Daily Amader Bangladesh

Daily Amader Bangladesh Daily Amader Bangladesh is one of the most revered online newspapers in Bangladesh, due to its reputation of neutral coverage and incisive analysis.

মার্কিন যুক্তরাষ্ট্র 🇺🇸 নির্বাচন: ‘ইলেক্টোরাল কলেজ’ পদ্ধতি কী এবং কীভাবে কাজ করে:- মার্কিন প্রেসিডেন্ট সংখ্যাগরিষ্ঠ ভোট...
03/11/2024

মার্কিন যুক্তরাষ্ট্র 🇺🇸 নির্বাচন: ‘ইলেক্টোরাল কলেজ’ পদ্ধতি কী এবং কীভাবে কাজ করে:-

মার্কিন প্রেসিডেন্ট সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন না, ইলেক্টোরাল কলেজ নামে একটি ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত হন। কিন্তু কী এই ইলেক্টোরাল কলেজ? এটা কিভাবে কাজ করে?
অনেকের কাছেই ইলেক্টোরাল কলেজ একটি জটিল বিষয় মনে হতে পারে। এমনকি অনেক মার্কিন নাগরিকও এই বিষয়টিকে সহজে বুঝে উঠতে পারেন না। চলুন একটু ভালো করে বিষয়টি বোঝার চেষ্টা করে দেখা যাক।

কেন মার্কিন এই ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে?:

১৭৮৭ সালে মার্কিন সংবিধান প্রণেতারা এই পদ্ধতি চালু করেন। ব্রিটেন থেকে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পাওয়ার পর যুক্তরাষ্ট্র ছিল একটি একেবারে নতুন একটি দেশ।
মার্কিন যুক্তরাষ্ট্রে ফাউন্ডিং ফাদার্স হিসাবে পরিচিত ব্যক্তিরা এমন একটি নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যা ক্ষমতাকে একজনের হাতে কেন্দ্রীভূত করবে না। রাজতন্ত্রের মতো কাঠামো তৈরি করতে পারে এমন ব্যবস্থা থেকে তারা নিজেদেরকে মুক্ত করতে চেয়েছিলেন।
কিন্তু সম্পূর্ণরূপে জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার ধারণাটি এই ইলেক্টোরাল ব্যবস্থার ফলে চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই ব্যবস্থার প্রণয়নকারীরা উদ্বিগ্ন ছিলেন যে ভোটাররা যথেষ্ট জানাশোনার মাধ্যমে ভোটের সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট শিক্ষিত কিনা। তখন জাতীয় সাক্ষরতার হার কম ছিল এবং সেই সময়ে অন্য কোন দেশই জনপ্রিয় ভোটের মাধ্যমে নেতাদের বেছে নেয়ার সিদ্ধান্ত নেননি।
জনগণের সরাসরি ভোটের এবং একক কারো হাতে রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যবর্তী একটি পন্থা হিসাবে বেছে নেয়া হয় এই ইলেক্টোরাল কলেজকে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রতিটি রাজ্যে নিযুক্ত ইলেক্টররাই রাষ্ট্রপতিকে ভোট দিবেন।

ইলেক্টোরাল কলেজ কিভাবে কাজ করে?:

তাত্ত্বিকভাবে, মার্কিন সরকার সমন্বিত নির্বাহী বিভাগ (রাষ্ট্রপতি এবং মন্ত্রিসভা), বিচার বিভাগীয় বিভাগ (সুপ্রিম কোর্ট) এবং আইন প্রণয়ন বিভাগ (কংগ্রেস) নিয়ে গঠিত। কংগ্রেস আবার গঠিত দুটি সত্তা নিয়ে- হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেট।
সিনেটে প্রতিটি রাজ্যের দুজন করে সদস্য থাকেন। তারা ফেডারেল স্তরে সমগ্র রাজ্যের প্রতিনিধিত্ব করেন। হাউজের প্রতিনিধিরা একটি রাজ্যের মধ্যে পৃথক জেলার প্রতিনিধিত্ব করেন।
একটি রাজ্যের কংগ্রেসের কতজন প্রতিনিধি থাকবেন, সেটা আদমশুমারির মাধ্যমে নির্ধারিত হয়। দেশটিতে ১০ বছর পরপর আদমশুমারি অনুষ্ঠিত হয়।
ক্যালিফোর্নিয়া হল সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য, তাই এর প্রতিনিধির সংখ্যাও সর্বোচ্চ- ৫২। অপেক্ষাকৃত ছোট জনসংখ্যার রাজ্য, যেমন আলাস্কায়, কংগ্রেসের প্রতিনিধি মাত্র একজন।
প্রতিটি মার্কিন রাজ্য তার কংগ্রেসের প্রতিনিধি দলের প্রত্যেক সদস্যের জন্য একটি ইলেক্টোরাল কলেজের ভোট পায়। এর মানে, ক্যালিফোর্নিয়ায় ৫৪টি ইলেক্টোরাল কলেজের ভোট রয়েছে - ৫২টি হাউজ প্রতিনিধিদের জন্য এবং দুটি সিনেটরদের জন্য।
আলাস্কার রয়েছে তিনটি ভোট, একটি তার হাউজ প্রতিনিধির জন্য এবং দুটি সিনেটরদের জন্য।
সব মিলিয়ে, কংগ্রেসের ৫৩৫ জন সদস্য রয়েছেন এবং ওয়াশিংটন ডি সি তে রয়েছেন তিনজন নির্বাচক। অর্থাৎ, মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য মোট ৫৩৮টি ইলেক্টোরাল ভোট রয়েছে - নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রয়োজন এর অধিকাংশ- অন্তত ২৭০টি৷

অ্যামেরিকানরা তাহলে কাকে ভোট দেন?

মার্কিন নাগরিকরা যখন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন, তখন তারা আসলে সেই প্রার্থীর ইলেক্টরদেন ভোট দেন। বেশিরভাগ রাজ্যে কোনো প্রার্থী সাধারণ জনগণের ভোটে জয়ী হলে পুরো রাজ্যের ইলেক্টরদের ভোট পান। উদাহরণস্বরূপ, ক্যালিফোর্নিয়ায় সংখ্যাগরিষ্ঠ ভোটে কমলা হ্যারিস বিজয়ী হলে তিনি সে রাজ্যের ৫৪টি ইলেক্টোরাল ভোটই পাবেন।
মাইন এবং নেব্রাস্কাতে অবশ্য পদ্ধতি ভিন্ন। এই দুই রাজ্যে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীকেই সব ভোট দেয়া হয় না। এই দুই রাজ্যে জনগণের ভোটের হারের ওপর ভিত্তি করে ইলেক্টোরাল ভোটও প্রার্থীদের মধ্যে ভাগ করা হয়।
এমন কোন সাংবিধানিক আইন নেই যেখানে রাজ্যে সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীকেই ভোট দিতে ইলেক্টোরাল ভোটাররা বাধ্য। তবে রাজ্যের ভোটারদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ইলেক্টোরাল কলেজের ভোট দেওয়া একেবারেই বিরল। ইউএস অফিস অফ ফেডারেল রেজিস্ট্রার অনুসারে, মার্কিন ইতিহাসে "৯৯ শতাংশেরও বেশি ইলেক্টোরাল ভোটাররা তাদের অঙ্গীকার অনুযায়ীই ভোট দিয়ে এসেছেন"।

জনপ্রিয় ভোটে হেরেও কি কেউ প্রেসিডেন্ট হতে পারেন?

হ্যাঁ। মার্কিন ইতিহাসে পাঁচবার এমন ঘটনা ঘটেছে। ২০১৬ সালে ডনাল্ড ট্রাম্প জনপ্রিয় ভোটে প্রায় ৩০ লাখ ভোটে পিছিয়ে থাকলেও ইলেক্টোরাল কলেজে জিতেছিলেন। জর্জ ডাব্লিউ বুশ জনপ্রিয় ভোটে হেরে গেলেও ২০০০ সালে আল গোরের বিরুদ্ধে ইলেক্টোরাল কলেজে জয়ী হন। ১৮শ শতকেও এমন ঘটনা তিনবার ঘটেছিল।

কোন প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা না পেলে কী হবে?

দুই প্রার্থীই ২৬৯টি করে ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন, এমন ঘটনা ঘটলে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসকে বিজয়ী নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়। প্রতিটি রাজ্য প্রতিনিধি একটি ভোট পায় এবং জয়ের জন্য সংখ্যাগরিষ্ঠ (২৬) ভোট প্রয়োজন হয়। মার্কিন নির্বাচনের ইতিহাসে অবশ্য কখনই ইলেক্টোরাল কলেজের ভোটে দুই প্রার্থীর সমান সমান ভোট পাওয়ার ঘটনা ঘটেনি।

বিজয়ী কখন ঘোষণা করা হয়?

কংগ্রেস ৬ জানুয়ারি ভোট গণনা করে এবং ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন ফলাফল আসার সময়ই সাধারণত বিজয়ী কে, সেটা স্পষ্ট হয়ে যায়। ফলে ৬ জানুয়ারির ঘোষণাতে সাধারণত আনুষ্ঠানিকতাতেই পর্যবসিত হয়।
তবে ভোট গণনা করতে কিছুক্ষেত্রে বাড়তি সময়ও লাগতে পারে। ২০০০ সালে জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয় ৭ নভেম্বর, নির্বাচনের দিন ৩ নভেম্বরের চার দিন পর।

সুইং স্টেট কী? কেন তারা গুরুত্বপূর্ণ?

মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্য বছরের পর বছর একই দলকে ভোট দিয়ে এসেছে। উদাহরণস্বরূপ, ১৯৯২ সাল থেকেই প্রেসিডেন্ট নির্বাচনে ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাটরা জিতে এসেছে। ১৯৮০ সাল থেকে মিসিসিপি জিতেছে রিপাবলিকানরা।
অন্যদিকে সুইং রাজ্যগুলো কখনও ডেমোক্র্যাট, কখনও রিপাবলিকান প্রার্থীদের নির্বাচিত করে। এই রাজ্যগুলোতে প্রার্থীরা ভোটের জন্য ব্যাপক প্রচারণা চালান, কারণ এই রাজ্যগুলোই শেষ পর্যন্ত নির্বাচনের ফল নির্ধারণ করতে ভূমিকা রাখে।
মার্কিন রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন, এই বছরের মূল নির্বাচনী লড়াই হবে অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা, পেনসিলভানিয়া, উত্তর ক্যারোলিনা, উইসকনসিন এবং মিশিগানে।

২০২৪ সালে মার্কিনিরা আর কোন কোন ভোট দিচ্ছেন?

প্রেসিডেন্ট নির্বাচন ছাড়াও আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে এ বছর। ৫ নভেম্বর সিনেট এবং হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্য নির্বাচনে ভোট হবে। সিনেটে ৩৩টি এবং হাউজে ৪৩৫টি, মোট ৪৬৮টি আসনে লড়াই হবে৷
অনেক রাজ্যে ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি রাজ্যের আরো নানা স্তরের নির্বাচনেও ভোট দিবেন। ভিন্ন ভিন্ন রাজ্যের ওপর নির্ভর করে ইস্যুও আলাদা হবে। নভেম্বর মাসে বেশ কয়েকটি রাজ্যের ব্যালটে সবচেয়ে বড় এবং রাজনৈতিকভাবে বিতর্কিত বিষয়গুলির একটি হিসাবে গর্ভপাতের অধিকারটিও থাকবে।

US Elections: What is the 'Electoral College' System and How it Works:-

The US president is not elected by majority vote, but by a system called the Electoral College. But what is the electoral college?

How does it work?

To many, the Electoral College may seem like a complicated matter. Even many US citizens do not understand this easily. Let's try to understand this a little better.

Why did the US decide on this system?:

The framers of the US Constitution introduced this system in 1787. After gaining independence from Britain through war, the United States was a brand new country.
In the United States, the men known as the Founding Fathers wanted to establish an electoral system that would not concentrate power in the hands of one person. They wanted to free themselves from the system that might create a structure like a monarchy.
But the idea of ​​being fully elected by the people is challenged by this electoral system. The system's framers were concerned whether voters were educated enough to make informed voting decisions. The national literacy rate was low and no other country at that time decided to elect its leaders by popular vote.
The Electoral College was chosen as an alternative between direct popular vote and presidential election by a single person. So they decided that electors assigned to each state would vote for the president.

How does the Electoral College work?:

In theory, the US government consists of a unified executive branch (president and cabinet), judicial branch (Supreme Court), and legislative branch (Congress). Congress is again composed of two bodies - the House of Representatives and the Senate.
The Senate consists of two members from each state. They represent the entire state at the federal level. House representatives represent individual districts within a state.
A state's number of representatives in Congress is determined by the census. Census is conducted every 10 years in the country.
California is the most populous state, so it also has the highest number of representatives - 52. States with relatively small populations, such as Alaska, have only one representative in Congress.
Each US state receives one Electoral College vote for each member of its congressional delegation. This means, California has 54 Electoral College votes - 52 for House Representatives and two for Senators.
Alaska has three votes, one for its House representatives and two for senators.
In all, there are 535 members of Congress and three electors in Washington, DC. That is, there are a total of 538 electoral votes for the US presidency - a majority of at least 270 are needed to win the election.

Who do Americans vote for?

When American citizens vote in a presidential election, they actually vote for that candidate's electors. In most states, a candidate who wins the popular vote receives the votes of the electors of the entire state. For example, if Kamala Harris wins a majority in California, she will receive only 54 electoral votes in that state.
In Maine and Nebraska, however, the approach is different. In these two states, not all votes are given to the candidate elected on the basis of majority vote. Electoral votes are also divided among candidates based on popular vote in these two states.
There is no constitutional law that obligates electoral voters to vote for the candidate who receives the majority of votes in the state. However, it is very rare for the Electoral College to vote against the will of the state's voters. According to the US Office of the Federal Registrar, in US history "more than 99 percent of electoral voters have voted as promised"

Can someone lose the popular vote to become president?

yes This has happened five times in US history. In 2016, Donald Trump won the Electoral College despite trailing by nearly 3 million votes in the popular vote. George W. Bush lost the popular vote but won the Electoral College in 2000 against Al Gore. This happened three times in the 18th century as well.

What happens if no candidate gets a majority?

In the event that both candidates receive 269 Electoral College votes each, the House of Representatives is tasked with determining the winner. Each state delegate gets one vote and a majority (26) of the votes is needed to win. However, never in the history of US elections have two candidates received an equal number of Electoral College votes.

When is the winner announced?

Congress counted the votes on January 6 and the inauguration of the President took place on January 20. The winner is usually clear when the results come in on election day. As a result, the announcement of January 6 usually ends in formality.
But counting of votes may take extra time in some cases. In 2000, Joe Biden was declared the winner on November 7, four days after Election Day, November 3.

What is swing state? Why are they important?

Most US states have voted for the same party year after year. For example, Democrats have won presidential elections in California since 1992. Republicans have won Mississippi since 1980.
On the other hand, swing states sometimes elect Democrats, sometimes Republicans. Candidates campaign heavily for votes in these states, as these states ultimately decide the outcome of the election.
According to US political scientists, the key election battles this year will be in Arizona, Georgia, Nevada, Pennsylvania, North Carolina, Wisconsin and Michigan.

What are the Americans voting in 2024?

Apart from the presidential election, there are several other important elections this year. Elections for members of the Senate and the House of Representatives will be held on November 5. 33 in the Senate and 435 in the House, a total of 468 seats will be contested
Many states will vote for the presidential election on November 5 as well as other levels of the state. The issue will also be different depending on the different states. Abortion rights will also be one of the biggest and most politically contentious issues on the ballot in several states in November.

সেই চোরা মতিউরের ছেলের অর্ধকোটি টাকার কোরবানি!মতিউর রহমান একজন জাতীয় রাজস্ব কর্মকর্তা, বর্তমানে কাস্টমস আপীলাত ট্রাইব্যু...
19/06/2024

সেই চোরা মতিউরের ছেলের অর্ধকোটি টাকার কোরবানি!

মতিউর রহমান একজন জাতীয় রাজস্ব কর্মকর্তা, বর্তমানে কাস্টমস আপীলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট। বেতন এক লাখ টাকার নীচেয়। শুধুমাত্র বসুন্ধরাতেই মতিউর, তার স্ত্রী সন্তান, আত্মীয়দের নামে এবং বেনামে ৪০ টি প্লট আছে। নরসিংদীর রায়পুরা মরজালে ৪০ বিঘা জমির উপরে গড়েছে আলিসান রিসোর্ট। গাজীপুরে মতিউরের জুতার ফ্যাক্টরি, জুতার ফ্যক্টরিতে সে নিজেই চেয়ারম্যান। গুলশান-২ এ শাহবুদ্দিন পার্কের উল্টোদিকে আনোয়ার ল্যান্ডমার্কের একটি ভবণে চারটি ফ্ল্যাট আছে। ফ্ল্যাটগুলোর মূল্য প্রতিটি ৫ কোটি টাকার নীচেয়। গুলশানের শান্তা প্রোপার্টিজের একটি ভবনে আটটি ফ্ল্যাট। মতিউরের ছেলের বউয়ের বাচ্চা পয়দা হয়েছে আমেরিকান হাসপাতালে নিয়ে। সেখানে ডেলিভারী বাবদ তিন লাখ ডলার পরিশোধ করা হয়েছে। মতিউরের একটি ব্যাংক অ্যাকাউন্ট আইডেন্টিফাই করেছে গোয়েন্দারা। সেখানে ১১৭ কোটি টাকা জমা আছে বলে তথ্য দিয়েছে। সিঙ্গাপুর, মালেয়শিয়া, দুবাই ও আমেরিকায় বিপুল পরিমাণ সম্পদের মালিক। নিজের স্ত্রী লায়লা কানিজকে বানিয়েছিলেন বিনা প্রতিদ্বন্দীতায় নরসিংদী রায়পুরা উপজেলা চেয়ারম্যান। স্ত্রীর নামেও শত কোটি টাকার সম্পদ। আসন্ন রায়পুরা উপজেলা নির্বাচনেও উনি প্রার্থী।

Address

Muhammadpur

Alerts

Be the first to know and let us send you an email when Daily Amader Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Amader Bangladesh:

Share

Category

Who we are?

Welcome to the Daily Amader Bangladesh Facebook community. We are proud to let you know that we are a part of Worksfare International Limited.We provide handpicked content for you to share and discuss. Breaking news, top stories, features and blogs.

www.amaderbangladesh.net Editor: Rasidul Islam Jewel Publisher: Mehedi Hasan Comment policy: Daily Amader Bangladesh reserves the right to remove any comment posted on its social media or website. We encourage readers to express their opinions and engage in debate.We try to accommodate differing points of view, but we do not tolerate hate speech. Therefore, we please note the following guidelines: • No profanity • No language that is offensive to any race, religion, ethnicity, gender or nationality • No personal attacks on other's comments • No advertising or spam This policy is subject to update.