23/08/2024
হে দয়াময় করো রহম
হুকুম দেও তোমার সৃষ্টিকে
লও টেনে পানি মাটি অতলে
দাও করে বন্ধ এই বৃষ্টি বাদল
লক্ষ, লক্ষ মানব আজ নিয়ে বুকে পাথর
হারিয়েছে সব, ঠুকনো হল তাদের খোয়াব
কেউ হারিয়েছে সম্পদ
কেউ হারিয়েছে আপন
এবার করো খোদা রহম
মাফ করো মোদের
চেয়ে দেখো আমাদের
উপাসনালয়ে যাদের কাটতো সময়
তোমার বানি পাঠে
তারাওতো আজ ঘাটে
কত মানব আছে নিখোজ
সেটা নেই জানা
আর কত বানের জল দিবে হানা
কত প্রানী পেয়েছে অক্কা
কতো যাচ্ছে ভেসে
হয়ত পাবো সঠিক হিসেব এই দুর্যোগ শেষে।
©নিজস্ব লেখা...............