26/06/2025
Capcut ব্যবহার করা কি সেইফ??
৬ জুন ২০২৫ ক্যাপকাটের নতুন Terms & Condition অনুযায়ী, চিন্তা করলে CapCut ব্যবহার করা এখন অনিরাপদ!
Capcut চাইলে যা যা করতে পারে এখন:
- আপনি যখন অনলাইনে থেকে Capcut চালাবেন তখন ক্যাপকাট চাইলে Capcut এ আপলোড করা বা ইডিট করা ভিডিও বা কন্টেন্ট , নিজেরা নিয়ে ব্যবহার করতে পারবে!
- আপনার ডিভাইসের বিভিন্ন এক্সেস + মেটা ডাটা যেমন লোকেশন, ডিভাইসের ডিটেইলস সহজেই পেয়ে যায়।
- আপনার Capcut একাউন্ট না থাকলেও আপনার ভিডিও/কন্টেন্টের এক্সেস ক্যাপকাট পাবে!!
দেখেন ভাই কাহিনী হচ্ছে ডেটা সব এ্যপসেই নেয়, যখন আপনার ফোনে ইন্সটল থাকে। শুধু সাধু সাজার জন্য এক্সেস নেওয়ার আগে পারমিশন চায় ক্যামেরা, গ্যালারি এসবের।
আপনার কি মনে হয়, এক্সেসের পারমিশন না দিলে এক্সেস পাবেনা??
যাই হোক, Capcut এর সমাধান হচ্ছে offline এ থেকে বা Airplane Mood অন করে ভিডিও ইডিট করা। কিন্তু, এইভাবে তো ভিডিও ইডিটের সব ফিচার-ও পাবেন্না!
তাইলে সমাধান?
Capcut ব্যবহার আপাতত বাদ্দেন, আর চাইনিজ এ্যাপ মানেই ডাটা নিবে এটা সিউর। নিজের দেশের সব মানুষজনের-ই ডাটা ট্র্যাক করে সেখানে আমি-আপনি কে? যদিও এই নতুন নিয়মের পরে ওদের নামে মামলা চলতেছে!
© Abdullah Al Imran
Founder- Probfly IT