কবিতা - Poem

কবিতা - Poem Paid PR/Post Share/Paid Feature
+8801743605500 (What's App)
https://wa.me/message/TFWQR7KHZ2YVA1 Submission
Business What's App
‪+8801743605500
(2978)

পাগল আব্দুল করিম গায়ভুলিতে পারিনা আমার মনে যারে চায়!
16/07/2025

পাগল আব্দুল করিম গায়
ভুলিতে পারিনা আমার মনে যারে চায়!

যেখানে চুড়ি আর ফুল পাশাপাশি থাকে,সেখানে ভালোবাসা আর স্মৃতি চোখের জল মাখে।অপরাজিতা বলে, "আমি শুধু ফুল নই",আমি সেই প্রতীক্...
16/07/2025

যেখানে চুড়ি আর ফুল পাশাপাশি থাকে,
সেখানে ভালোবাসা আর স্মৃতি চোখের জল মাখে।
অপরাজিতা বলে, "আমি শুধু ফুল নই",
আমি সেই প্রতীক্ষা—যে চোখে ঘুম নাই।

~ মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।

16/07/2025

আমার মৃ'ত্যুর দিনে
যদি তোমার মন ভাঙে
তুমি কেঁদে নিও কাজল ভেজা
দেখে নিও লেবাননের আকাশ!

~ সাইফুল কাসমি।

পথ চলতিপথে ভৃঙ্গরাজের সঙ্গে দেখা। 🌼📸 Tazkiya Nur Beli
16/07/2025

পথ চলতিপথে ভৃঙ্গরাজের সঙ্গে দেখা। 🌼

📸 Tazkiya Nur Beli

ভাঙা সম্পর্ক জোড়া লাগে না,শুধু স্মৃতি গেঁথে বসে মগজে।তুমি যে স্পর্শ দিছিলে একদিন,সেটাই এখন জ্বালায় প্রতিদিন।~ মোহাম্মদ শ...
16/07/2025

ভাঙা সম্পর্ক জোড়া লাগে না,
শুধু স্মৃতি গেঁথে বসে মগজে।
তুমি যে স্পর্শ দিছিলে একদিন,
সেটাই এখন জ্বালায় প্রতিদিন।

~ মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।

প্রিয় কাজী সুমাইয়া,কবিতা-Poem পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভ জন্মদিনের শুভেচ্ছা।আপনার পেশাদারিত্ব, নিষ্ঠা এ...
16/07/2025

প্রিয় কাজী সুমাইয়া,

কবিতা-Poem পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভ জন্মদিনের শুভেচ্ছা।

আপনার পেশাদারিত্ব, নিষ্ঠা এবং সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের জন্য আমরা গর্বিত। কাস্টমার সাপোর্ট টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে, আপনি প্রতিনিয়ত যেভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়।

আপনার প্রতিটি দিন হোক সাফল্য, সুস্থতা ও প্রশান্তিতে ভরা।
আপনার জীবনের আগামী বছরগুলো হোক নতুন সম্ভাবনা, অর্জন এবং আনন্দে পরিপূর্ণ।

কবিতা -Poem – শুধুই একটি প্ল্যাটফর্ম নয়, একটি পরিবার।
আর আপনি সেই পরিবারের একজন শ্রদ্ধেয় ও প্রিয় সদস্য।
আজকের এই বিশেষ দিনে আমরা কৃতজ্ঞ—আপনার মতো একজনকে আমাদের দলে পেয়ে।

🎂 শুভ জন্মদিন, সুমাইয়া!
আপনার ভবিষ্যৎ হোক উজ্জ্বল ও সুন্দর।
– আপনার সহকর্মী ও পুরো কবিতা- Poem টিমের পক্ষ থেকে রইল অশেষ ভালোবাসা ও শুভকামনা।

💼📖
"পেশাদারিত্ব যখন কবিতার মতো মসৃণ হয়, তখন আপনি সেখানে ছিলেন।"

_ কবিতা - Poem পরিবার।

16/07/2025

যে কোন পরিস্থিতিতে শান্তি খুঁজে নেয়ার এক অলৌকিক ক্ষমতা আল্লাহ আমারে দিসেন।

ওই চাকরিটা হয় নাই?
ওইটা আমার ছিলোই না।
ওমুকের আমারে আর লাগে না?
প্যারা নাই অন্য কারো লাগবে।
ওই সুযোগটা হাতছাড়া হয়ে গেসে?
সমস্যা নাই, পরেরটা হবে না।

তোমার সাথে যা যা হয় সেইটা তোমার সাথে হয় না, তোমার জন্য হয়। মেনে নেয়ার মতো তৃপ্তি পৃথিবীর কোন কিছুতে নাই! 🤍

© Tahmina jafar kalpona

16/07/2025

"তোমাদের কেউ যখন নামাজ আদায় করে, তখন সে তার রবের সঙ্গে সরাসরি কথা বলে"।

(সহীহ বুখারীঃ ৪১৩)

15/07/2025

প্রতিদিন সকালে একবার মনে করা দরকার, একটু পর আমি মারা গেলে কয়েক ঘণ্টা পর আমার জানাজা আর আছরের নামাজের পর আমার দাফন হয়ে যাবে। কয়েকদিন পরে না, এক রাতও না, আজই দাফন, আজকের রাতই হবে কবরের প্রথম রাত।
কোনরকম পূর্ব পরিকল্পনা ছাড়াই এতো বড় একটা পরীক্ষা আমাদের সামনে, আমরা নিশ্চিন্ত থাকি কী করে!!!

- সংগৃহীত

দূরত্ব!~ মো: ফরহাদ মিয়া
15/07/2025

দূরত্ব!
~ মো: ফরহাদ মিয়া

তোমার স্মৃতি এতটাই জ্যান্ত,যেন এখনো পাশে বসে আছো।কিন্তু ছুঁতে গেলেইতুমি অদৃশ্য হয়ে যাও।~ মোহাম্মদ শেখ শাহিনুর রহমান। বই ...
15/07/2025

তোমার স্মৃতি এতটাই জ্যান্ত,
যেন এখনো পাশে বসে আছো।
কিন্তু ছুঁতে গেলেই
তুমি অদৃশ্য হয়ে যাও।

~ মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
বই : চুপকথার চিঠি।
Photo credit:

Address

Muhammadpur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801743605500

Alerts

Be the first to know and let us send you an email when কবিতা - Poem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবিতা - Poem:

Share