
24/07/2025
ছোটদের "গল্পে গল্পে ইসলামের পাঁচ রুকন" 📚(৫টি বইয়ের সেট)
📕বই ১: কালিমা সবার আগে
লেখক: সামিয়া আফরিন
নিরীক্ষণ: মাওলানা তানজিল আরেফীন আদনান
👉কিছু অংশঃ প্রতিদিন স্কুল থেকে ফিরে আনাস তার ছোট বোনের সাথে খেলে।আনাসের ছোট বোনের নাম আফিয়া। আফিয়া এখনো স্কুলে যাওয়া শুরু করেনি। বাসাতেই মায়ের কাছে পড়ালেখা শেখে সে।
একদিন বিকেলে, দুই ভাই-বোন মিলে লেগোসেট খেলছে। ঘরের মেঝেতে লেগোগুলো ছড়ানো। লেগো দিয়ে বাড়ি, গাড়ি আরো এটা সেটা বানানোর চেষ্টা করছে দুজন মিলে।
পাশেই তাদের মা শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। হাতে ধরা একটি বই।
হঠাৎ বই তুলে তাকান তিনি। শুনতে পান, আনাস খেলতে খেলতে খুব সুন্দর করে সুর করে কালিমা বলছে।
মায়ের মুখটা হাসিতে ভরে গেল।
বইটা আলতো করে বন্ধ করেন। নরম গলায় ছেলেকে জিজ্ঞেস করেন,
'কী বলছো আনাস?'
চলমান......
প্রকাশনী
চড়ুই পাবলিকেশন
অর্ডার লিংক পাবেন কমেন্টে