Ahnaf's Diaries

Ahnaf's Diaries In this page you will find videos about Ahnaf's Travelling, Lifestyle and Personal Vlog

23/08/2024

হে দয়াময় করো রহম
হুকুম দেও তোমার সৃষ্টিকে
লও টেনে পানি মাটি অতলে
দাও করে বন্ধ এই বৃষ্টি বাদল
লক্ষ, লক্ষ মানব আজ নিয়ে বুকে পাথর
হারিয়েছে সব, ঠুকনো হল তাদের খোয়াব
কেউ হারিয়েছে সম্পদ
কেউ হারিয়েছে আপন
এবার করো খোদা রহম
মাফ করো মোদের
চেয়ে দেখো আমাদের
উপাসনালয়ে যাদের কাটতো সময়
তোমার বানি পাঠে
তারাওতো আজ ঘাটে
কত মানব আছে নিখোজ
সেটা নেই জানা
আর কত বানের জল দিবে হানা
কত প্রানী পেয়েছে অক্কা
কতো যাচ্ছে ভেসে
হয়ত পাবো সঠিক হিসেব এই দুর্যোগ শেষে।

©নিজস্ব লেখা...............

23/08/2024

সৃষ্টিকর্তা সৃষ্টি করেছিল সৃষ্টির সেরা প্রাণী
দিয়েছিল বিবেক, মনুষ্যত্ব, দৃঢ়তা ঘুচাতে তার গ্লানি
সময় গেল দিলো সব বিসর্জন, রইল শুধু দৃঢ়তা
নিজেকে অমর করার তাড়ে করে দিল শূন্যতা
আহাজারিতে আকাশ বাতাস সব হয়ে গেছে ভারি
কে জানে তাহার আপন ফিরিবেনা বাড়ি
যার যায় সেই বোঝে তার কি যন্ত্রণা
কি দিয়ে সবাই দিবে তাকে স্বান্তনা
সৃষ্টিকর্তার ডাকেই ফিরবে তাদের হুশ
সেখানে চলেনাকো ঘুষ বুঝবে যখন হবে ফুস
বিবেক, মনুষ্যত্ব বিহীন হয়না মানুষ
করবে অনুতাপ হবে নাকো লাভ
বুঝিবে সব করেছিল পাপ।

05/08/2024

শহীদ আবরার ফাহাদ
সালাম নিও ভাই

আমরা স্বাধীন হয়েছি
আবু সাঈদ, মুগ্ধ, রাফি, ওয়াসিমসহ যারা ত্যাগ স্বীকার
করেছে

আল্লাহ তোমাদের শহীদ হিসেবে কবুল করুক
এবং জান্নাতের উচ্চতম স্থান দান করুক।😞
আমিন

05/08/2024

আজ বিজয়ের দিন! 🇧🇩
"৩৬ জুলাই , ২০২৪"
টাইমলাইনে রেখে দিলাম,প্রতি বছর স্মরণ করবো

05/08/2024

পদত্যাগ করেছেন সেটার পক্ষে ছিলাম,
এখন যে পালিয়ে যাচ্ছেন সেটার পক্ষে নেই। সরি!!
🤡🤡

11/04/2024

এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ-শান্তি,জীবন হোক আলোকিত,আনন্দঘন মুহূর্তে ভরে উঠুক আপনার প্রতিটি মুহূর্ত, মুখরিত হোক প্রতিটি ঘর।

সবাইকে ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক🌙


Address

Muhammadpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahnaf's Diaries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahnaf's Diaries:

Share