AH Razon

AH Razon Hay this is AH Razon. it's a my personal page. Thanks for supporting me.

03/04/2025

স্টুডেন্ট ভিসায় ঢাকা যাওয়ার সময় চলে আসছে 💔

প্রচন্ডরকম বিরক্তি নিয়ে পোস্টটা দিচ্ছি। সকাল থেকে টাইমলাইনে দেখতেছি বিশ্ববিদ্যালয়পড়ুয়া অনেক সিনিয়র, জুনিয়র, ব্যাচমেট এই ...
03/04/2025

প্রচন্ডরকম বিরক্তি নিয়ে পোস্টটা দিচ্ছি।
সকাল থেকে টাইমলাইনে দেখতেছি বিশ্ববিদ্যালয়পড়ুয়া অনেক সিনিয়র, জুনিয়র, ব্যাচমেট এই ভিডিওটা শেয়ার দিচ্ছেন মনমতো উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে।

ভাই, কোন সেন্সে আপনারা এই ভিডিও শেয়ার দিয়ে ক্যাপশনে 'ড্রিম টিউশন','এমন একটা টিউশন চাই' ইত্যাদি ইত্যাদি লিখতেছেন? পাবলিক পোস্টে যারা এমন ক্যাপশন দিতে পারে,তাদের উপর কীভাবে গার্ডিয়ানরা ভরসা করবেন?
এটা কি স্বাভাবিক কোন টিউটর বা শিক্ষকের রুচিবোধের সাথে যায়? কাকে আপনারা স্টান্ডার্ড হিসেবে ধরে শিক্ষকতা করতে চান? আপনারা আসলে কোন বিষয়টাকে প্রমোট করার চেষ্টা করছেন? ব্যক্তিগত জীবনে আপনি যেমনই হোন, শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার সাথে সাথে আপনি হয়ে যাবেন স্টুডেন্টের অভিভাবক। আপনার মানসিকতায় সে অভিভাবকত্ব না থাকলে প্লিজ এই মহান পেশাকে পদদলিত করতে আসবেন না। আপনি নিজে হয়তো কারো ভাই, একসময় হয়তো কোনো মেয়ের বাবা হবেন, আপনি কি আপনার মানসিকতা লালনকারী কোন শিক্ষকের কাছে আপনার বোন বা মেয়েকে পড়াতে সেইফ ফিল করবেন?
আমি ব্যক্তিগতভাবে কখনোই কারো জন্য বদদোয়া করি না। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের অন্যভাবে উত্তম রিজিকের ব্যবস্থা করুক,কিন্তু এমন মানসিকতার পরিবর্তন না হলে কখনোই শিক্ষক হিসেবে কবুল না করুক।
আপনার পোস্টে কেউ কষ্ট পেয়ে থাকলে আমার কিছু বলার নেই। আপনার কষ্ট পাওয়াই উচিত।

আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সাথে সাথে আপনার পরিচিতদের অনেকেই আপনার কাজকর্ম ফলো করে নিজেদের মধ্যে সেটা প্রয়োগ করার চেষ্টা করেন। ব্যক্তিজীবনে আপনি যা-ই করেন, অন্তত আপনার পাবলিক পোস্টে এমন কিছু কাইন্ডলি ছড়ায়েন না, যা সমাজে জঘন্য প্রভাব ফেলতে পারে।

বি. দ্র. আমাকে কেউ কনটেক্সট জানাতে আসবেন না। কনটেক্সট যা-ই হোক, আমার পোস্ট আপনার পোস্টের অপজিটে।

20/03/2025

কাফের'রা চুক্তি ভঙ্গ করার পরে'ই মক্কা বি'জ'য় হয়েছিল!
এবার গা*যা'ও বিজয় হবে!!
"ইন'শা'আল্লাহ্..
২০০ কোটি মুসলমান প্রস্তুত হন। সকল দিকে ইrailদের চেপে ধরলে পালানোর রাস্তা পাবে না।

19/03/2025

গা # জা ইস্যুতে মুসলিম নেতাদের নির্লজ্জ নীরবতা তাদের মুনাফেকিকেই প্রকট করে তোলে। হে আল্লাহ, আমাদেরকে আপনি এসব জুলুমের পরিণতি দেখে যাওয়ার তাওফীক দিন। এমন ভাবে ধ্বংস দাও যা বিশ্ববাসী আগে কখনো দেখেনি।

17/03/2025

বাংলাদেশের প্রেক্ষাপটে সব শা*লা*রাই চেতনা বিক্রি করে খায়!!

কেউ ৭১ এর চেতনা বিক্রি করে,
কেউ বা জুলাইয়ের চেতনা বিক্রি করে।

ফলাফল হিসেবে ঐ চেতনা বিক্রয় কর্মীদের একটা অংশের তুফানের গতিতে ভাগ্য বদলে যায়। এই দেশের সাধারণ মানুষের ভাগ্য আর পরিবর্তন হয় না। এরা সব সময় ঐ অভাগাই থেকে যায়।

আলিমুন হাসান রাজন ...১৭/০৩/২০২৫....

13/03/2025

'ইসমে আজম পড়ে দোয়া করলে সে দোয়া বিফলে যায় না।
অনেকের জন্য পড়ে দিছি।

সবাই আমার জন্য ১ বার করে হলেও ইসমে আজম পরে দেও যেনো আল্লাহ আমার মনের নেক আশা পূরণ করে দেন ইনশাআল্লাহ।

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়্যুম।’ দোয়াটা পড়ে আমিন লিখতে অনুরোধ রইল। 🥺

13/03/2025

এ শহরে আর কোন কন‍্যার জন্ম না হোক।মাতৃহীন,ভগ্নিহীন,কন‍্যাহীন মরুভূমি হোক এদেশ।কুলাংগারের আবাদ হোক!😡

13/03/2025

আছিয়া আর নেই। ইন্না-ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আছিয়ার ধর্ষনকান্ডে জড়িত ৪ আসামির সবাই গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। এদের যেনো সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।

12/03/2025

আজকে যে ঘটনাটা নিয়ে আপনি কাঁদছেন, কয়েক মাস কিংবা কয়েক বছর পর পেছন ফিরে ঐ একই ঘটনার কথা মনে পড়লে খেয়াল করবেন, আপনার আর কান্না পাচ্ছে না।কোন কোন ক্ষেত্রে পেছনের ঐ কান্নার ঘটনার কথা মনে করলে আপনি হেসে ফেলবেন আর ভাববেন
"কতটা বোকাই না ছিলাম !!"
আপনি বিশ্বাস করেন আর নাই করেন, "সময়" নামের জিনিসটা সবকিছু বদলে দেয়।চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট, ভালোবাসা - সবকিছু বদলে দেয়।আপনার ভেতরটাকে সে নতুন করে সাজায় !!
আজকে আপনার কাছে যা অনেক বেশি "ইম্পর্টেন্ট" , কাল বা পরশু ঐটাই "মূল্যহীন" হয়ে যেতে পারে।

"ভাইয়া, আমি অমুক এর থেকে কষ্ট পেয়েছি ... ভুলতে পারছি না,আমার আর বাঁচতে ইচ্ছা হয় না,ডিপ্রেসড লাগে। আমি কি করবো ??"
কি করবেন? বলছি শুনেন
"TIME is a Great HEALER !!"
সময় সব ক্ষত সারিয়ে দেয়। সব দুঃখ ভুলিয়ে দেয় আস্তে আস্তে।সময় নেন। ছোটবেলায় একটা খেলনা ভেঙ্গেছিলো দেখে চিৎকার করে কান্নাকাটি করেছেনন।এখন ঐ খেলনার কোন মূল্য আছে ??
ধাক্কা খেয়ে পড়ে গিয়ে কতবার কাঁদছেন ?? ... এখন রাস্তায় ধাক্কা খেয়ে পড়ে গেলে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করেন
তাই না ??
কাঁদেন কি আপনি আগের মত ??
না তো !!
সময় নেন সব রোগের ওষুধ হলো সময় নেয়া আপনাকে কেউ কষ্ট দিয়েছে ??
একটু সময় নিয়ে কষ্ট সহ্য করেন।এক সময় হয় কষ্টটা ভুলে যাবেন।অথবা কষ্টটা আর গায়ে লাগবে না কিংবা আপনি এই কষ্টটার কথা মনে করে হাসবেন !!
চোখ থেকে না হয় দু ফোঁটা অশ্রু পড়লোই। হাত দিয়ে ঘুমের ওষুধটা কিংবা ফ্যানের সাথের দড়িটা স্পর্শ না করে।হাত দিয়ে বরং অশ্রুটুকু মুছে ফেলেন।
বিস্বাস করেন সব বদলে যাবে এক সময়। একটাবার পেছন ফিরে দেখার জন্য হলেও অপেক্ষা করেন, সময় নেন
মরলেই তো সব শেষ।টিকে থাকেন।দেখেন না কি হয় !!
চোখের পানি শুকিয়ে যায়।কষ্টের রংগুলো একটু একটু করে অস্পষ্ট হতে থাকে।ব্যথাগুলো আস্তে আস্তে কমে যায়।আপনি শুধুমাত্র সময় দেন একটু। একটু খানি সময় !!
আলিমুন হাসান রাজন ...১২/০৩/২০২৫....

12/03/2025

"স্বার্থ নাই এমন একটা শহর পেলে
আমাকে নাগরিকত্ব দিও"

12/03/2025

নিজের উপর বিশ্বাস আছে।

যেখানে কেও পাশে থাকবে না,
সেখানে একাই সব সামলে নিবো। এতোটুকু ক্ষমতা দিয়েছে মালিক।
ইনশাআল্লাহ।

11/03/2025

ভালোবাসা তো ঋতুর মতোই, কখনো গ্রীষ্মের খরতাপে শুকিয়ে যায়, কখনো বসন্তের বাতাসে নতুন করে ফুল ফোটায়।

এই বসন্তে না পেলেও, যদি সত্যিকারের ভালোবাসা হয়, তবে ফের কোনো বসন্তে সে ফিরে আসবেই। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু ভালোবাসা যদি প্রকৃত হয়, তাহলে কোনো না কোনো ঋতুতে তা ঠিকই ফিরে আসে, নতুন করে রঙ ছড়ায়… ঠিক বসন্তের মতো! 💚🌸

আলিমুন হাসান রাজন ...১১/০৩/২০২৫....

Address

Bochila City Developers Ltd. Bochila, Mohammadpur
Muhammadpur
1207

Telephone

+8801796963081

Website

Alerts

Be the first to know and let us send you an email when AH Razon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AH Razon:

Share