Hasnain Anik

Hasnain Anik Motovlog / fitness / lifestyle

21/07/2025

কোন দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হলে রাজনৈতিক নেতা রা হাসপাতালে গিয়ে আসলে করে টা কি??

-তারা হাসপাতালে গিয়ে চিকিৎসা করে? তারা জন্ম থেকে ডাক্তার।
-তাদের দৃষ্টি তে রোগীর দিকে তাকালে রোগী দ্রুত সুস্থ হয়ে যায়।।
-তাদের নি:স্বাসে এন্টিবায়োটিক আছে?
- তারা পানি পড়া দেয় বা ফু দেয়??
- তাদের দেখলে মানুষের মত ভয়ে রোগ ও পালায়?

ছোট বেলা থেকে এই জিনিস দেখে বড় হইতে হইতে এখন প্রায় বুড়া হয়ে গেলাম।।।
এই সাইন্স টা বুঝলাম না।।।

একটা প্লেস্কুলের হাসিখুশি প্রাণবন্ত কিছু শিশুর জীবন মুহূর্তে এলোমেলো হয়ে গেল।মিলিটারি এক্সারসাইজ কেন করতে হবে এই ৩ কোটি ...
21/07/2025

একটা প্লেস্কুলের হাসিখুশি প্রাণবন্ত কিছু শিশুর জীবন মুহূর্তে এলোমেলো হয়ে গেল।মিলিটারি এক্সারসাইজ কেন করতে হবে এই
৩ কোটি মানুষের শহরে?
বিশ্বের সবচেয়ে ঘণবসতিপূর্ণ শহর ঢাকায় কেন ট্রেইনিং জেট ওড়ে সেই জবাবদিহিতা এই রাষ্ট্র করতে পারবে না।
ই’রান-ইজ’রায়েল যুদ্ধে যা বুঝলাম, মিলিটারি এসেট আর ইনফ্র্যাস্ট্রাকচার লোকালয় থেকে নিরাপদ দূরত্বে থাকা লাগে। ঢাকা শহরে এসব একেবারে জনবহুল আবাসিক এলাকায়।
কেউ প্রশ্ন করবে কী ঢাকার মধ্যিখানে কেন বিমানবাহিনীর রানওয়ে থাকা প্রয়োজন? স্পেস সংকটের শহরে বিরাট ক্যান্টনমেন্ট তো আছেই, একাধিক ডিওএইচএস নিয়ে শহরে বিরাট অংশ কেন তাদের দখলে থাকে এই প্রশ্ন করার শক্তিও মেবি রাষ্ট্রের নাই।
ইভেন এরকম একটা কনজাস্টেড শহরের ভেতরে বিরাট গলফ ক্লাব করে রাখার লাক্সারিও তাদের আছে।
এই এক্সি’ডেন্টে একটা শিশু মা’রা গেলেও সেটা মেনে নেয়া সম্ভব না। মিলিটারি ম্যান্যুভারিং যু’দ্ধ ছাড়া লোকালয়ে হবে আর স্কুলের বাচ্চা মা’রা যাবে, এটা মেনে নেওয়ার মতো বিষয় না।
দিন শেষে কলুর বলদ আমরা সাধারণ মানুষ। এই শহর অভিশপ্ত এই নগরে জীবনের কোন মূল‍্য নেই। এমনকি আমাদের বাচ্চাদেরও।

লেখা : হাসিব আব্দুল্লাহ্

আমরা যারা দক্ষিণ এশিয়ার  মানুষ   এরা  আসলে বিভিন্ন  জাতীর মানুষের  সংকর।  তাই সরাসরি বেসিক যে বডি টাইপ তিনটা  সেগুলার ভে...
18/07/2025

আমরা যারা দক্ষিণ এশিয়ার মানুষ এরা আসলে বিভিন্ন জাতীর মানুষের সংকর। তাই সরাসরি বেসিক যে বডি টাইপ তিনটা সেগুলার ভেতর আমরা কম পরি।। বেশিক্যালি আমাদের বডি টাইপ ও মিক্সড ধরনে।।। এছাড়া আমাদের এ এলাকায় প্রচুর দুর্ভিক্ষ হয়েছে এক সময় তাই তারাই বেশি সার্ভাইব করেছে যাদের শরীর এ ফ্যাট বেশি স্টোর করা ছিলো, বা যাদের শরীর কার্বোহাইড্রেট ভেংগে দ্রুত ফ্যাট বানাতে পারে তারা৷ এই জন্য দেখবেন আমাদের এদিকের মানুষ দ্রুত পেটে চর্বি জমায় ফেলে।।

এই আমাদের দক্ষিণ এশিয়ার মানুষের সবচেয়ে কমন বডি টাইপ হচ্ছে

তিন টা
1. Ecto-Endomorph

2. Meso-Endomorph

3. Pure Endomorph

1. Ecto-Endomorph (পাতলা হাড়ের গঠন, কিন্তু সহজে চর্বি জমে)

‍লক্ষণ: হাইট মাঝারি, হাড় সরু, metabolism কম, পেট/কোমরে সহজে ফ্যাট জমে।

‍সমস্যা: মাসেল গেইন করতে সময় লাগে, আর ফ্যাট কমাতে কঠোর ডায়েট লাগে।
এরা তারা যারা চিকন বডি তে একটা ভুড়ি নিয়ে চলে৷

2. Meso-Endomorph (মাংসপেশি গঠনের ক্ষমতা ভালো, কিন্তু চর্বিও জমে সহজে)

লক্ষণ: শরীর দেখতে ভারী, ঘাড়-মাথা মোটা, পেশি আছে কিন্তু ফ্যাটও থাকে।

উপযোগী: সঠিক ট্রেনিং ও ডায়েটে মাসেল খুব ভালোভাবে গেইন করা যায়।

3. Pure Endomorph (চর্বিযুক্ত শরীর, কম মেটাবলিজম)

লক্ষণ: শরীর নরম, পেট ও মুখমণ্ডল গোলাকার, সহজে মোটা হয়।

সমস্যা: ফ্যাট কমাতে অনেক সময় লাগে, এক্সারসাইজ না করলে শরীর দ্রুত ভারী হয়ে যায়।

কেন দক্ষিণ এশিয়ায় এমন হয়?

‍জেনেটিকালি: আমাদের metabolism তুলনামূলকভাবে ধীর এবং জেনেটিক্যালি ই আমাদের এই এরিয়াই দুনিয়ার সব থেকে বেশি হার্ট এবং ডায়াবেটিস রোগির বাসস্থান। ।
এছাড়া সিলেকশঅন অফ ন্যাচার সুত্র অনুযায়ী দুর্ভিক্ষ পিরিত অঞ্চল হিসেবে হাজার হাজার বছর ধরে আমরা এভাবে ডেভোলপড হয়েছি।। যাদের ফ্যাট স্টোর করার এবিলিটি কম ছিলো তারা বেশিরভাগ মারা গেছে অথবা এরা সংখ্যায় কম।

‍ডায়েট: চাল, রুটি, আলু, ডাল জাতীয় কার্বস-ভিত্তিক খাবার বেশি খাওয়া হয়।

‍লাইফস্টাইল: ফিজিক্যাল অ্যাকটিভিটি কম, বেশি বসে থাকা কাজ করা।

সমাধান:

ডায়েটে প্রোটিন বাড়াও, কার্বস কমাও। নিজের বডি টাইপ বোঝা, সে অনুযায়ি খাবার সিলেকশন করা এবং ওয়ার্ক আউট করা।।।।

সপ্তাহে ৩–৫ দিন মিনিনিমাম ১ ঘন্টা করে ওয়ার্কআউট + কার্ডিও করা।।

সকাল টা শুরু হয় এদের সাথে।।।লাইফ থেকে মানুষ কমিয়ে দিন, প্রানী এড করুন, অনেক ঝামেলা কমে যাবে।।।
18/07/2025

সকাল টা শুরু হয় এদের সাথে।।।
লাইফ থেকে মানুষ কমিয়ে দিন, প্রানী এড করুন, অনেক ঝামেলা কমে যাবে।।।

16/07/2025

গোপালগঞ্জ রাইট নাও 😎

মাসেল গেইন করার ক্ষেত্রে মানুষের বডি টাইপ (Body Type) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মূলত তিন ধরনের বডি টাইপ রয়েছে( তবে এর বা...
16/07/2025

মাসেল গেইন করার ক্ষেত্রে মানুষের বডি টাইপ (Body Type) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মূলত তিন ধরনের বডি টাইপ রয়েছে( তবে এর বাইরেও কিছু মিক্সড বডি টাইপ আছে,আমি নিজেই মিক্সড বডি টাইপের)। যাদের প্রতিটির মাসেল গেইনের ধরন আলাদা।।
১. Ectomorph (এক্টোমরফ)

চরিত্রঃ
পাতলা গঠন শরীর এবং হাত-পা লম্বা হয়। এদের
শরীরে ফ্যাট এবং মাসেল দুইটাই কম। এরা প্রচুর খাইলেও সহজে ওজন বাড়ে না কারন এদের ফাষ্ট মেটাবলিজম।

মাসেল গেইন কেমন হয়ঃ

মাসেল গেইন করতে সময় লাগে,
হাই ক্যালোরি ডায়েট ও ইন্টেন্স ওয়েট ট্রেনিং দরকার মাসেল গেইন করতে।।।
একই সাথে এদের বেশি বিশ্রাম দরকার (রিকভারি গুরুত্বপূর্ণ)
২. Mesomorph (মেসোমরফ)

এরা ন্যাচারালি অ্যাথলেটিক শরীর নিয়ে জন্মায়, এরা জীম না করলেও স্বাভাবিকভাবেই কিছু মাসেল থাকে বডিতে. এরা সহজে মাসেল ও ফ্যাট দুটোই গেইন করে
ফ্রেম মাঝারি – না বেশি পাতলা, না মোটা এরা খুব সহজে মাসেল বাড়াতে পারে।।। কারন এদের ওয়ার্কআউটের রেসপন্স ভালো হয়।।
সঠিক ডায়েট ও রুটিনে দ্রুত রেজাল্ট পাওয়া যায়, আর এদের।।
৩. Endomorph (এন্ডোমরফ)

শরীর গোলাকৃতি ও ফোলা টাইপ৷ যাদের আমরা স্কুল কলেজে মটু বলে ডাকতাম ছোট বেলায়।।
এদের শরীরে সহজে ফ্যাট জমে, এরা ই তারা যারা বলে ভাই আমি পানি খাইলেও ওজন বাড়ে।।। এদের
মাসেলও গেইন করে, কিন্তু ফ্যাটও বেশি জমে।।
তাও এদের ফ্যাট লস জার্নি তে খাবার দাবার অনেক হিসেব করে খেতে হয়।।
প্রতি জীমেই দেখবেন এমন কিছু মানুষ থাকে যারা মাসের পর মাস জীম করে কিন্তু এদের ওজন এর কোন তারতম্য হয় না।।।

মাসেল গেইন কেমন হয়ঃ

মাসেল গেইন হয়, তবে ফ্যাটও বাড়ে

ডায়েটে কন্ট্রোল খুব জরুরি

হাই ইন্টেনসিটি ট্রেনিং + কার্ডিও দরকার।।।

তো এখানে দেখে মিলিয়ে নেন আপনার বডি টাইপ কোনটা??

#আপনার

ছবিটা মানালী তে তোলা। শিমলা - মানালী- কাশ্মীর এই যায়গা গুলাতে গোলাপ গাছ খুব কমন। অনেকটা আমাদের দেশের আগাছার মত এখানে গোল...
15/07/2025

ছবিটা মানালী তে তোলা। শিমলা - মানালী- কাশ্মীর এই যায়গা গুলাতে গোলাপ গাছ খুব কমন।
অনেকটা আমাদের দেশের আগাছার মত এখানে গোলাপ গাছ পাহাড়ের মাঝে জন্মে থাকে।। এগুলো হচ্ছে বুনো গোলাপ পাপড়ি খুব কম তবে ধরে ঝাকে ঝাকে আর এই গাছে অতিরিক্ত কাটা।
বাইক চালাতে চালাতে কতবার যে এই গোলাপের ঝাড় দেখে থেমে গেছি তার ইয়াত্তা নেই। গোলাপি, সাদা, হলুদ মোটামোটি এই তিন রঙ এর ই এই জংলী গোলাপ আছে।
তবে গোলাপি টা সংখ্যায় বেশি।। একটা এলাকা কত টা সুন্দর হলে, সেই এলাকায় আগাছা হয় গোলাপ 😍😍😍
ইচ্ছে করে লাদাখ, ট্যুর নিয়ে রেগুলার লিখি।। পরে আর এনার্জি পাই না লেখার।।।

#এই #ইন্ডিয়া #ভ্রমন #লাদাখ

তারেক জিয়া কে আমার  এখন সেই লং ডিসটেন্স প্রেমিকের মত লাগে।।। যে ভাবে সব তার নিয়ন্ত্রনে।।।।মাগার লাভের গুড় খায় প্রেমিকার ...
13/07/2025

তারেক জিয়া কে আমার এখন সেই লং ডিসটেন্স প্রেমিকের মত লাগে।।। যে ভাবে সব তার নিয়ন্ত্রনে।।।।
মাগার লাভের গুড় খায় প্রেমিকার বেস্ট ফ্রেন্ডে।।।।
তলে তলে কিছুই তার নিয়ন্ত্রণে নাই।।।

আমি প্রথমে ভাবছিলাম আনভীর, পরে নিউজ দেখে বুঝলাম সানভীর।।আচ্ছা আনভীর বা সানভির যাই হোক।। বসুন্ধরার  সোবহান সাহেবের প্রোডা...
12/07/2025

আমি প্রথমে ভাবছিলাম আনভীর, পরে নিউজ দেখে বুঝলাম সানভীর।।
আচ্ছা আনভীর বা সানভির যাই হোক।। বসুন্ধরার সোবহান সাহেবের প্রোডাক্ট সেটাই আসল কথা।।।
আর মেয়েটা মুনিয়া, জুনিয়া, বা সুনিয়া যেই হোক তাতে আমার কোন সমস্যা নাই।। বেডি মানুষ বাদ্দেন ভাই।।।
এ দুনিয়ায় টাকা থাকলে মাইয়া মানুষ এর অভাব হয় না।।এখন এদের টাকা আছে সেই টাকার লোভে মাইয়া মানুষ আসবে এটাই সাভাবিক।।
আপনার আমার টাকা নাই আমাদের কাছে আসবে না, এগুলা নিয়ে মন খারাপ এর কিছু নাই।।
এটাই দুনিয়ার নিয়ম।। ইয়ে দুনিয়া পিত্তল দি।
তবে এই নিয়মের ভেতর আমার প্রশ্ন হচ্ছে এই বসুন্ধরা গ্রুপের এতো এতো টাকা এতো এতো, কনজিউমার গুডস এর ব্যবসা। শুধু মাত্র একটা কন্ডোম এর ব্যবসা নাই।।
আহমেদ আকবর সোবহান সাহেবের উচিত, এই টিশ্যু ফিসুর ব্যবসার সাথে কন্ডোম এর ও একটা ব্রান্ড বের করা।
যাতে তার ছেলে এবং নাতী রা কাজ এর আগে কন্ডোম পড়তে পারে এবং কাজ শেষে ট্যিশু দিয়ে মুছে।।
শেষের প্রোডাক্ট বাজারে রাখছে, শুরুর টা নাই।।
এমন ঝামেলা তো লাগবেই।।।
সমস্যা নাই এমন অনেক জ্ঞান আমি ফ্রি তেই দেই।। আমার এগুলার জন্য কোন ফি দিতে হবে না।।। 🥴😎🤌

12/07/2025

কথা কিন্তু সত্য 🤣🥱

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasnain Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share