন্যভাবে উত্তম রিজিকের ব্যবস্থা করুক,কিন্তু এমন মানসিকতার পরিবর্তন না হলে কখনোই শিক্ষক হিসেবে কবুল না করুক।
আপনার পোস্টে কেউ কষ্ট পেয়ে থাকলে আমার কিছু বলার নেই। আপনার কষ্ট পাওয়াই উচিত।
আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সাথে সাথে আপনার পরিচিতদের অনেকেই আপনার কাজকর্ম ফলো করে নিজেদের মধ্যে সেটা প্রয়োগ করার চেষ্টা করেন। ব্যক্তিজীবনে আপনি যা-ই করেন, অন্তত আপনার পাবলিক পোস্টে এমন কিছু কাইন্ডলি ছড়ায়েন না, যা সমাজে জঘন্য প্রভাব ফেলতে পারে।
বি. দ্র. আমাকে কেউ কনটেক্সট জানাতে আসবেন না। কনটেক্সট যা-ই হোক, আমার পোস্ট আপনার পোস্টের অপজিটে।