01/06/2024
আপনার কারো প্রতি খুববেশি
রাগ হল, রাগ হয়ে এমন অবস্থা
যে হাতে থাকা দামি ফোন টি
ছুড়ে মেরে ভেঙে ফেললেন,,
রাগ যখন আপনার থেকে
হালকা হয়ে যাবে আপনি কিন্তু
ঠিকই ফোন টি সারিয়ে নিবেন
But.. আগের মতো ফোনটি আর
থাকলো না দাগ কিন্তু একটা
পরেই গেল।
ঠিক আমাদের পারিবারিক জীবনে
অনেক সমস্যা থাকবে, অনেক টানাপোড়া
থাকবে, মতের অমিল থাকবে,,,
এগুলো থাকাটা অস্বাভাবিক
নয় বাট আমাদের পরস্পর থেকে
এমন আচারণ
করা উচিত নয় যেটার দাগ সারাজীবন
থেকে যায়। তাই একটা মোবাইল ফোন
যেমন ভেঙে গেলে আর আগের মতো
থাকেনা..
ঠিক তেমনি হাজবেন্ড ওয়াইফ এর মাঝে
আগের মত আর বিশ্বাস ভালবাসা রেস্পেক্ট
থাকেনা।
সুতারং রাগের সঠিক ব্যাবহার জেনে
প্রয়োগ করলে দিনশেষে সুখী হওয়ার
সম্ভাবনা অনেক বেশি।🥰🥰 #